ETV Bharat / entertainment

Jayeshbhai Jordaar trailer: মাচো ম্যান নন, নতুন তবু ট্রেলারে একই রকম উজ্জ্বল জয়েশভাই রূপী রণবীর - মাচো ম্যান নন নতুন তবু ট্রেলারে একই রকম উজ্জ্বল জয়েশভাই রূপী রণবীর

সামনে এল রণবীর সিং শালিনী পান্ডের জুটির ছবি 'জয়েশভাই জোরদার'-এর ট্রেলার ৷ একেবারে অন্যরকম ছাপোষা গুজরাতির চরিত্রে এখানে অভিনয় করছেন রণবীর ৷ ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী 13 মে(Ranveer Singh Jayeshbhai Jordaar Trailer Releases) ৷

Ranveer Singh Jayeshbhai Jordaar Trailer Releases
মাচো ম্যান নন নতুন তবু ট্রেলারে একই রকম উজ্জ্বল জয়েশভাই রূপী রণবীর
author img

By

Published : Apr 19, 2022, 2:27 PM IST

হায়দরাবাদ, 19 এপ্রিল : '83' ছবিতে কপিল দেবের চরিত্রে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেতা রণবীর সিং ৷ এমনকী এই অভিনয়ের জন্য দাদা সাহেব ফালকের মত গুরুত্বপূর্ণ পুরস্কারও জিতে নিয়েছেন তিনি ৷ এবার আসতে চলেছে তাঁর নতুন ছবি 'জয়েশভাই জোরদার' ৷ একেবারে অন্যরকম ছাপোষা গুজরাতির চরিত্রে এখানে অভিনয় করছেন রণবীর ৷ এবার সামনে এল ছবির ট্রেলার (Ranveer Singh Jayeshbhai Jordaar Trailer Releases) ৷ এই ছবির হাত ধরেই পরিচালনায় অভিষেক করতে চলেছেন দিব্যাঙ্গ ঠক্কর ৷ ইয়াশ রাজ ফিল্মসের বহু প্রতীক্ষিত এই ছবিতে রণবীর ছাড়াও অভিনয় করেছেন শালিনী পান্ডে।

পরিচালক দিব্যাঙ্গ এখানে তুলে ধরার চেষ্টা করেছেন কন্যা ভ্রুণ হত্যার সমস্যাটিকে ৷ এই ছবির পটভূমি হল গুজরাত ৷ জয়েশ অর্থাৎ রণবীর এখানে একজন গ্রাম প্রধানের সন্তান ৷ তাঁর স্ত্রী গর্ভবতী ৷ পরিবারের সকলের একমাত্র আকাঙ্ক্ষা একটি পুত্রসন্তানের ৷ মাচো হিরো রণবীরের চরিত্রটিও এখানে একেবারে শান্ত এবং পিতার অনুগত ৷ রণবীরের বাবার চরিত্রে অভিনয় করতে চলেছেন বামন ইরানি ৷

আরও পড়ুন : গ্রাম বাংলার পান্তাভাত এবার অনুষ্কার হেঁশেলে ; পেঁয়াজ, লঙ্কা সহযোগে উপভোগ বিরাট পত্নির

রণবীরের বিপরীতে ছবিতে অভিনয় করবেন শালিনী পান্ডে ৷ কাহিনি অনুযায়ী এর আগেই একটি কন্যাসন্তান রয়েছে তাঁদের ৷ কিন্তু বংশের উত্তরাধিকার বজায় রাখতে একটি পুত্রসন্তান চায় পরিবার ৷ আর সেই টানাপোড়েন নিয়েই এগিয়ে চলে গল্প ৷ ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী 13 মে ৷

হায়দরাবাদ, 19 এপ্রিল : '83' ছবিতে কপিল দেবের চরিত্রে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেতা রণবীর সিং ৷ এমনকী এই অভিনয়ের জন্য দাদা সাহেব ফালকের মত গুরুত্বপূর্ণ পুরস্কারও জিতে নিয়েছেন তিনি ৷ এবার আসতে চলেছে তাঁর নতুন ছবি 'জয়েশভাই জোরদার' ৷ একেবারে অন্যরকম ছাপোষা গুজরাতির চরিত্রে এখানে অভিনয় করছেন রণবীর ৷ এবার সামনে এল ছবির ট্রেলার (Ranveer Singh Jayeshbhai Jordaar Trailer Releases) ৷ এই ছবির হাত ধরেই পরিচালনায় অভিষেক করতে চলেছেন দিব্যাঙ্গ ঠক্কর ৷ ইয়াশ রাজ ফিল্মসের বহু প্রতীক্ষিত এই ছবিতে রণবীর ছাড়াও অভিনয় করেছেন শালিনী পান্ডে।

পরিচালক দিব্যাঙ্গ এখানে তুলে ধরার চেষ্টা করেছেন কন্যা ভ্রুণ হত্যার সমস্যাটিকে ৷ এই ছবির পটভূমি হল গুজরাত ৷ জয়েশ অর্থাৎ রণবীর এখানে একজন গ্রাম প্রধানের সন্তান ৷ তাঁর স্ত্রী গর্ভবতী ৷ পরিবারের সকলের একমাত্র আকাঙ্ক্ষা একটি পুত্রসন্তানের ৷ মাচো হিরো রণবীরের চরিত্রটিও এখানে একেবারে শান্ত এবং পিতার অনুগত ৷ রণবীরের বাবার চরিত্রে অভিনয় করতে চলেছেন বামন ইরানি ৷

আরও পড়ুন : গ্রাম বাংলার পান্তাভাত এবার অনুষ্কার হেঁশেলে ; পেঁয়াজ, লঙ্কা সহযোগে উপভোগ বিরাট পত্নির

রণবীরের বিপরীতে ছবিতে অভিনয় করবেন শালিনী পান্ডে ৷ কাহিনি অনুযায়ী এর আগেই একটি কন্যাসন্তান রয়েছে তাঁদের ৷ কিন্তু বংশের উত্তরাধিকার বজায় রাখতে একটি পুত্রসন্তান চায় পরিবার ৷ আর সেই টানাপোড়েন নিয়েই এগিয়ে চলে গল্প ৷ ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী 13 মে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.