ETV Bharat / entertainment

Jawan Song Zinda Banda: প্রিভিউয়ের পর আসছে 'জওয়ান' ছবির প্রথম গান, অপেক্ষায় শাহরুখ অনুরাগীরা

শাহরুখের 'জওয়ান' ছবি নিয়ে উত্তেজনা এখন রীতিমতো তুঙ্গে ৷ খবর অনুযায়ী খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে ছবির প্রথম গান 'জিন্দা বান্দা' ৷

Jawan Song Zinda Banda
জওয়ান ছবির প্রথম গান মুক্তি পেতে চলেছে খুব তাড়াতাড়ি
author img

By

Published : Jul 25, 2023, 9:51 PM IST

হায়দরাবাদ, 25 জুলাই: নতুন ছবি 'জওয়ান'-এর প্রিভিউ তথা ট্রেলার সামনে আসার পর থেকেই ফের একবার চর্চার কেন্দ্রে বলিউডের বাদশা ৷ প্রথমে অনেকেই হয়তো আশঙ্কা করেছিলেন 'পাঠান' সিনেমার বিপুল সাফল্যের পর 'জওয়ান' ছবিতেও কিং খান একই আকর্ষণ বজায় রাখতে পারবেন? তার ওপর মাত্র কয়েক মাসের মধ্য়েই আবার একটি বিগ বাজেট ছবিতে অ্যাকশন অবতারে দেখা যাবে 57 বছর বয়সি এই হিরোকে ৷ দর্শক নেবে তো? কিন্তু ট্রেলার মুক্তির পরপরই সেই আশঙ্কা 80-85 শতাংশ কমে গিয়েছে ৷ এবার আসছে 'জওয়ান' ছবির প্রথম গান ৷

অ্যাটলি কুমারের এই ছবিতে কিং খান পর্দায় ফিরছেন দু'টি অবতারে ৷ তার মধ্যে সবচেয়ে বড় চমক তাঁর খলনায়ক অবতারটিতে ৷ মুন্ডিতমস্তক, চোখে কঠিন দৃষ্টি...কে বলবে এই মানুষটির রোম্যান্টিক সংলাপেই একদিন মেতে উঠত গোটা ভারত ৷ আজও তাঁর মুখে সংলাপ আছে ঠিকই কিন্তু কী বলছেন তিনি? তিনি বলছেন, "আমি যখন খলনায়ক হই তখন কোনও হিরো আমার সামনে দাঁড়াতে পারে না ৷" তারপর সেই অনবদ্য মেট্রোর সিকোয়েন্স ৷ 'বিশ সাল বাদ' ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া 'বেকরার করকে হামে' গানে তাঁর দুরন্ত নাচ ৷ ব্যাস আর কি চাই! প্রিভিউ সুপারহিট ৷

আর এবার নাকি মুক্তি পেতে চলেছে ছবির প্রথম গান ৷ অন্তত বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট তাই বলছে ৷ যদিও গানটি কবে মুক্তি পেতে চলেছে তা এখনও জানা যায়নি তবে খবর অনুযায়ী গানটির নাম 'জিন্দা বান্দা' ৷ আর এই গানের সুর দিয়েছেন বিখ্যাত সুরকার অনিরুদ্ধ রবিচন্দর ৷ অনিরুদ্ধ সুরকার হিসাবে ভীষণ পরিচিত ঠিকই তবে তিনি এর আগে হিন্দিতে কখনও কাজ করেননি ৷ তবে গানে যে দৃশ্য় তুলে ধরা হয়েছে শাহরুখকে যেভাবে দেখানো হয়েছে তা অনুরাগীদের পছন্দ হবে বলেই আশা নির্মাতাদের ৷

আরও পড়ুন:হলুদ ট্যাক্সির ভালোবাসার ঘেরাটোপে রণবীর আলিয়া, দেখুন ভিডিয়ো

শাহরুখ ছাড়াও এই ছবিতে রয়েছেন নয়নতারা এবং বিজয় সেতুপতির মতো তারকারা ৷ এছাড়া ছবিতে ক্য়ামিয়ো চরিত্রে দেখা যাবে বলিউডের একঝাঁক মুখকে ৷ শানায়া মালহোত্রা, দীপিকা পাড়ুকোন, সুনীল গ্রোভার এবং ঋদ্ধি ডোগরার মতো আরও অনেককেই দেখা যাবে এই ছবিতে ৷ আগামী 7 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

হায়দরাবাদ, 25 জুলাই: নতুন ছবি 'জওয়ান'-এর প্রিভিউ তথা ট্রেলার সামনে আসার পর থেকেই ফের একবার চর্চার কেন্দ্রে বলিউডের বাদশা ৷ প্রথমে অনেকেই হয়তো আশঙ্কা করেছিলেন 'পাঠান' সিনেমার বিপুল সাফল্যের পর 'জওয়ান' ছবিতেও কিং খান একই আকর্ষণ বজায় রাখতে পারবেন? তার ওপর মাত্র কয়েক মাসের মধ্য়েই আবার একটি বিগ বাজেট ছবিতে অ্যাকশন অবতারে দেখা যাবে 57 বছর বয়সি এই হিরোকে ৷ দর্শক নেবে তো? কিন্তু ট্রেলার মুক্তির পরপরই সেই আশঙ্কা 80-85 শতাংশ কমে গিয়েছে ৷ এবার আসছে 'জওয়ান' ছবির প্রথম গান ৷

অ্যাটলি কুমারের এই ছবিতে কিং খান পর্দায় ফিরছেন দু'টি অবতারে ৷ তার মধ্যে সবচেয়ে বড় চমক তাঁর খলনায়ক অবতারটিতে ৷ মুন্ডিতমস্তক, চোখে কঠিন দৃষ্টি...কে বলবে এই মানুষটির রোম্যান্টিক সংলাপেই একদিন মেতে উঠত গোটা ভারত ৷ আজও তাঁর মুখে সংলাপ আছে ঠিকই কিন্তু কী বলছেন তিনি? তিনি বলছেন, "আমি যখন খলনায়ক হই তখন কোনও হিরো আমার সামনে দাঁড়াতে পারে না ৷" তারপর সেই অনবদ্য মেট্রোর সিকোয়েন্স ৷ 'বিশ সাল বাদ' ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া 'বেকরার করকে হামে' গানে তাঁর দুরন্ত নাচ ৷ ব্যাস আর কি চাই! প্রিভিউ সুপারহিট ৷

আর এবার নাকি মুক্তি পেতে চলেছে ছবির প্রথম গান ৷ অন্তত বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট তাই বলছে ৷ যদিও গানটি কবে মুক্তি পেতে চলেছে তা এখনও জানা যায়নি তবে খবর অনুযায়ী গানটির নাম 'জিন্দা বান্দা' ৷ আর এই গানের সুর দিয়েছেন বিখ্যাত সুরকার অনিরুদ্ধ রবিচন্দর ৷ অনিরুদ্ধ সুরকার হিসাবে ভীষণ পরিচিত ঠিকই তবে তিনি এর আগে হিন্দিতে কখনও কাজ করেননি ৷ তবে গানে যে দৃশ্য় তুলে ধরা হয়েছে শাহরুখকে যেভাবে দেখানো হয়েছে তা অনুরাগীদের পছন্দ হবে বলেই আশা নির্মাতাদের ৷

আরও পড়ুন:হলুদ ট্যাক্সির ভালোবাসার ঘেরাটোপে রণবীর আলিয়া, দেখুন ভিডিয়ো

শাহরুখ ছাড়াও এই ছবিতে রয়েছেন নয়নতারা এবং বিজয় সেতুপতির মতো তারকারা ৷ এছাড়া ছবিতে ক্য়ামিয়ো চরিত্রে দেখা যাবে বলিউডের একঝাঁক মুখকে ৷ শানায়া মালহোত্রা, দীপিকা পাড়ুকোন, সুনীল গ্রোভার এবং ঋদ্ধি ডোগরার মতো আরও অনেককেই দেখা যাবে এই ছবিতে ৷ আগামী 7 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.