ETV Bharat / entertainment

Jammy on Mahabharat Murders: মহাভারতে অন্য অবতারে জ্যামি, কী বললেন চরিত্র নিয়ে ? - jamie banerjee opens up about his charecter in mahabharat murders

হইচইতে হাজির হয়েছে শৌমিক হালদার পরিচালিত ওয়েব সিরিজ 'মহাভারত মার্ডার্স'। অর্জুন চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, রাজদীপ গুপ্তর পাশাপাশি সমান কদর পেয়েছে সামসুদ্দিনের চরিত্রটি । এই চরিত্রে অভিনয় করেছেন জ্যামি বন্দোপাধ্যায় ৷ এই চরিত্র নিয়ে কি বললেন জ্যামি (Jammy Banerjee in Mahabharat Murders) ?

Jamie on Mahabharat Murders
মহাভারতে অন্য অবতারে জ্যামি, কী বললেন চরিত্র নিয়ে
author img

By

Published : May 19, 2022, 3:40 PM IST

Updated : May 19, 2022, 5:15 PM IST

কলকাতা, 19 মে : হইচই-এর নতুন সিরিজ শৌমিক হালদারের 'মহাভারত মার্ডার্স' রীতিমতো প্রশংসা কুড়োচ্ছে নানা মহলে । অর্জুন চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, রাজদীপ গুপ্তদের পাশাপাশি সমান কদর পেয়েছে সামসুদ্দিনের চরিত্রটিও । 'জনদরদী রাজনৈতিক নেতা' শব্দগুলি বড্ড গালভরা । তবে, এই ওয়েব সিরিজে জ্যামির চরিত্রটা তেমনই (Jammy Banerjee in Mahabharat Murders)। 'লালবাজার'-এর দৌলতে জ্যামি এখন বিনোদন দুনিয়ার পরিচিত মুখ ।

পার্থ চট্টোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ 'গণেশ মূর্তি'তেও অভিনয় করেছেন তিনি । একাধিক ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন জ্যামি । অনেক কাজের মধ্যে জ্যামির উল্লেখযোগ্য কাজ '18-তে 72'। বাংলার নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে এই ছবি জ্যামি (সৌম্য) বন্দ্যোপাধ্যায়েরই বানানো । গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করেছেন তিনি । এখানেই শেষ নয়, কামারহাটির বিধায়ক মদন মিত্রকেও অভিনয়ে নিয়ে আসছেন জ্যামি । জ্যামি পরিচালিত ওয়েব ছবি 'হচপচ'-এ নিজের গায়ক ইমেজেই ধরা পড়বেন মদন মিত্র । নিজের গলায় দুটি গানও গাইবেন তিনি, জানা গিয়েছে এমনটাই ।

আরও পড়ুন: বাপুর জীবনযুদ্ধের কাহিনি এবার ওয়েবে, গান্ধির চরিত্রে প্রতীক

'মহাভার‍ত মার্ডার্স' প্রসঙ্গে বলতে গিয়ে জ্যামি বলেন, "লালবাজারের পর এবার একটা অন্য রকম চরিত্রে অভিনয় করলাম । সামসুদ্দিন একেবারেই ভিলেন চরিত্র নয় । যাঁরা দেখেছেন তাঁরা জানেন । গ্রামবাসীর কাছে হিরো সে । জনদরদী রাজনৈতিক নেতা । ক্ষমতাশালী সে । এই চরিত্রটা পেতে আমাকে অনেকগুলো অডিশনের মুখোমুখি হতে হয়েছে । হাল ছাড়িনি । আত্মবিশ্বাস ছিল তুঙ্গে । শেষে কাজটা করলাম । এখন দর্শক প্রশংসা করছে এটাই প্রাপ্তি । আর কী চাই ?"

কলকাতা, 19 মে : হইচই-এর নতুন সিরিজ শৌমিক হালদারের 'মহাভারত মার্ডার্স' রীতিমতো প্রশংসা কুড়োচ্ছে নানা মহলে । অর্জুন চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, রাজদীপ গুপ্তদের পাশাপাশি সমান কদর পেয়েছে সামসুদ্দিনের চরিত্রটিও । 'জনদরদী রাজনৈতিক নেতা' শব্দগুলি বড্ড গালভরা । তবে, এই ওয়েব সিরিজে জ্যামির চরিত্রটা তেমনই (Jammy Banerjee in Mahabharat Murders)। 'লালবাজার'-এর দৌলতে জ্যামি এখন বিনোদন দুনিয়ার পরিচিত মুখ ।

পার্থ চট্টোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ 'গণেশ মূর্তি'তেও অভিনয় করেছেন তিনি । একাধিক ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন জ্যামি । অনেক কাজের মধ্যে জ্যামির উল্লেখযোগ্য কাজ '18-তে 72'। বাংলার নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে এই ছবি জ্যামি (সৌম্য) বন্দ্যোপাধ্যায়েরই বানানো । গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করেছেন তিনি । এখানেই শেষ নয়, কামারহাটির বিধায়ক মদন মিত্রকেও অভিনয়ে নিয়ে আসছেন জ্যামি । জ্যামি পরিচালিত ওয়েব ছবি 'হচপচ'-এ নিজের গায়ক ইমেজেই ধরা পড়বেন মদন মিত্র । নিজের গলায় দুটি গানও গাইবেন তিনি, জানা গিয়েছে এমনটাই ।

আরও পড়ুন: বাপুর জীবনযুদ্ধের কাহিনি এবার ওয়েবে, গান্ধির চরিত্রে প্রতীক

'মহাভার‍ত মার্ডার্স' প্রসঙ্গে বলতে গিয়ে জ্যামি বলেন, "লালবাজারের পর এবার একটা অন্য রকম চরিত্রে অভিনয় করলাম । সামসুদ্দিন একেবারেই ভিলেন চরিত্র নয় । যাঁরা দেখেছেন তাঁরা জানেন । গ্রামবাসীর কাছে হিরো সে । জনদরদী রাজনৈতিক নেতা । ক্ষমতাশালী সে । এই চরিত্রটা পেতে আমাকে অনেকগুলো অডিশনের মুখোমুখি হতে হয়েছে । হাল ছাড়িনি । আত্মবিশ্বাস ছিল তুঙ্গে । শেষে কাজটা করলাম । এখন দর্শক প্রশংসা করছে এটাই প্রাপ্তি । আর কী চাই ?"

Last Updated : May 19, 2022, 5:15 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.