ETV Bharat / entertainment

Jacqueline Gets Bail: আইনজীবীর পোশাকে আদালতে জ্যাকলিন, পেলেন অন্তর্বর্তী জামিন - Jacqueline Gets Bail

জ্যাকলিন ফার্নান্ডেজের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করল দিল্লির পাতিয়ালা আদালত (Jacqueline Gets Bail)৷ 50,000 টাকার বন্ডে তাঁকে জামিন দেওয়া হয় ৷

Jacqueline Fernandez gets interim bail in Rs 200 crore Extortion Case
আইনজীবীর পোশাকে আদালতে জ্যাকলিন, পেলেন অন্তর্বর্তী জামিন
author img

By

Published : Sep 26, 2022, 1:52 PM IST

Updated : Sep 26, 2022, 2:18 PM IST

দিল্লি, 26 সেপ্টেম্বর: কিছুটা স্বস্তিতে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Gets Bail)৷ 200 কোটি টাকা তোলাবাজির মামলায় তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে দিল্লির পাতিয়ালা আদালত ৷ 50,000 টাকার বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়েছে ৷ এ দিন সংবাদমাধ্যমের চোখে ধুলো দিয়ে আইনজীবীর পোশাকে আদালতে হাজিরা দেন বলিউডের অভিনেত্রী (jacqueline money laundering case)৷

সোমবার আদালতে হাজিরা দেওয়ার সময় জ্যাকলিন ফার্নান্ডেজের পরনে ছিল সাদা শার্ট ও কালো ট্রাউজারস ৷ সংবাদমাধ্যম ও উপস্থিত সবার চোখ এড়িয়ে আইনজীবীর পোশাকেই কোর্টরুমে প্রবেশ করেন তিনি ৷ এই মামলার পরবর্তী শুনানি আগামী 22 অক্টোবর ৷ জ্যাকলিনের নিয়মিত জামিনের আবেদন নিয়ে শুনানি শুরু হবে তার পর থেকে ৷ তাঁর দেওয়ার নথি পরীক্ষা-নীরিক্ষা করে দেখা হবে ৷

  • #WATCH | Actor Jacqueline Fernandez leaves from Delhi's Patiala House Court after the court granted interim bail to her on a bail bond of Rs 50,000, in connection with the Rs 200 crore money laundering case pic.twitter.com/3MgPaRnPlV

    — ANI (@ANI) September 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অর্থ পাচার বিরোধী আইনের আদালতে এই মামলার চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সেই চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের ৷ তার ভিত্তিতেই আজ, অভিনেত্রীকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ সেই মতোই আজ আদালতে হাজিরা দেন তিনি ৷ তবে বিরাট সংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিল আদালত চত্বরে ৷ তাঁদের চোখ এড়াতে আইনজীবীর পোশাক পরে আদালতে প্রবেশ করেন ৷

আরও পড়ুন: দুধ সাদা পোশাক আর খোলা চুল... নয়া লুকে মন কাড়লেন জ্যাকলিন

এর আগে, এই মামলায় যুক্ত থাকার অভিযোগে দুবার তাঁকে সমন পাঠিয়েছিল দিল্লি পুলিশ ৷ এই মামলায় অভিযুক্ত কনম্যান সুকেশ চন্দ্রশেখর তিহাড় জেলে থাকাকালীন তাঁর থেকে কোটি কোটি টাকার উপহার নেওয়ার অভিযোগ উঠেছে জ্যাকলিনের বিরুদ্ধে ৷ এই মামলার তদন্তে অভিনেত্রীকে বহুবার সমন পাঠিয়েছে ইডিও ৷ জ্যাকলিনের পাশাপাশি এই মামলায় বয়ান রেকর্ড করা হয়েছে অপর অভিনেত্রী নোরা ফতেহিরও ৷ জ্যাকলিনের 7.2 কোটি টাকার ফিক্সড ডিপোজিট আগেই অ্যাটাচ করেছে ইডি ৷ গত সপ্তাহে জ্যাকলিনের স্টাইলিস্ট লিপাক্ষী ইলাওয়াড়িকে প্রায় আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং ৷

দিল্লি, 26 সেপ্টেম্বর: কিছুটা স্বস্তিতে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Gets Bail)৷ 200 কোটি টাকা তোলাবাজির মামলায় তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে দিল্লির পাতিয়ালা আদালত ৷ 50,000 টাকার বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়েছে ৷ এ দিন সংবাদমাধ্যমের চোখে ধুলো দিয়ে আইনজীবীর পোশাকে আদালতে হাজিরা দেন বলিউডের অভিনেত্রী (jacqueline money laundering case)৷

সোমবার আদালতে হাজিরা দেওয়ার সময় জ্যাকলিন ফার্নান্ডেজের পরনে ছিল সাদা শার্ট ও কালো ট্রাউজারস ৷ সংবাদমাধ্যম ও উপস্থিত সবার চোখ এড়িয়ে আইনজীবীর পোশাকেই কোর্টরুমে প্রবেশ করেন তিনি ৷ এই মামলার পরবর্তী শুনানি আগামী 22 অক্টোবর ৷ জ্যাকলিনের নিয়মিত জামিনের আবেদন নিয়ে শুনানি শুরু হবে তার পর থেকে ৷ তাঁর দেওয়ার নথি পরীক্ষা-নীরিক্ষা করে দেখা হবে ৷

  • #WATCH | Actor Jacqueline Fernandez leaves from Delhi's Patiala House Court after the court granted interim bail to her on a bail bond of Rs 50,000, in connection with the Rs 200 crore money laundering case pic.twitter.com/3MgPaRnPlV

    — ANI (@ANI) September 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অর্থ পাচার বিরোধী আইনের আদালতে এই মামলার চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সেই চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের ৷ তার ভিত্তিতেই আজ, অভিনেত্রীকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ সেই মতোই আজ আদালতে হাজিরা দেন তিনি ৷ তবে বিরাট সংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিল আদালত চত্বরে ৷ তাঁদের চোখ এড়াতে আইনজীবীর পোশাক পরে আদালতে প্রবেশ করেন ৷

আরও পড়ুন: দুধ সাদা পোশাক আর খোলা চুল... নয়া লুকে মন কাড়লেন জ্যাকলিন

এর আগে, এই মামলায় যুক্ত থাকার অভিযোগে দুবার তাঁকে সমন পাঠিয়েছিল দিল্লি পুলিশ ৷ এই মামলায় অভিযুক্ত কনম্যান সুকেশ চন্দ্রশেখর তিহাড় জেলে থাকাকালীন তাঁর থেকে কোটি কোটি টাকার উপহার নেওয়ার অভিযোগ উঠেছে জ্যাকলিনের বিরুদ্ধে ৷ এই মামলার তদন্তে অভিনেত্রীকে বহুবার সমন পাঠিয়েছে ইডিও ৷ জ্যাকলিনের পাশাপাশি এই মামলায় বয়ান রেকর্ড করা হয়েছে অপর অভিনেত্রী নোরা ফতেহিরও ৷ জ্যাকলিনের 7.2 কোটি টাকার ফিক্সড ডিপোজিট আগেই অ্যাটাচ করেছে ইডি ৷ গত সপ্তাহে জ্যাকলিনের স্টাইলিস্ট লিপাক্ষী ইলাওয়াড়িকে প্রায় আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং ৷

Last Updated : Sep 26, 2022, 2:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.