ETV Bharat / entertainment

Jacqueline Appears in Court: 200 কোটির বেআইনি অর্থপাচার মামলার শুনানিতে আদালতে জ্যাকলিন

200 কোটি টাকার মানি লন্ডারিং মামলার শুনানিতে বুধবার সকালে পাতিয়ালা হাউস কোর্টে হাজিরা দিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ । আগের শুনানিতে আদালত জ্যাকলিনকে 25 মে থেকে 12 জুন পর্যন্ত বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছিল ।

author img

By

Published : Jul 5, 2023, 2:42 PM IST

Jacqueline Appears in Court
Jacqueline Appears in Court

নয়াদিল্লি, 5 জুলাই: পাতিয়ালা হাউস কোর্টে হাজিরা দিলেন বলিউডের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ ৷ বুধবার তাঁর সঙ্গে আদালতে উপস্থিত হয়েছেন তাঁর আইনজীবীও । কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িত 200 কোটি টাকার বেআইনি অর্থ পাচার মামলায় অভিযুক্ত জ্যাকলিন ৷ এ দিন আদালতে এই মামলার শুনানি শুরু হয়েছে ।

এর আগে, গত মে মাসে মামলার শুনানির সময় আদালত জ্যাকলিন ফার্নান্ডেজকে 25 মে থেকে 12 জুন পর্যন্ত বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছিল । বিদেশ সফরে জ্যাকলিনকে 25 থেকে 27 মে আইফা অ্যাওয়ার্ডের জন্য আবুধাবিতে এবং 28 মে থেকে 12 জুন পর্যন্ত ফিল্মের শুটিংয়ের জন্য মিলানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল ।

Jacqueline Appears in Court
আদালতে হাজির জ্যাকলিন

200 কোটি টাকার মানি লন্ডারিং মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তার চার্জশিটে সুকেশ চন্দ্রশেখরের পাশাপাশি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজেরও নামে অভিযোগ এনেছে । এ দিকে, অভিনেত্রী নোরা ফাতেহিকে সুকেশ চন্দ্রশেখর উপহার দিতেন বলে উল্লেখ করায় জ্যাকলিনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন নোরা । সেই মামলার জন্যও জ্যাকলিনকে পাতিয়ালা হাউস কোর্টে চক্কর কাটতে হচ্ছে । বেআইনি অর্থ পাচার মামলায় জ্যাকলিনকে দফায় দফায় জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।

আরও পড়ুন: চিরকাল একে-অপরের থাকব, ইস্টারে জ্যাকলিনকে প্রেম-বার্তা তিহাড়ে বন্দি সুকেশের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি দাবি করেছে যে, সুকেশ চন্দ্রশেখর 200 কোটি টাকার প্রতারণার অর্থ দিয়ে জ্যাকলিন ফার্নান্ডেজকেও লাভবান করেছে । এই দাবি করার পেছনে তাদের কাছে শক্তপোক্ত প্রমাণও রয়েছে বলে জানিয়েছে ইডি ৷ জ্যাকলিনকে সুকেশের দেওয়া কোটি কোটি টাকার উপহারও বাজেয়াপ্ত করা হয়েছে । শোনা যায়, জেলে থাকাকালীন সুকেশের সঙ্গে দেখা হয়েছিল জ্যাকলিন ফার্নান্ডেজের ।

উল্লেখ্য, তিহাড় সংশোধনাগার বন্দি অবস্থাতেই জ্যাকলিনের প্রতি ভালোবাসা জানিয়ে চিঠি লিখেছিলেন সুকেশ চন্দ্রশেখর ৷ তিনি স্পষ্ট জানান, হৃদয়ের অন্থঃস্থল থেকে তিনি ভালোবাসেন অভিনেত্রীকে ৷ তাঁকে খুব মিসও করেন সুকেশ ৷

নয়াদিল্লি, 5 জুলাই: পাতিয়ালা হাউস কোর্টে হাজিরা দিলেন বলিউডের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ ৷ বুধবার তাঁর সঙ্গে আদালতে উপস্থিত হয়েছেন তাঁর আইনজীবীও । কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িত 200 কোটি টাকার বেআইনি অর্থ পাচার মামলায় অভিযুক্ত জ্যাকলিন ৷ এ দিন আদালতে এই মামলার শুনানি শুরু হয়েছে ।

এর আগে, গত মে মাসে মামলার শুনানির সময় আদালত জ্যাকলিন ফার্নান্ডেজকে 25 মে থেকে 12 জুন পর্যন্ত বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছিল । বিদেশ সফরে জ্যাকলিনকে 25 থেকে 27 মে আইফা অ্যাওয়ার্ডের জন্য আবুধাবিতে এবং 28 মে থেকে 12 জুন পর্যন্ত ফিল্মের শুটিংয়ের জন্য মিলানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল ।

Jacqueline Appears in Court
আদালতে হাজির জ্যাকলিন

200 কোটি টাকার মানি লন্ডারিং মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তার চার্জশিটে সুকেশ চন্দ্রশেখরের পাশাপাশি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজেরও নামে অভিযোগ এনেছে । এ দিকে, অভিনেত্রী নোরা ফাতেহিকে সুকেশ চন্দ্রশেখর উপহার দিতেন বলে উল্লেখ করায় জ্যাকলিনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন নোরা । সেই মামলার জন্যও জ্যাকলিনকে পাতিয়ালা হাউস কোর্টে চক্কর কাটতে হচ্ছে । বেআইনি অর্থ পাচার মামলায় জ্যাকলিনকে দফায় দফায় জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।

আরও পড়ুন: চিরকাল একে-অপরের থাকব, ইস্টারে জ্যাকলিনকে প্রেম-বার্তা তিহাড়ে বন্দি সুকেশের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি দাবি করেছে যে, সুকেশ চন্দ্রশেখর 200 কোটি টাকার প্রতারণার অর্থ দিয়ে জ্যাকলিন ফার্নান্ডেজকেও লাভবান করেছে । এই দাবি করার পেছনে তাদের কাছে শক্তপোক্ত প্রমাণও রয়েছে বলে জানিয়েছে ইডি ৷ জ্যাকলিনকে সুকেশের দেওয়া কোটি কোটি টাকার উপহারও বাজেয়াপ্ত করা হয়েছে । শোনা যায়, জেলে থাকাকালীন সুকেশের সঙ্গে দেখা হয়েছিল জ্যাকলিন ফার্নান্ডেজের ।

উল্লেখ্য, তিহাড় সংশোধনাগার বন্দি অবস্থাতেই জ্যাকলিনের প্রতি ভালোবাসা জানিয়ে চিঠি লিখেছিলেন সুকেশ চন্দ্রশেখর ৷ তিনি স্পষ্ট জানান, হৃদয়ের অন্থঃস্থল থেকে তিনি ভালোবাসেন অভিনেত্রীকে ৷ তাঁকে খুব মিসও করেন সুকেশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.