ETV Bharat / entertainment

Javed Akhtar: 'হিরোশিমা-নাগাসাকির দৃষ্টান্ত টেনে গাজায় হামলার যুক্তি দিচ্ছে ইজরায়েল, আর সভ্য বিশ্ব তা শুনছে' - Javed Akhtar Slams Israel

Javed Akhtar Slams Israel: গাজায় ইজরায়েলের হামলার বিরুদ্ধে সরব হলেন জাভেদ আখতার ৷ তিনি এ দিন বলেন, হিরোশিমা ও নাগাসাকির উদাহরণ টেনে গাজায় হামলার যুক্তি দিচ্ছে ইজরায়েল ৷ আর তথাকথিত সভ্য বিশ্ব তা শুনছে ৷

Javed Akhtar Slams Israel
ইজরায়েলের বিরুদ্ধে সরব জাভেদ আখতার
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 1:37 PM IST

Updated : Nov 1, 2023, 1:56 PM IST

কলকাতা, 1 নভেম্বর: গাজার উপর রক্তক্ষয়ী হামলার জন্য ইজরায়েলের বিরুদ্ধে মুখ খুললেন প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার ৷ ইজরায়েলের নির্বিচারে বোমাবর্ষণের ফলে গাজার মৃত্যুমিছিল দেখেও আন্তর্জাতিক মহল কেন কোনও পদক্ষেপ করছে না, সেই প্রশ্নই ইঙ্গিতে ছুড়ে দিয়েছেন তিনি ৷ বুধবার এই নিয়ে তিনি সরব হন তাঁর সোশাল মিডিয়ার পাতায় ৷

এ দিন জাভেদ আখতার তাঁর এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) একটি পোস্টে লিখেছেন,

"তাহলে ইজরায়েল এখন হিরোশিমা ও নাগাসাকির উদাহরণ টেনে গাজার অসহায় বেসামরিক নাগরিকদের উপর নির্বিচার বোমাবর্ষণকে সঠিক হিসেবে তুলে ধরে যুক্তি দিচ্ছে !!!..আর তথাকথিত সভ্য বিশ্ব তা শুনছে । তারা সেই একই মানুষ যারা আমাদের মানবাধিকার শেখায় ।"

উল্লেখ্য, আমেরিকান আধিকারিকদের সঙ্গে ব্যক্তিগত কথোপকথনে ইজরায়েলি কর্মকর্তারা গাজায় বোমাবর্ষণের যুক্তি দেওয়ার জন্য হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র শক্তির পারমাণবিক বোমা নিক্ষেপ-সহ জার্মানি এবং জাপানে বোমা হামলার কথা উল্লেখ করেছেন বলে একটি প্রতিবেদনে দাবি করেছে দ্য নিউইয়র্ক টাইমস ৷ গত কয়েকদিনে আমেরিকার জো বাইডেন প্রশাসন ইজরায়েল-হামাস যুদ্ধের বিষয়ে তাদের অবস্থান পরিবর্তন করার সময় ইজরায়েলি কর্মকর্তারা এই তথ্যটি প্রকাশ করেছেন । সেই প্রসঙ্গ টেনেই আন্তর্জাতিক মহলকে বিঁধেছেন জাভেদ আখতার ৷

  • So now Israel is justifying its indiscriminate round the clock bombing on helpless civilians of Gaza by giving example of Hiroshima and Nagasaki . !!! .. and the so-called civilised world is listening . They are the same people who teach us human rights .

    — Javed Akhtar (@Javedakhtarjadu) November 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: যুদ্ধে ইজরায়েলে বাস্তুচ্যুত 2 লক্ষ 50 হাজার নাগরিক, চলছে দেহ শনাক্তকরণ

গত 7 অক্টোবর হামাস জঙ্গিগোষ্ঠী আকাশ, সমুদ্র এবং স্থলপথে ইজরায়েলের উপর বেনজির রকেট হামলা চালায় ৷ একে ইজরায়েলের উপর সবচেয়ে খারাপ আক্রমণ হিসাবে বর্ণনা করা হয়েছিল । এরপরই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় রক্তক্ষয়ী হামলা শুরু করে তেল আভিভ ৷ ধ্বংসাত্মক হামলার পালটা প্রতিশোধ নিতে গাজায় টানা বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে তারা ৷ এর ফলে এই কয়েকদিন শুধু গাজাতেই 8,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, গতকাল বীরভূমের দুবরাজপুরের রাস্তায় ইজরায়েলের বিরুদ্ধে মিলেছে শতাধিক পোস্টার ৷ তাতে লেখা ছিল হেট ইজরায়েল ৷ কারা এই পোস্টার ছড়াল, তা জানা যায়নি ৷ এ ছাড়াও ইডেনে পাকিস্তান ও বাংলাদেশ ম্যাচের সময় প্যালেস্তাইনের পতাকা নিয়ে মাঠে ঢুকে পড়েন কয়েকজন দর্শক ৷ জানা গিয়েছে, চারজন সমর্থক ইডেনে খেলা দেখতে এসে দু'বার প্যালেস্তাইনের পতাকা তুলে ধরেন । মুখে প্যালেস্তাইনের সমর্থনে স্লোগানও দিতে শোনা যায় তাঁদের । যদিও পুলিশের একটি সুত্র বলছে, ওই চার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ।

আরও পড়ুন: রাস্তায় মিলল 'হেট ইজরায়েল' লেখা সে দেশের শতাধিক পতাকা, তপ্ত দুবরাজপুর

কলকাতা, 1 নভেম্বর: গাজার উপর রক্তক্ষয়ী হামলার জন্য ইজরায়েলের বিরুদ্ধে মুখ খুললেন প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার ৷ ইজরায়েলের নির্বিচারে বোমাবর্ষণের ফলে গাজার মৃত্যুমিছিল দেখেও আন্তর্জাতিক মহল কেন কোনও পদক্ষেপ করছে না, সেই প্রশ্নই ইঙ্গিতে ছুড়ে দিয়েছেন তিনি ৷ বুধবার এই নিয়ে তিনি সরব হন তাঁর সোশাল মিডিয়ার পাতায় ৷

এ দিন জাভেদ আখতার তাঁর এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) একটি পোস্টে লিখেছেন,

"তাহলে ইজরায়েল এখন হিরোশিমা ও নাগাসাকির উদাহরণ টেনে গাজার অসহায় বেসামরিক নাগরিকদের উপর নির্বিচার বোমাবর্ষণকে সঠিক হিসেবে তুলে ধরে যুক্তি দিচ্ছে !!!..আর তথাকথিত সভ্য বিশ্ব তা শুনছে । তারা সেই একই মানুষ যারা আমাদের মানবাধিকার শেখায় ।"

উল্লেখ্য, আমেরিকান আধিকারিকদের সঙ্গে ব্যক্তিগত কথোপকথনে ইজরায়েলি কর্মকর্তারা গাজায় বোমাবর্ষণের যুক্তি দেওয়ার জন্য হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র শক্তির পারমাণবিক বোমা নিক্ষেপ-সহ জার্মানি এবং জাপানে বোমা হামলার কথা উল্লেখ করেছেন বলে একটি প্রতিবেদনে দাবি করেছে দ্য নিউইয়র্ক টাইমস ৷ গত কয়েকদিনে আমেরিকার জো বাইডেন প্রশাসন ইজরায়েল-হামাস যুদ্ধের বিষয়ে তাদের অবস্থান পরিবর্তন করার সময় ইজরায়েলি কর্মকর্তারা এই তথ্যটি প্রকাশ করেছেন । সেই প্রসঙ্গ টেনেই আন্তর্জাতিক মহলকে বিঁধেছেন জাভেদ আখতার ৷

  • So now Israel is justifying its indiscriminate round the clock bombing on helpless civilians of Gaza by giving example of Hiroshima and Nagasaki . !!! .. and the so-called civilised world is listening . They are the same people who teach us human rights .

    — Javed Akhtar (@Javedakhtarjadu) November 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: যুদ্ধে ইজরায়েলে বাস্তুচ্যুত 2 লক্ষ 50 হাজার নাগরিক, চলছে দেহ শনাক্তকরণ

গত 7 অক্টোবর হামাস জঙ্গিগোষ্ঠী আকাশ, সমুদ্র এবং স্থলপথে ইজরায়েলের উপর বেনজির রকেট হামলা চালায় ৷ একে ইজরায়েলের উপর সবচেয়ে খারাপ আক্রমণ হিসাবে বর্ণনা করা হয়েছিল । এরপরই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় রক্তক্ষয়ী হামলা শুরু করে তেল আভিভ ৷ ধ্বংসাত্মক হামলার পালটা প্রতিশোধ নিতে গাজায় টানা বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে তারা ৷ এর ফলে এই কয়েকদিন শুধু গাজাতেই 8,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, গতকাল বীরভূমের দুবরাজপুরের রাস্তায় ইজরায়েলের বিরুদ্ধে মিলেছে শতাধিক পোস্টার ৷ তাতে লেখা ছিল হেট ইজরায়েল ৷ কারা এই পোস্টার ছড়াল, তা জানা যায়নি ৷ এ ছাড়াও ইডেনে পাকিস্তান ও বাংলাদেশ ম্যাচের সময় প্যালেস্তাইনের পতাকা নিয়ে মাঠে ঢুকে পড়েন কয়েকজন দর্শক ৷ জানা গিয়েছে, চারজন সমর্থক ইডেনে খেলা দেখতে এসে দু'বার প্যালেস্তাইনের পতাকা তুলে ধরেন । মুখে প্যালেস্তাইনের সমর্থনে স্লোগানও দিতে শোনা যায় তাঁদের । যদিও পুলিশের একটি সুত্র বলছে, ওই চার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ।

আরও পড়ুন: রাস্তায় মিলল 'হেট ইজরায়েল' লেখা সে দেশের শতাধিক পতাকা, তপ্ত দুবরাজপুর

Last Updated : Nov 1, 2023, 1:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.