মুম্বই, 9 মে : জন্মদিনে পরিবারের সঙ্গে কেক কেটে সেলিব্রেশনের ছবি পোস্ট করেছিলেন ৷ সেখানেও নীতি পুলিশদের আক্রমণ থেকে রেহাই পেলেন না আমির খান কন্যা ইরা খান ৷ তাঁর 'অপরাধ' বিকিনি পরিহিত অবস্থায় কেক কেটেছেন তিনি ৷ আর তাতেই রেগে লাল নেটাগরিকদের একাংশ (Ira Khan brutally trolled on social media for cutting birthday cake in bikini) ৷ ট্রলের পাশাপাশি বাবার সামনে বিকিনি পরে কেক কাটায় ইরাকে নৈতিকতার পাঠও শেখালেন তারা !
নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে পুল সেশন সেরে সেই পোশাকেই জন্মদিনের কেক কাটছেন ইরা ৷ পিছনে দাঁড়িয়ে বাবা আমির খান এবং ভাই আজাদ ৷ এমনকী আমিরের সঙ্গেই মেয়ের জন্মদিন উদযাপন করতে দেখা গিয়েছে প্রাক্তন স্ত্রী রীনা দত্তকেও ৷ সবমিলিয়ে ভালই জমে উঠেছিল জন্মদিনের পার্টি ৷
ইরার পাশাপাশি আজাদকেও পুল সেশনের বেশেই দেখা গিয়েছে ছবিতে ৷ সবমিলিয়ে ছবিতে পরিষ্কার পুল থেকে উঠেই কেক কাটছিলেন ইরা ৷ কিন্তু নীতি পুলিশদের সে কথা বোঝাবে কে ? ইরাকে কটাক্ষ ছুঁড়ে কেউ লেখেন, "এটা কখনও জন্মদিন সেলিব্রেশনের পোশাক হতে পারে না ৷" আবার কেউ লেখেন, "নির্লজ্জতার সীমা নেই ৷ ছিঃ ৷" যদিও তাতে আমির-কন্যার জন্মদিন সেলিব্রেশনে ভাঁটা পড়েনি এতটুকু ৷
আরও পড়ুন : অনামিকায় ইয়া বড় আংটি, বাগদান সেরে ফেললেন শত্রুঘ্ন-কন্যা ?
সোশ্যাল মিডিয়ায় ইরার 25তম জন্মদিন উদযাপনের মুহূর্ত শেয়ার করে নিয়েছেন তাঁর বয়ফ্রেন্ড তথা ফিটনেস ট্রেনার নূপুর শিখরও ৷ আমির-কন্যার কেক কাটার মুহূর্ত শেয়ার করে তিনি লেখেন, "শুভ জন্মদিন ভালবাসা ৷ তোমাকে ভীষণ ভালবাসি ৷" উল্লেখ্য, বেশ কয়েকবছর মানসিক অবসাদের সঙ্গে লড়াইয়ের পর গতবছর নিজেকে কিছুটা সুস্থ বলে দাবি করেছিলেন ইরা ৷