ETV Bharat / entertainment

Ira-Nupur Pre-wedding: আমির খানের মেয়ের বিয়ে, ফুলের সাজে ইরা, শুভেচ্ছা অনুরাগীদের - ইরা খান ও নূপুর শিখারে

বিয়ের সানাই বাজতে শুরু করে দিয়েছে আমির খানের বাড়িতে ৷ মেয়ে ইরার বিয়ে বলে কথা ৷ জানুয়ারিতে নূপুর শিখারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন তিনি ৷ তার আগে শুরু হয়ে গিয়েছে প্রি-ওয়েডিং সেরেমনি ৷ সোশাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি মুহূর্তের ছবি ৷

Etv Bharat
আমির খানের মেয়ে ইরার বিয়ে
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 6:45 PM IST

হায়দরাবাদ, 7 নভেম্বর: জানুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসবেন আমির খানের মেয়ে ইরা খান ও নূপুর শিখারে ৷ বিয়ের দু'মাস বাকি থাকলেও এখন থেকেই নানা অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে আমির খানের মুম্বইয়ের বাড়িতে ৷ মহারাষ্ট্রের কেলভন সেরেমনি দিয়ে শুরু হয়েছে বিয়ের আগের নিয়ম-রীতি ৷ সেই রীতি পালনে দেখা গেল হবু-দম্পতিদের ৷ মেয়ে ইরাকে ফুলের সাজে সাজালেন মা রীনা ও শাশুড়ি প্রীতম শিখারে ৷

Ira-Nupur Pre-wedding
ইরার মাথায় ফুলের সাজ

গত বছর এনগেজমেন্ট সেরেমনি সেরেছেন ইরা-নূপুর ৷ এবার বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাঁরা ৷ শুরু হয়ে গিয়েছে প্রি-ওয়েডিং সেরেমনি ৷ কেলভন সেরেমনির জন্য মা রীনা দত্ত, নূপুরের মা প্রীতম শিখারে ও ইরার প্রিয় বন্ধু মিথিলা পালকর সাজিয়ে তুললেন ইরাকে ৷ মহারাষ্ট্র স্টাইলে শাড়ি পরানো থেকে শুরু করে সুন্দর নাকছবি-তে দেখা গেল ইরাকে ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন আমির কন্যা ৷ তাঁকে দেখা গিয়েছে ফুলের গয়নায় সেজে উঠতে ৷ পরনে ছিল লাল রঙের কটনের শাড়ি ৷ তাঁর সঙ্গে মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেছেন হবু বর নূপুরও ৷

Ira-Nupur Pre-wedding
গলায় ও কানে ফুলের সাজ, সিম্পল অথচ এলিগ্যান্ট

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান বাবা হিসাবে মেয়ের তারিখ প্রকাশ্যে আনেন ৷ হবু জামাইয়ের প্রতি ভালোবাসাও ব্যক্ত করেন ৷ তিনি বলেন, "ইরার বিয়ে হতে চলেছে 3 জানুয়ারি ৷ আমার মেয়ে যাঁকে পছন্দ করেছে তাঁর ডাক নাম পোপেয়ে ৷ সে একজন ট্রেনার ৷ তাঁর বাহু আসলে কার্টুন চরিত্র পোপেয়ের মতো ৷ কিন্তু তাঁর আসল নাম নূপুর ৷ সে খুব ভালো মনের মানুষ ৷ যখন আমার মেয়ে মানসিক অবসাদের সঙ্গে যুদ্ধ করছিল, নূপুর তখন তাঁর পাশে ছিল ৷ সে এমন একজন, যে সব সময় ইরার পাশে এসে দাঁড়িয়েছে ৷ ইমোশনালি ইরাকে সাপোর্ট করেছে ৷ আমি খুশি এটা দেখে যে তাঁরা একসঙ্গে কতটা আনন্দে রয়েছে ৷ তাঁরা মন থেকে একে অপরের সঙ্গে যুক্ত ৷ একে অপরের পাশে থাকে, একে অপরের খেয়াল রাখে ৷"

Ira-Nupur Pre-wedding
মেয়ে ইরাকে সাজাতে ব্যস্ত মা রীনা

আরও পড়ুন: মোদির 'ভোকাল ফর লোকাল' প্রমোশনে অনুপমা টিম, 'যুগপুরুষের' প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী রূপালি

মানসিক অবসাদকে জয় করে জীবনের মূল স্রোতে ফিরে এসেছেন ইরা খান ৷ তাঁর জার্নি অনেক মহিলাকেই অনুপ্রেরণা জোগাবে ৷ ফিল্ম দুনিয়ার গ্ল্যামারের ঝলকানি থেকে নিজেকে সরিয়ে রেখে সাদামাটা জীবন বেছে নিয়েছেন ইরা ৷ তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনুরাগীরাও ৷ জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ইরা-নূপুর ৷ তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও ৷

হায়দরাবাদ, 7 নভেম্বর: জানুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসবেন আমির খানের মেয়ে ইরা খান ও নূপুর শিখারে ৷ বিয়ের দু'মাস বাকি থাকলেও এখন থেকেই নানা অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে আমির খানের মুম্বইয়ের বাড়িতে ৷ মহারাষ্ট্রের কেলভন সেরেমনি দিয়ে শুরু হয়েছে বিয়ের আগের নিয়ম-রীতি ৷ সেই রীতি পালনে দেখা গেল হবু-দম্পতিদের ৷ মেয়ে ইরাকে ফুলের সাজে সাজালেন মা রীনা ও শাশুড়ি প্রীতম শিখারে ৷

Ira-Nupur Pre-wedding
ইরার মাথায় ফুলের সাজ

গত বছর এনগেজমেন্ট সেরেমনি সেরেছেন ইরা-নূপুর ৷ এবার বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাঁরা ৷ শুরু হয়ে গিয়েছে প্রি-ওয়েডিং সেরেমনি ৷ কেলভন সেরেমনির জন্য মা রীনা দত্ত, নূপুরের মা প্রীতম শিখারে ও ইরার প্রিয় বন্ধু মিথিলা পালকর সাজিয়ে তুললেন ইরাকে ৷ মহারাষ্ট্র স্টাইলে শাড়ি পরানো থেকে শুরু করে সুন্দর নাকছবি-তে দেখা গেল ইরাকে ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন আমির কন্যা ৷ তাঁকে দেখা গিয়েছে ফুলের গয়নায় সেজে উঠতে ৷ পরনে ছিল লাল রঙের কটনের শাড়ি ৷ তাঁর সঙ্গে মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেছেন হবু বর নূপুরও ৷

Ira-Nupur Pre-wedding
গলায় ও কানে ফুলের সাজ, সিম্পল অথচ এলিগ্যান্ট

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান বাবা হিসাবে মেয়ের তারিখ প্রকাশ্যে আনেন ৷ হবু জামাইয়ের প্রতি ভালোবাসাও ব্যক্ত করেন ৷ তিনি বলেন, "ইরার বিয়ে হতে চলেছে 3 জানুয়ারি ৷ আমার মেয়ে যাঁকে পছন্দ করেছে তাঁর ডাক নাম পোপেয়ে ৷ সে একজন ট্রেনার ৷ তাঁর বাহু আসলে কার্টুন চরিত্র পোপেয়ের মতো ৷ কিন্তু তাঁর আসল নাম নূপুর ৷ সে খুব ভালো মনের মানুষ ৷ যখন আমার মেয়ে মানসিক অবসাদের সঙ্গে যুদ্ধ করছিল, নূপুর তখন তাঁর পাশে ছিল ৷ সে এমন একজন, যে সব সময় ইরার পাশে এসে দাঁড়িয়েছে ৷ ইমোশনালি ইরাকে সাপোর্ট করেছে ৷ আমি খুশি এটা দেখে যে তাঁরা একসঙ্গে কতটা আনন্দে রয়েছে ৷ তাঁরা মন থেকে একে অপরের সঙ্গে যুক্ত ৷ একে অপরের পাশে থাকে, একে অপরের খেয়াল রাখে ৷"

Ira-Nupur Pre-wedding
মেয়ে ইরাকে সাজাতে ব্যস্ত মা রীনা

আরও পড়ুন: মোদির 'ভোকাল ফর লোকাল' প্রমোশনে অনুপমা টিম, 'যুগপুরুষের' প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী রূপালি

মানসিক অবসাদকে জয় করে জীবনের মূল স্রোতে ফিরে এসেছেন ইরা খান ৷ তাঁর জার্নি অনেক মহিলাকেই অনুপ্রেরণা জোগাবে ৷ ফিল্ম দুনিয়ার গ্ল্যামারের ঝলকানি থেকে নিজেকে সরিয়ে রেখে সাদামাটা জীবন বেছে নিয়েছেন ইরা ৷ তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনুরাগীরাও ৷ জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ইরা-নূপুর ৷ তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.