ETV Bharat / entertainment

Indraneil Training Session: বয়স পঞ্চাশ ছুঁই ছুই! তাতে কী ? ফেলুদা হতে ঘাম ঝড়াচ্ছেন ইন্দ্রনীল - ফেলুদা হতে ঘাম ঝড়াতেও মরিয়া ইন্দ্রনীল

Indraneil Sengupta New Feluda Film: বয়সকে ফুঁ দিয়ে উড়িয়ে নতুন ফেলুদা হতে মরিয়া ইন্দ্রনীল ৷ বুধবার নিজেই শেয়ার করলেন ঘাম ঝড়ানোর একটি ভিডিয়ো ৷ সেখানে স্কিপিং থেকে দৌড় সবটাই অনুশীলন করতে দেখা গেল পর্দার নায়ককে ৷

Pic Indraneil Sengupta Insta
ঊনপঞ্চাশেও ফেলুদা হতে মরিয়া পরিশ্রম ইন্দ্রনীলের
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 5:37 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর: বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই ৷ কয়েকদিন আগেই কাটিয়েছেন জন্মদিন ৷ কিন্তু 49-এ দাঁড়িয়েও ফেলুদা হতে ঘাম ঝড়ানোয় কোনও খামতি রাখছেন না ইন্দ্রনীল সেনগুপ্ত ৷ বুধবার সেই ভিডিয়োই সোশালে পোস্ট করলেন অভিনেতা ৷ সেখানে প্রথমে তাঁকে দেখা গেল স্কিপিং অভ্যাস করতে ৷ আর তারপর দৌড় এবং একের পর এক হাডেল পার হওয়া ৷ কথায় বলে, কষ্ট করলেই কেষ্ট মেলে ৷ সেই প্রাচীন প্রবাদ মেনেই চরিত্রের জন্য় নিজেকে পুরোপুরি ফিট রাখতে মরিয়া অভিনেতা ৷

'হত্যাপুরী'র পর ইতিমধ্যেই নতুন ফেলুদাকে নিয়ে 'নয়ন রহস্য' ছবির কাজ শুরু করে দিয়েছেন পরিচালক সন্দীপ রায় ৷ পর্দার ফেলুদার শরীরচর্চায় মনোযোগ কতখানি, তা বললে মনে পড়ে যাবে 'সোনার কেল্লা'র সেই বিখ্যাত 'শীর্ষাসন'-এর দৃশ্য়ের কথা ৷ সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দিয়ে শীর্ষাসন করিয়ে নিয়েছিলেন সত্যজিৎ রায় ৷ আর সেই জুতোতেই এখন পা গলিয়েছেন ইন্দ্রনীল ৷ তাই ফিট থাকতে তাঁকেও যে নানান কসরৎ করতে হবে এতে আর আশ্চর্য কী?

পর্দার ফেলুদা এদিন ভিডিয়োটি শেয়ার করে জানিয়েছেন 49-এও ফেলুদা হয়ে উঠতে ফিট থাকাটা একান্ত জরুরী ৷ ফেলু মিত্তির নামটি বললে হয়তো বেশি মনে পড়ে তার মগজাস্ত্রের কথাই ৷ তবে মানতেই শারীরিকভাবেও তিনি একেবারে ফিটফাট ৷ আর তাই নয়ন রহস্যের সমাধানের মাঝে শরীরচর্চার দিকেও সমান মনোযোগ দিচ্ছেন সন্দীপ রায়ের নতুন ফেলু মিত্তির ৷

আরও পড়ুন: আল্লুর সঙ্গে সম্মুখ সমর থেকে সরে দাঁড়ালেন অজয় ?

ছবিটি কবে পর্দায় আসবে তা এখনও জানা নেই ৷ এই নিয়ে আপাতত একেবারে মুখ কুলুপ নির্মাতাদের ৷ তবে বড় খবরটা হল তিনমূূর্তি এবারও একই থাকছেন ৷ অর্থাৎ ইন্দ্রনীলের সঙ্গে তোপসে চরিত্রে থাকবেন আয়ুষ দাস এবং লালমোহন হবেন অভিজিৎ গুহ ৷ এখন 'নয়ন'-এর রহস্যের জাল কেটে কীভাবে বের হবেন ফেলুদা সেটাই আসল কথা ৷ তবে তার জন্য অপেক্ষা ছাড়া আর কোনও গতি নেই ৷

কলকাতা, 13 সেপ্টেম্বর: বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই ৷ কয়েকদিন আগেই কাটিয়েছেন জন্মদিন ৷ কিন্তু 49-এ দাঁড়িয়েও ফেলুদা হতে ঘাম ঝড়ানোয় কোনও খামতি রাখছেন না ইন্দ্রনীল সেনগুপ্ত ৷ বুধবার সেই ভিডিয়োই সোশালে পোস্ট করলেন অভিনেতা ৷ সেখানে প্রথমে তাঁকে দেখা গেল স্কিপিং অভ্যাস করতে ৷ আর তারপর দৌড় এবং একের পর এক হাডেল পার হওয়া ৷ কথায় বলে, কষ্ট করলেই কেষ্ট মেলে ৷ সেই প্রাচীন প্রবাদ মেনেই চরিত্রের জন্য় নিজেকে পুরোপুরি ফিট রাখতে মরিয়া অভিনেতা ৷

'হত্যাপুরী'র পর ইতিমধ্যেই নতুন ফেলুদাকে নিয়ে 'নয়ন রহস্য' ছবির কাজ শুরু করে দিয়েছেন পরিচালক সন্দীপ রায় ৷ পর্দার ফেলুদার শরীরচর্চায় মনোযোগ কতখানি, তা বললে মনে পড়ে যাবে 'সোনার কেল্লা'র সেই বিখ্যাত 'শীর্ষাসন'-এর দৃশ্য়ের কথা ৷ সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দিয়ে শীর্ষাসন করিয়ে নিয়েছিলেন সত্যজিৎ রায় ৷ আর সেই জুতোতেই এখন পা গলিয়েছেন ইন্দ্রনীল ৷ তাই ফিট থাকতে তাঁকেও যে নানান কসরৎ করতে হবে এতে আর আশ্চর্য কী?

পর্দার ফেলুদা এদিন ভিডিয়োটি শেয়ার করে জানিয়েছেন 49-এও ফেলুদা হয়ে উঠতে ফিট থাকাটা একান্ত জরুরী ৷ ফেলু মিত্তির নামটি বললে হয়তো বেশি মনে পড়ে তার মগজাস্ত্রের কথাই ৷ তবে মানতেই শারীরিকভাবেও তিনি একেবারে ফিটফাট ৷ আর তাই নয়ন রহস্যের সমাধানের মাঝে শরীরচর্চার দিকেও সমান মনোযোগ দিচ্ছেন সন্দীপ রায়ের নতুন ফেলু মিত্তির ৷

আরও পড়ুন: আল্লুর সঙ্গে সম্মুখ সমর থেকে সরে দাঁড়ালেন অজয় ?

ছবিটি কবে পর্দায় আসবে তা এখনও জানা নেই ৷ এই নিয়ে আপাতত একেবারে মুখ কুলুপ নির্মাতাদের ৷ তবে বড় খবরটা হল তিনমূূর্তি এবারও একই থাকছেন ৷ অর্থাৎ ইন্দ্রনীলের সঙ্গে তোপসে চরিত্রে থাকবেন আয়ুষ দাস এবং লালমোহন হবেন অভিজিৎ গুহ ৷ এখন 'নয়ন'-এর রহস্যের জাল কেটে কীভাবে বের হবেন ফেলুদা সেটাই আসল কথা ৷ তবে তার জন্য অপেক্ষা ছাড়া আর কোনও গতি নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.