কলকাতা, 15 অগস্ট: 'জন্মভূমি তোমায় নমি'- স্বাধীনতার 75তম বার্ষিকী উদযাপনে কল্যাণ সেন বরাটের সুরে শুভ দাশগুপ্তের লেখা গান গাইলেন শিল্পী ঝুমকি সেন । স্বাধীনতা দিবসের পুণ্য লগ্নে খাঁচায় বন্দি পাখিদের মুক্তি দিয়ে গানের আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান সমাপন হল । উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার, শিল্পী ঝুমকি সেন এবং সুরকার কল্যাণ সেন বরাট প্রমুখ (Independence Day Special Song Releases)।
স্বাধীনতার 75 বছর পার । আদতে কতটা স্বাধীন আমরা ? এ কথা মাথায় রেখেই হাজির হল ঝুমকি সেনের কণ্ঠে 'জন্মভূমি তোমায় নমি' শীর্ষক গানটি । এ দিন বন্দি পাখিদের খাঁচা থেকে মুক্তি দেন শিল্পী ঝুমকি সেন, সুরকার কল্যাণ সেন বরাট, বিধায়ক দেবাশিস কুমার ।
শিল্পী ঝুমকি সেন বলেন, "ওদের আকাশ হল স্বাধীনতা । আমরা খাঁচায় বন্দি করে রাখি আমাদের ভালো লাগার জন্য । আমাদের জন্যই ওরা স্বাধীন থাকতে পারে না । প্রকৃত স্বাধীনতা হল, সকলকে নিজের মতো করে বাঁচার অধিকার ফিরিয়ে দেওয়া ৷ অবলা পশু-পাখিদের শুধু নিজেদের মনোরঞ্জনের জন্য বন্দি করে না রাখা । তাই আমার নতুন গানের মুক্তি উপলক্ষে, অনেক বন্দি পাখিদের মুক্ত করে দিলাম ।"
আরও পড়ুন: স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপনে শামিল দেব, জিৎ, প্রসেনজিৎ ও মিমিরা
সুরকার কল্যাণ সেন বরাট বললেন, "গানের সুরের কোনও বন্ধন থাকে না । সুর সর্বত্র বিরাজমান । প্রকৃতির মধ্যে সুরের উপস্থিতি, পাখিদের ডাক থেকে, নদীর কুলকুল বয়ে যাওয়ার শব্দ, গাছদের পাতা ঝরার মর্মর ধ্বনি সবেতেই সুর-সঙ্গীতের অধিষ্ঠান । এই স্বাধীনতার গানে সেই স্বাধীন দৃষ্টিভঙ্গিকে তুলে ধরার জন্যই এমন অন্য ধারায় মিউজিক লঞ্চ হল । ওদের মুক্তি দিয়েই নতুন গানের মুক্তি হল ।"