ETV Bharat / entertainment

Iman Chakraborty Protest: রাস্তার উপরে ময়লা ফেলার বিরুদ্ধে সুর চড়ালেন ইমন, সোশাল মিডিয়ায় দিলেন ভিডিয়ো - ইমন চক্রবর্তী

লিলুয়ার রাস্তাঘাট খারাপ থেকে শুরু করে জঞ্জাল জমা নিয়ে প্রতিবাদে সরব হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী ৷ সোশাল মিডিয়ায় ছবি ও ভিডিয়ো তুলে করলেন প্রতিবাদ ৷

Etv Bharat
রাস্তায় পড়ে আবর্জনা, প্রতিবাদ ইমনের
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 2:55 PM IST

হায়দরাবাদ, 2 অক্টোবর: বরাবরই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীকে ৷ নানা সময়ে কখনও সামাজিক আবার কখনও ব্যক্তিগত বিষয় নিয়ে অনুরাগীদের কাছে মুখ খোলেন তিনি ৷ এবার তিনি মুখ খুলেছেন লিলুয়াবাসীদের হয়ে ৷ বিগত বেশ কিছু সময় ধরে বাড়তে থাকা ডেঙ্গির প্রকোপ ভাবিয়ে তুলেছে সকলকে ৷ বাড়ির আশাপাশে ময়লা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার বার্তা দেওয়া হচ্ছে ৷ তবে লিলুয়ার চক পাড়ার অটোস্ট্যান্ডের কাছে গেলে ছবিটা ধরা পড়ে অন্যরকম ৷ চারিদিকে ময়লা, জঞ্জাল ফেলায় রাস্তার অবস্থা হয়ে উঠেছে বেহাল ৷ তারই প্রতিবাদে সোশাল মিডিয়ায় এসে সরব হলেন শিল্পী ইমন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

প্রথমে তিনি বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ছবি ও ভিডিয়ো শেয়ার করেন ৷ লেখেন, "আমার বাড়ির ঠিক সামনেটা, মানে আমার লিলুয়ার বাড়ির সামনে অটোস্ট্যান্ড রয়েছে একটা ৷ সেটা একটা ভাগাড়ে পরিণত হয়েছে ৷ 100 বার বলেও ঠিক হচ্ছে না ৷ তাঁদের লজ্জা হওয়া উচিত, যাঁরা দায়িত্ব নিয়েছেন কিন্তু পালন করছেন না ৷ লজ্জা হওয়া উচিত বালি পৌরসভার আধিকারিকদেরও ৷ ছিঃ ছিঃ !"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এরপর তিনি সোমবার লাইভে আসেন আচমকাই ৷ সেখানেও তিনি এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন ৷ তিনি বলেন, "আমি এই বিষয়টা শুধুমাত্র আমার কথা ভেবে বলছি না ৷ বিগত দু-তিন বছর ধরে ওই মোড়ে, রাস্তাতেই স্থায়ীভাবে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে ৷ মানে ভ্যাটে পরিণত হয়েছে ৷ শুরুর দিকে একটা গাড়ি রাখা ছিল, যেখানে সকলে ময়লা ফেলতেন ৷ সেটা উপচে পড়ে রাস্তায় ময়লা চলে আসত ৷ এখন সেই ভ্যাটের গাড়িটা আর নেই ৷ যেখানে ময়লা ফেলা হয় তার পাশে একটা কল আছে ৷ সেখান থেকে আমাদের চত্বরের অনেকে জল নেন ৷ এই ধরণের অব্যবস্থার মধ্য দিয়ে লিলুয়াবাসীরা যাচ্ছেন ৷"

তিনি আরও বলেন, "এর আগে বর্ষায় রাস্তায় এক হাঁটু জল জমে যেত ৷ আমরা প্রতিবাদ করেছিলাম ৷ পথ অবরোধ করেছিলাম ৷ বহু লোক এগিয়ে আসেন ৷ আবার অনেকেই চুপ ছিলেন ৷ আমি এদেশের নাগরিক ৷ ট্যাক্স দিই ৷ সরকারের থেকে নুন্যতম পরিষেবা আশা করি ৷ যাঁরা এখানে দায়িত্বে রয়েছেন তাঁরা গুড ফর নাথিং ৷ কিচ্ছু করেন না ৷ এলাকার উন্নয়নে যাঁরা দায়িত্বে রয়েছেন তাঁদের ফোন করে পাওয়া যায় না ৷ এটা দেখার পর আমি মদন দা-কে (মদন মিত্র) ফোন করেছিলাম সাহায্যের জন্য ৷ তিনি আমাকে বললেন, এক্ষুনি ব্যবস্থা করছি ৷ সকালের মধ্যে কাজ হয়ে যাবে ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

শিল্পী বলেন, "আজ ঘুম থেকে উঠে দেখি, আমাদের যিনি লোকসভার জনপ্রতিনিধি মাননীয় শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে মেসেজ করে বলেন যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি ৷ কিন্তু আমার বক্তব্য হচ্ছে কেন আমাকে হেল্পলেস হয়ে মদন দাকে ফোন করতে হবে ৷ কেন কল্যাণ দাকে জানাতে হবে ৷ যাঁরা এলাকার দায়িত্বে রয়েছেন তাঁদের কাছে সাধারণ মানুষ কোনও সমস্যা নিয়ে গেলেই বলেন, এটা তাঁদের দেখার কথা নয় ৷" শিল্পীর অভিযোগের ভিত্তিতে সমস্যার সমাধান কতদূর হয় সেটাই দেখার ৷

আরও পড়ুন: 'হামসফর' খুঁজে পেলেন মাহিরা, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন 'রইস' অভিনেত্রী

হায়দরাবাদ, 2 অক্টোবর: বরাবরই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীকে ৷ নানা সময়ে কখনও সামাজিক আবার কখনও ব্যক্তিগত বিষয় নিয়ে অনুরাগীদের কাছে মুখ খোলেন তিনি ৷ এবার তিনি মুখ খুলেছেন লিলুয়াবাসীদের হয়ে ৷ বিগত বেশ কিছু সময় ধরে বাড়তে থাকা ডেঙ্গির প্রকোপ ভাবিয়ে তুলেছে সকলকে ৷ বাড়ির আশাপাশে ময়লা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার বার্তা দেওয়া হচ্ছে ৷ তবে লিলুয়ার চক পাড়ার অটোস্ট্যান্ডের কাছে গেলে ছবিটা ধরা পড়ে অন্যরকম ৷ চারিদিকে ময়লা, জঞ্জাল ফেলায় রাস্তার অবস্থা হয়ে উঠেছে বেহাল ৷ তারই প্রতিবাদে সোশাল মিডিয়ায় এসে সরব হলেন শিল্পী ইমন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

প্রথমে তিনি বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ছবি ও ভিডিয়ো শেয়ার করেন ৷ লেখেন, "আমার বাড়ির ঠিক সামনেটা, মানে আমার লিলুয়ার বাড়ির সামনে অটোস্ট্যান্ড রয়েছে একটা ৷ সেটা একটা ভাগাড়ে পরিণত হয়েছে ৷ 100 বার বলেও ঠিক হচ্ছে না ৷ তাঁদের লজ্জা হওয়া উচিত, যাঁরা দায়িত্ব নিয়েছেন কিন্তু পালন করছেন না ৷ লজ্জা হওয়া উচিত বালি পৌরসভার আধিকারিকদেরও ৷ ছিঃ ছিঃ !"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এরপর তিনি সোমবার লাইভে আসেন আচমকাই ৷ সেখানেও তিনি এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন ৷ তিনি বলেন, "আমি এই বিষয়টা শুধুমাত্র আমার কথা ভেবে বলছি না ৷ বিগত দু-তিন বছর ধরে ওই মোড়ে, রাস্তাতেই স্থায়ীভাবে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে ৷ মানে ভ্যাটে পরিণত হয়েছে ৷ শুরুর দিকে একটা গাড়ি রাখা ছিল, যেখানে সকলে ময়লা ফেলতেন ৷ সেটা উপচে পড়ে রাস্তায় ময়লা চলে আসত ৷ এখন সেই ভ্যাটের গাড়িটা আর নেই ৷ যেখানে ময়লা ফেলা হয় তার পাশে একটা কল আছে ৷ সেখান থেকে আমাদের চত্বরের অনেকে জল নেন ৷ এই ধরণের অব্যবস্থার মধ্য দিয়ে লিলুয়াবাসীরা যাচ্ছেন ৷"

তিনি আরও বলেন, "এর আগে বর্ষায় রাস্তায় এক হাঁটু জল জমে যেত ৷ আমরা প্রতিবাদ করেছিলাম ৷ পথ অবরোধ করেছিলাম ৷ বহু লোক এগিয়ে আসেন ৷ আবার অনেকেই চুপ ছিলেন ৷ আমি এদেশের নাগরিক ৷ ট্যাক্স দিই ৷ সরকারের থেকে নুন্যতম পরিষেবা আশা করি ৷ যাঁরা এখানে দায়িত্বে রয়েছেন তাঁরা গুড ফর নাথিং ৷ কিচ্ছু করেন না ৷ এলাকার উন্নয়নে যাঁরা দায়িত্বে রয়েছেন তাঁদের ফোন করে পাওয়া যায় না ৷ এটা দেখার পর আমি মদন দা-কে (মদন মিত্র) ফোন করেছিলাম সাহায্যের জন্য ৷ তিনি আমাকে বললেন, এক্ষুনি ব্যবস্থা করছি ৷ সকালের মধ্যে কাজ হয়ে যাবে ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

শিল্পী বলেন, "আজ ঘুম থেকে উঠে দেখি, আমাদের যিনি লোকসভার জনপ্রতিনিধি মাননীয় শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে মেসেজ করে বলেন যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি ৷ কিন্তু আমার বক্তব্য হচ্ছে কেন আমাকে হেল্পলেস হয়ে মদন দাকে ফোন করতে হবে ৷ কেন কল্যাণ দাকে জানাতে হবে ৷ যাঁরা এলাকার দায়িত্বে রয়েছেন তাঁদের কাছে সাধারণ মানুষ কোনও সমস্যা নিয়ে গেলেই বলেন, এটা তাঁদের দেখার কথা নয় ৷" শিল্পীর অভিযোগের ভিত্তিতে সমস্যার সমাধান কতদূর হয় সেটাই দেখার ৷

আরও পড়ুন: 'হামসফর' খুঁজে পেলেন মাহিরা, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন 'রইস' অভিনেত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.