ETV Bharat / entertainment

Ileana D Cruz: মা হতে চলেছেন ইলিয়ানা, ছবি শেয়ার করে দিলেন খবর - মা হতে চলেছেন ইলিয়ানা

মা হতে চলেছেন ইলিয়ানা ডিক্রুজ ৷ মঙ্গলবার সকালে বেশ কয়েকটি ছবি শেয়ার করে জানালেন নায়িকা ৷

Ileana D Cruz
মঙ্গলবার সকালে তিনি জানালেন মা হতে চলেছেন ইলিয়ানা
author img

By

Published : Apr 18, 2023, 1:28 PM IST

মুম্বই, 18 এপ্রিল: অনুরাগীদের জন্য় মঙ্গলবার বড় খবর দিলেন ইলিয়ানা ডিক্রুজ ৷ সোশাল মিডিয়ায় এদিন ইলিয়ানা জানিয়েছেন তাঁর পরিবারে আগমন হতে চলেছে এক নতুন সদস্যের ৷ হ্য়াঁ বেশ কয়েকটি ছবি শেয়ার করে নায়িকা এদিন সকলকে জানিয়েছেন তাঁর মা হওয়ার খবর ৷ ছবির ক্য়াপশনে তিনি লিখেছেন, "খুব তাড়াতাড়ি সে আসছে ৷ আমার ছোট্ট ডার্লিংয়ের সঙ্গে দেখা করার জন্য় আর অপেক্ষা করতে পারছি না ৷"

প্রথম ছবিতে একটি সুন্দর বাচ্চার জামার ছবি শেয়ার করেছেন ইলিয়ানা ৷ আর তার ওপর লেখা রয়েছে, "আর এবার অ্য়াডভেঞ্চার শুরু হতে চলেছে ৷" আরও একটি ছবিতে দেখা গিয়েছে তিনি শেয়ার করেছেন গলার একটি হারের ছবি ৷ যার লকেটটিতে লেখা রয়েছে মাম্মা শব্দটি ৷ যদিও এই পোস্টে তাঁর লাইফ পার্টনারের নাম উল্লেখ করেননি তিনি ৷ তবে তাঁর এই মা হওয়ার খবরে উচ্ছ্বসিত সোশাল মিডিয়া ৷ কেউ লিখছেন, 'অভিনন্দন ডার্লিং' কেউ বা লিখেছেন, 'অভিনন্দন, আগামী জীবনের জন্য় শুভ কামনা ৷'

ইলিয়ানা তাঁর ব্যক্তিগত জীবনের বিষয়ে কখনওই সংবাদ মাধ্য়মে খুব বেশি চর্চা করতে পছন্দ করেন না ৷ বরং এই নিয়ে মুখে কুলুপই দিয়েছিলেন নায়িকা ৷ তবে কিছুদিন আগেই তাঁর নাম চর্চায় উঠে এসেছিল ক্য়াটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে ৷ দু'জনকেই মলদ্বীপে একসঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছিল ৷ সেখানে ছিলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফও ৷ যদিও সেবাস্টিয়ান বা ইলিয়ানা কেউই এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি ৷

এর আগে ফটোগ্রাফার অ্য়ান্ড্রু নিবোনের সঙ্গেও বেশ কয়েক বছর ধরে সম্পর্কে ছিলেন ইলিয়ানা ৷ অন্যদিকে ইলিয়ানাকে শেষবার দেখা গিয়েছে অভিষেক বচ্চনের 'দ্য় বিগ বুল' ছবিতে ৷ এই ছবিটির পরিচালনার দায়িত্বে ছিলেন কুকি গুলাটি এবং ছবিটির প্রযোজনার দায়িত্বে ছিলেন অজয় দেবগণ ৷ আগামীতে তাঁকে দেখা যাবে 'আনফেয়ার অ্যান্ড লাভলি' ছবিতে ৷

আরও পড়ুন: আসছে ইন্দ্রদীপ দাশগুপ্তর নতুন গান 'শহরতুতো প্রেম'

মুম্বই, 18 এপ্রিল: অনুরাগীদের জন্য় মঙ্গলবার বড় খবর দিলেন ইলিয়ানা ডিক্রুজ ৷ সোশাল মিডিয়ায় এদিন ইলিয়ানা জানিয়েছেন তাঁর পরিবারে আগমন হতে চলেছে এক নতুন সদস্যের ৷ হ্য়াঁ বেশ কয়েকটি ছবি শেয়ার করে নায়িকা এদিন সকলকে জানিয়েছেন তাঁর মা হওয়ার খবর ৷ ছবির ক্য়াপশনে তিনি লিখেছেন, "খুব তাড়াতাড়ি সে আসছে ৷ আমার ছোট্ট ডার্লিংয়ের সঙ্গে দেখা করার জন্য় আর অপেক্ষা করতে পারছি না ৷"

প্রথম ছবিতে একটি সুন্দর বাচ্চার জামার ছবি শেয়ার করেছেন ইলিয়ানা ৷ আর তার ওপর লেখা রয়েছে, "আর এবার অ্য়াডভেঞ্চার শুরু হতে চলেছে ৷" আরও একটি ছবিতে দেখা গিয়েছে তিনি শেয়ার করেছেন গলার একটি হারের ছবি ৷ যার লকেটটিতে লেখা রয়েছে মাম্মা শব্দটি ৷ যদিও এই পোস্টে তাঁর লাইফ পার্টনারের নাম উল্লেখ করেননি তিনি ৷ তবে তাঁর এই মা হওয়ার খবরে উচ্ছ্বসিত সোশাল মিডিয়া ৷ কেউ লিখছেন, 'অভিনন্দন ডার্লিং' কেউ বা লিখেছেন, 'অভিনন্দন, আগামী জীবনের জন্য় শুভ কামনা ৷'

ইলিয়ানা তাঁর ব্যক্তিগত জীবনের বিষয়ে কখনওই সংবাদ মাধ্য়মে খুব বেশি চর্চা করতে পছন্দ করেন না ৷ বরং এই নিয়ে মুখে কুলুপই দিয়েছিলেন নায়িকা ৷ তবে কিছুদিন আগেই তাঁর নাম চর্চায় উঠে এসেছিল ক্য়াটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে ৷ দু'জনকেই মলদ্বীপে একসঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছিল ৷ সেখানে ছিলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফও ৷ যদিও সেবাস্টিয়ান বা ইলিয়ানা কেউই এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি ৷

এর আগে ফটোগ্রাফার অ্য়ান্ড্রু নিবোনের সঙ্গেও বেশ কয়েক বছর ধরে সম্পর্কে ছিলেন ইলিয়ানা ৷ অন্যদিকে ইলিয়ানাকে শেষবার দেখা গিয়েছে অভিষেক বচ্চনের 'দ্য় বিগ বুল' ছবিতে ৷ এই ছবিটির পরিচালনার দায়িত্বে ছিলেন কুকি গুলাটি এবং ছবিটির প্রযোজনার দায়িত্বে ছিলেন অজয় দেবগণ ৷ আগামীতে তাঁকে দেখা যাবে 'আনফেয়ার অ্যান্ড লাভলি' ছবিতে ৷

আরও পড়ুন: আসছে ইন্দ্রদীপ দাশগুপ্তর নতুন গান 'শহরতুতো প্রেম'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.