ETV Bharat / entertainment

Varun on Natasha bday: স্ত্রী নাতাশার জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা বরুণের, 'মিস ইউ' পোস্ট ভাইরাল - Varun on Natasha bday

আরও এক বসন্ত পেরিয়ে এলেন বরুণ ধাওয়ানের স্ত্রী নাতাশা দালাল ৷ সোমবার স্ত্রী-র জন্মদিনে সোশাল মিডিয়ায় মিষ্টি শুভেচ্ছা বার্তা বরুণের ৷

Varun on Natasha bday
স্ত্রী নাতাশার জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা বরুণের
author img

By

Published : May 8, 2023, 10:51 PM IST

মুম্বই, 8 মে : সোমবার জন্মদিন বরুণ ধাওয়ানের স্ত্রী নাতাশা দালালের ৷ সোশাল মিডিয়ায় মিষ্টি ছবি শেয়ার করে স্ত্রী-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা বরুণ ধাওয়ান ৷ মিস করছেন নাতাশাকে ৷ সেই বার্তাও সামাজিক মাধ্যমে দিয়েছেন 'অক্টোবর' অভিনেতা ৷

সোমবার স্ত্রী নাতাশার সঙ্গে তোলা তিনটি ছবি সোশালে শেয়ার করেছেন বরুণ ৷ ক্যাপশনে লিখেছেন, " শুভ জন্মদিন ৷ তোমাকে মিস করছি ৷" কয়েক সপ্তাহ আগেই গিয়েছে অভিনেতা বরুণের জন্মদিন ৷ স্ত্রী নাতাশাকে নিয়ে জন্মদিন উদযাপনে গিয়েছিলেন থাইল্যান্ড ৷ সেই ছবি সামনে আসতেই নিমেষে ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে ৷ এবার স্ত্রী-র জন্মদিনকে আরও একটু স্পেশাল করে তোলার জন্য রোম্যান্টিক ছবি শেয়ার করেছেন অভিনেতা ৷

প্রথম ছবিটায় দেখা গিয়েছে নাতাশাকে জড়িয়ে ধরে পোজ দিয়েছেন বরুণ ৷ কালো ট্যাংক এবং কমলা শর্টস পরেছেন বরুণ ৷ নাতাশাকেও সাদা টি-শার্ট ও নীল ডেনিম শর্টসে মিষ্টি লেগেছে অনুরাগীদের ৷ এর পরের ছবিতে লাভবার্ডকে সেলফি নিতে দেখা গিয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ৷ আর শেষ ছবিটায় দেখা গিয়েছে, তাঁদের প্রিয় সারমেয়কে নিয়ে ছবি তুলতে ৷

ছবিগুলি সামনে আসার পরেই অনুরাগীরা ও ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নাতাশাকে ৷ সফি চৌধুরি লিখেছেন, "শুভ শুভ জন্মদিন নাতাশা ৷ অনেক ভালোবাসা তোমাকে ৷" অভিনেত্রী তাহিরা কাশ্যপ লিখেছেন, " মিষ্টি শুভ জন্মদিন নাতাশা ৷"

আরও পড়ুন : বাংলায় নিষিদ্ধ 'দ্য কেরালা স্টোরি', মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই সিদ্ধান্ত নবান্নের

প্রসঙ্গত, বেশ কয়েকবছর প্রেম করার পর 2021 সালের 24 জানুয়ারি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বরুণ ধাওয়ান ও নাতাশ দালাল ৷ বিয়েতে শুধুমাত্র পরিবার ও কাছের আত্মীয়স্বজন ও কিছু বন্ধুরাই নিমন্ত্রিত ছিলেন ৷ নাতাশা একজন ফ্যাশন ডিজাইনার ৷ ক্লাস সিক্স থেকে বরুণ-নাতাশা বন্ধু ৷ সেই বন্ধুত্ব ধীরে ধীরে এগোয় প্রেমের দিকে ৷

পাশাপাশি কাজের দিকে নজর দিলে, আপাতত 'সিটাডেল'-এর ইন্ডিয়ান অ্যাডাপশন নিয়ে ব্যস্ত রয়েছেন বরুণ ধাওয়ান ৷ রাজ ও ডিকে ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ৷ সাই-ফাই এই ছবির অরজিনাল ভার্সানে রয়েছেন 'দেশী গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া ও রিচার্ড ম্যাডেন ৷ এছাড়া, বরুণকে দেখা যাবে জাহ্নবী কাপুরের বিপরীতে 'বাওয়াল' ছবিতে ৷ পাশাপাশি হাতে রয়েছে 'ভেড়িয়া 2' ৷

মুম্বই, 8 মে : সোমবার জন্মদিন বরুণ ধাওয়ানের স্ত্রী নাতাশা দালালের ৷ সোশাল মিডিয়ায় মিষ্টি ছবি শেয়ার করে স্ত্রী-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা বরুণ ধাওয়ান ৷ মিস করছেন নাতাশাকে ৷ সেই বার্তাও সামাজিক মাধ্যমে দিয়েছেন 'অক্টোবর' অভিনেতা ৷

সোমবার স্ত্রী নাতাশার সঙ্গে তোলা তিনটি ছবি সোশালে শেয়ার করেছেন বরুণ ৷ ক্যাপশনে লিখেছেন, " শুভ জন্মদিন ৷ তোমাকে মিস করছি ৷" কয়েক সপ্তাহ আগেই গিয়েছে অভিনেতা বরুণের জন্মদিন ৷ স্ত্রী নাতাশাকে নিয়ে জন্মদিন উদযাপনে গিয়েছিলেন থাইল্যান্ড ৷ সেই ছবি সামনে আসতেই নিমেষে ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে ৷ এবার স্ত্রী-র জন্মদিনকে আরও একটু স্পেশাল করে তোলার জন্য রোম্যান্টিক ছবি শেয়ার করেছেন অভিনেতা ৷

প্রথম ছবিটায় দেখা গিয়েছে নাতাশাকে জড়িয়ে ধরে পোজ দিয়েছেন বরুণ ৷ কালো ট্যাংক এবং কমলা শর্টস পরেছেন বরুণ ৷ নাতাশাকেও সাদা টি-শার্ট ও নীল ডেনিম শর্টসে মিষ্টি লেগেছে অনুরাগীদের ৷ এর পরের ছবিতে লাভবার্ডকে সেলফি নিতে দেখা গিয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ৷ আর শেষ ছবিটায় দেখা গিয়েছে, তাঁদের প্রিয় সারমেয়কে নিয়ে ছবি তুলতে ৷

ছবিগুলি সামনে আসার পরেই অনুরাগীরা ও ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নাতাশাকে ৷ সফি চৌধুরি লিখেছেন, "শুভ শুভ জন্মদিন নাতাশা ৷ অনেক ভালোবাসা তোমাকে ৷" অভিনেত্রী তাহিরা কাশ্যপ লিখেছেন, " মিষ্টি শুভ জন্মদিন নাতাশা ৷"

আরও পড়ুন : বাংলায় নিষিদ্ধ 'দ্য কেরালা স্টোরি', মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই সিদ্ধান্ত নবান্নের

প্রসঙ্গত, বেশ কয়েকবছর প্রেম করার পর 2021 সালের 24 জানুয়ারি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বরুণ ধাওয়ান ও নাতাশ দালাল ৷ বিয়েতে শুধুমাত্র পরিবার ও কাছের আত্মীয়স্বজন ও কিছু বন্ধুরাই নিমন্ত্রিত ছিলেন ৷ নাতাশা একজন ফ্যাশন ডিজাইনার ৷ ক্লাস সিক্স থেকে বরুণ-নাতাশা বন্ধু ৷ সেই বন্ধুত্ব ধীরে ধীরে এগোয় প্রেমের দিকে ৷

পাশাপাশি কাজের দিকে নজর দিলে, আপাতত 'সিটাডেল'-এর ইন্ডিয়ান অ্যাডাপশন নিয়ে ব্যস্ত রয়েছেন বরুণ ধাওয়ান ৷ রাজ ও ডিকে ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ৷ সাই-ফাই এই ছবির অরজিনাল ভার্সানে রয়েছেন 'দেশী গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া ও রিচার্ড ম্যাডেন ৷ এছাড়া, বরুণকে দেখা যাবে জাহ্নবী কাপুরের বিপরীতে 'বাওয়াল' ছবিতে ৷ পাশাপাশি হাতে রয়েছে 'ভেড়িয়া 2' ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.