ETV Bharat / entertainment

Hrithik on Siddharth Anand: শুটিংয়ের ছবি শেয়ার করে 'ফাইটার' সিদ্ধার্থ আনন্দকে শুভেচ্ছা হৃতিকের - Hrithik Roshan on Siddharth

জন্মদিনে পরিচালক সিদ্ধার্থ আনন্দকে শুভেচ্ছা জানালেন অভিনেতা হৃতিক রোশন ৷ শেয়ার করলেন শুটিংয়ের কিছু ছবি ৷

Hrithik on Siddharth Anand
সিদ্ধার্থ আনন্দকে শুভেচ্ছা জানালেন হৃতিক
author img

By

Published : Jul 31, 2023, 12:10 PM IST

হায়দরাবাদ, 31 জুলাই: আগামী বছরের শুরুতেই পর্দায় শোরগোল ফেলতে আসছে অনিল কাপুর এবং হৃতিক রোশন জুটি ৷ নেপথ্যে পরিচালক সিদ্ধার্থ আনন্দ ৷ ছবির নাম 'ফাইটার' ৷ সিদ্ধার্থ-হৃতিক জুটি মানেই অ্যাকশন, থ্রিল এবং টানটান উত্তেজনায় ভরা সিকোয়েন্স ৷ সেই স্বপ্ন দেখাচ্ছে 'ফাইটার'ও ৷ ইতিমধ্যেই সামনে এসেছে ছবির দু'টি পোস্টার ৷ একটিতে দেখা গিয়েছে হৃতিকের লুকও ৷ অভিনেতাকে দেখা যাবে বায়ুসেনার অফিসারের ভূমিকায় ৷ সোমবার তাঁর এই নতুন ছবির পরিচালকের জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে একটি সুন্দর নোট লিখলেন হৃতিক ৷

ইনস্টা স্টোরিতে এদিন 'ফাইটার' ছবির শুটিংয়ের কিছু মুহূর্ত শেয়ার করেছেন অভিনেতা ৷ পরিচালকের সঙ্গে হৃতিকের রসায়ণের কিছু ঝলকও চোখে পড়েছে ছবিগুলিতে ৷ আর সঙ্গে হৃতিক লিখেছেন, "একজন নির্মাতা, বন্ধু আর আমার সব ক্রিয়েটিভ বিতর্কের ক্ষেত্রে সবচেয়ে প্রিয় 'ফাইটার' ৷ শুভ জন্মদিন সিড ৷ তুমি আরও অনেক উঁচুতে ডানা মেল আর আকাশ স্পর্শ করে এসো ৷ ভালোবাসা বন্ধু ৷" সিদ্ধার্থের এই নয়া ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকেও ৷

Hrithik on Siddharth Anand
শুভেচ্ছা বার্তা হৃতিকের

এর আগেও সিদ্ধার্থের সঙ্গে জুটি বেঁধেছিলেন হৃতিক ৷ ছবির নাম ছিল 'ওয়ার' ৷ যশ রাজ ফিল্মের ব্যানারে তৈরি 170 কোটি টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিসে আয় করেছিল প্রায় 481 কোটি টাকা ৷ এই ছবির পরের পর্বের কাজও শুরু হয়ে গিয়েছে সেখানে অবশ্য সিদ্ধার্থ পরিচালনার দায়িত্বে নেই ৷ দায়িত্ব পেয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায় ৷

আরও পড়ুন : কিয়ারার জন্মদিনে বড় চমক, প্রকাশ্যে আসতে পারে 'গেম চেঞ্জার' ছবিতে অভিনেত্রীর লুক

অন্য়দিকে, সিদ্ধার্থ আনন্দকে নিয়ে কথা বলতে গেলে তাঁর সাম্প্রতিক ছবি 'পাঠান'-এর কথা না বললেই নয় ৷ বিগ বাজেট এই ছবিতে রীতিমতো নিজেকে প্রমাণ করেছেন পরিচালক ৷ শুধু তাই বাদশাহকে তাঁর মসনদে কামব্যাক করতেও সাহায্য করেছে এই ছবি ৷ আগামীতেও সিদ্ধার্থের হাতে রয়েছে একাধিক ছবি ৷ তার মধ্যে 'টাইগার ভার্সেস পাঠান' নামেও একটি ছবি রয়েছে বলে খবর ৷ যদিও এই ছবি নিয়ে এখনও কোনও পাকা খবর সামনে আসেনি ৷

হায়দরাবাদ, 31 জুলাই: আগামী বছরের শুরুতেই পর্দায় শোরগোল ফেলতে আসছে অনিল কাপুর এবং হৃতিক রোশন জুটি ৷ নেপথ্যে পরিচালক সিদ্ধার্থ আনন্দ ৷ ছবির নাম 'ফাইটার' ৷ সিদ্ধার্থ-হৃতিক জুটি মানেই অ্যাকশন, থ্রিল এবং টানটান উত্তেজনায় ভরা সিকোয়েন্স ৷ সেই স্বপ্ন দেখাচ্ছে 'ফাইটার'ও ৷ ইতিমধ্যেই সামনে এসেছে ছবির দু'টি পোস্টার ৷ একটিতে দেখা গিয়েছে হৃতিকের লুকও ৷ অভিনেতাকে দেখা যাবে বায়ুসেনার অফিসারের ভূমিকায় ৷ সোমবার তাঁর এই নতুন ছবির পরিচালকের জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে একটি সুন্দর নোট লিখলেন হৃতিক ৷

ইনস্টা স্টোরিতে এদিন 'ফাইটার' ছবির শুটিংয়ের কিছু মুহূর্ত শেয়ার করেছেন অভিনেতা ৷ পরিচালকের সঙ্গে হৃতিকের রসায়ণের কিছু ঝলকও চোখে পড়েছে ছবিগুলিতে ৷ আর সঙ্গে হৃতিক লিখেছেন, "একজন নির্মাতা, বন্ধু আর আমার সব ক্রিয়েটিভ বিতর্কের ক্ষেত্রে সবচেয়ে প্রিয় 'ফাইটার' ৷ শুভ জন্মদিন সিড ৷ তুমি আরও অনেক উঁচুতে ডানা মেল আর আকাশ স্পর্শ করে এসো ৷ ভালোবাসা বন্ধু ৷" সিদ্ধার্থের এই নয়া ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকেও ৷

Hrithik on Siddharth Anand
শুভেচ্ছা বার্তা হৃতিকের

এর আগেও সিদ্ধার্থের সঙ্গে জুটি বেঁধেছিলেন হৃতিক ৷ ছবির নাম ছিল 'ওয়ার' ৷ যশ রাজ ফিল্মের ব্যানারে তৈরি 170 কোটি টাকা বাজেটের এই ছবিটি বক্স অফিসে আয় করেছিল প্রায় 481 কোটি টাকা ৷ এই ছবির পরের পর্বের কাজও শুরু হয়ে গিয়েছে সেখানে অবশ্য সিদ্ধার্থ পরিচালনার দায়িত্বে নেই ৷ দায়িত্ব পেয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায় ৷

আরও পড়ুন : কিয়ারার জন্মদিনে বড় চমক, প্রকাশ্যে আসতে পারে 'গেম চেঞ্জার' ছবিতে অভিনেত্রীর লুক

অন্য়দিকে, সিদ্ধার্থ আনন্দকে নিয়ে কথা বলতে গেলে তাঁর সাম্প্রতিক ছবি 'পাঠান'-এর কথা না বললেই নয় ৷ বিগ বাজেট এই ছবিতে রীতিমতো নিজেকে প্রমাণ করেছেন পরিচালক ৷ শুধু তাই বাদশাহকে তাঁর মসনদে কামব্যাক করতেও সাহায্য করেছে এই ছবি ৷ আগামীতেও সিদ্ধার্থের হাতে রয়েছে একাধিক ছবি ৷ তার মধ্যে 'টাইগার ভার্সেস পাঠান' নামেও একটি ছবি রয়েছে বলে খবর ৷ যদিও এই ছবি নিয়ে এখনও কোনও পাকা খবর সামনে আসেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.