ETV Bharat / entertainment

Hrithik Saba and Sussanne Arslan : বর্তমান পার্টনারদের নিয়ে একই পার্টিতে হৃতিক-সুজান, হাসিমুখে ক্যামেরায় পোজ - Hrithik Saba and Sussanne Arslan

পূজা বেদির নিমন্ত্রণে গোয়ায় একই পার্টিতে আর্সেলান, সুজান, হৃতিক এবং সাবা (Hrithik Saba and Sussanne Arslan Party in Goa ) ৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে ছবিগুলি ৷

Hrithik Saba and Sussanne Arslan Party Pics
বিমানবন্দরে ক্যামেরা বন্দি হবার পর একই পার্টিতে আর্সেলান, সুজান, হৃতিক এবং সাবা
author img

By

Published : Apr 6, 2022, 11:29 AM IST

মুম্বই, 6 এপ্রিল : বলিতারকা হৃতিক রোশনকে গত 5 এপ্রিল মুম্বই এয়ারপোর্টে দেখা গিয়েছিল তাঁর 'জল্পনার গার্লফ্রেন্ড' সাবা আজাদের সঙ্গে ৷ তাঁর হাত ধরে বিমানবন্দরে ঢোকার সময় ক্যামেরাবন্দি হয়েছিলেন এই বলিউড তারকা ৷ দু'জনের সম্পর্ক নিয়ে জল্পনা কল্পনা চলছিল কয়েকদিন ধরেই ৷ এরই মাঝে হৃতিকের প্রাক্তন পত্নী সুজান খানকেও দেখা যায় তাঁর প্রেমিক আর্সেলান গোনির সঙ্গে ৷

একবারে ক্যাজুয়াল পোশাকে মুম্বই বিমানবন্দরে ক্য়ামেরাবন্দি হয়েছিলেন সুজান এবং গোনিও ৷ স্বাভাবিকভাবেই এনিয়েও যথেষ্ট আলোচনা শুরু হয়েছিল ৷ তবে গল্পের এখনও বাকি আছে ৷ কারণ সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া ছবি বলছে চারজনেই একসঙ্গে ছিলেন গোয়ায় ৷ পূজা বেদির নিমন্ত্রণে গোয়ায় একসঙ্গেই পার্টি করছিলেন আর্সেলান, সুজান, হৃতিক এবং সাবা (Hrithik Saba and Sussanne Arslan Party in Goa ) ৷

Hrithik Saba and Sussanne Arslan Party Pics
বিমানবন্দরে ক্যামেরা বন্দি হবার পর একই পার্টিতে আর্সেলান, সুজান, হৃতিক এবং সাবা

আরও পড়ুন : খুন, যৌনতা, পরকীয়া নয় ; ওয়েবে এবার শুধুই এক মায়ের গল্প

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে ছবিগুলি ৷ অনেকের মতে, এরপর সিলমোহর দিয়ে দেওয়াই যায় সাবা-হৃতিক এবং সুজান-আর্সেলানের সম্পর্কের গুজবকে ৷ প্রসঙ্গত এর আগেও হৃতিকের বাড়ির অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে সাবাকে ৷ আবার এও শোনা গিয়েছে যে সুজানের সঙ্গে সাবার সম্পর্কও বেশ ভাল ৷ যদিও অফিসিয়ালি কোনও তরফেই এনিয়ে মুখ খোলেননি কেউই ৷ কাজের ক্ষেত্রে বলতে গেলে হৃতিক আগামীতে পর্দায় আসছেন 'বিক্রম বেদা' ছবিতে ৷

মুম্বই, 6 এপ্রিল : বলিতারকা হৃতিক রোশনকে গত 5 এপ্রিল মুম্বই এয়ারপোর্টে দেখা গিয়েছিল তাঁর 'জল্পনার গার্লফ্রেন্ড' সাবা আজাদের সঙ্গে ৷ তাঁর হাত ধরে বিমানবন্দরে ঢোকার সময় ক্যামেরাবন্দি হয়েছিলেন এই বলিউড তারকা ৷ দু'জনের সম্পর্ক নিয়ে জল্পনা কল্পনা চলছিল কয়েকদিন ধরেই ৷ এরই মাঝে হৃতিকের প্রাক্তন পত্নী সুজান খানকেও দেখা যায় তাঁর প্রেমিক আর্সেলান গোনির সঙ্গে ৷

একবারে ক্যাজুয়াল পোশাকে মুম্বই বিমানবন্দরে ক্য়ামেরাবন্দি হয়েছিলেন সুজান এবং গোনিও ৷ স্বাভাবিকভাবেই এনিয়েও যথেষ্ট আলোচনা শুরু হয়েছিল ৷ তবে গল্পের এখনও বাকি আছে ৷ কারণ সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া ছবি বলছে চারজনেই একসঙ্গে ছিলেন গোয়ায় ৷ পূজা বেদির নিমন্ত্রণে গোয়ায় একসঙ্গেই পার্টি করছিলেন আর্সেলান, সুজান, হৃতিক এবং সাবা (Hrithik Saba and Sussanne Arslan Party in Goa ) ৷

Hrithik Saba and Sussanne Arslan Party Pics
বিমানবন্দরে ক্যামেরা বন্দি হবার পর একই পার্টিতে আর্সেলান, সুজান, হৃতিক এবং সাবা

আরও পড়ুন : খুন, যৌনতা, পরকীয়া নয় ; ওয়েবে এবার শুধুই এক মায়ের গল্প

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে ছবিগুলি ৷ অনেকের মতে, এরপর সিলমোহর দিয়ে দেওয়াই যায় সাবা-হৃতিক এবং সুজান-আর্সেলানের সম্পর্কের গুজবকে ৷ প্রসঙ্গত এর আগেও হৃতিকের বাড়ির অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে সাবাকে ৷ আবার এও শোনা গিয়েছে যে সুজানের সঙ্গে সাবার সম্পর্কও বেশ ভাল ৷ যদিও অফিসিয়ালি কোনও তরফেই এনিয়ে মুখ খোলেননি কেউই ৷ কাজের ক্ষেত্রে বলতে গেলে হৃতিক আগামীতে পর্দায় আসছেন 'বিক্রম বেদা' ছবিতে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.