মুম্বই, 25 অক্টোবর: বলিউডের বি টাউন হোক বা কলকাতার টলিপাড়া প্রায় সমস্ত তারকারাই এখন মেতে উঠেছেন দীপাবলি উদযাপনে ৷ আলোর এই উৎসবে মেতে উঠতে দেখা গেল হৃতিক রোশন এবং সাবা আজাদকেও ৷ প্রেমিক হৃতিককে নিয়ে এই প্রথমবার এই উৎসবে অংশ নিতে দেখা গেল সাবাকে ৷ কয়েকদিন আগেই ক্য়ামেরাবাজদের সামনে হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজানকে চুম্বন উপহার দিয়েছিলেন প্রেমিক আর্সালান গোনি ৷ এবার একসঙ্গে আলোর উৎসবে সাবা-হৃতিক(Hrithik Roshan celebrates Diwali with Saba Azad) ৷
সোমবার নিজেই ইনস্টা স্টোরিতে ছবিটি শেয়ার করেছেন সাবা আজাদ ৷ এই ছবিটি শেয়ার করে সকলকে দিওয়ালির শুভেচ্ছাও জানান অভিনেত্রী ৷ স্বাভাবিকভাবেই তাঁদের এই ছবি এখন রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ কারণ হৃতিক এবং সাবার প্রেম নিয়ে গুঞ্জন চলেছে বহুদিন আগে থেকেই ৷ এর আগে একসঙ্গে বিদেশে ছুটি কাটাতেও দেখা গিয়েছে এই কপোত-কপোতীকে ৷ আবার করণ জোহরের 50তম জন্মদিনের পার্টিতে এবং নানান পারিবারিক গেট-টুগেদারেও একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে তাঁদের (Hrithik Roshan Saba Azad Diwali Celebration)৷
আরও পড়ুন: 'এসো মা লক্ষ্মী...'র সুরে দীপাবলি পালন বিপাশা করণের
অন্যদিকে অভিনয়ের কথা বলতে গেলে হৃতিককে শেষ বড় পর্দায় দেখা গিয়েছে 'বিক্রম বেদা' ছবিতে ৷ এখানে একজন কিলারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ৷ সমালোচকদের কাছেও বেশ প্রশংসা কুড়িয়েছিল এই ছবিটি ৷ এই ছবিতে তিনি স্ক্রিন শেয়ার করেছেন রাধিকা আপ্তে এবং সইফ আলি খানের সঙ্গে ৷ আগামী দিনে আরও বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে তাঁর হাতে ৷ আগামীতে তিনি কাজ করতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে ৷ তাঁর এই নতুন অ্যাকশন থ্রিলারটির নাম 'ফাইটার' ৷
অন্যদিকে সাবা নায়িকা-গায়িকা হিসাবে বেশ জনপ্রিয় ৷ এর আগে তিনি কাজ করেছেন 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি', 'সান্দার' এবং 'কারওয়ান'-এর মতো ছবিগুলিতে ৷ সাবাকে আগামীতে দেখা যাবে সোনি রাজদানের 'সং অফ প্যারাডইস' ছবিতে ৷