ETV Bharat / entertainment

Hrithik Roshan birthday: প্রেমিকা সাবা আর প্রাক্তন স্ত্রী সুজান, জন্মদিনে হৃতিককে শুভেচ্ছা জানালেন দু'জনেই - hrithik roshan girlfriend

হৃতিক রোশনের 49তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন তাঁর দুই কাছের মানুষ ৷ বিবাহবিচ্ছেদ হয়েছে ঠিকই তবে জন্মদিনে প্রাক্তন স্বামীকে শুভেচ্ছা জানালেন সুজান খান ৷ আবার অন্যদিকে রিউমার গার্লফ্রেন্ড সাবাও শুভেচ্ছা জানালেন তাঁর প্রিয় রো-কে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 10, 2023, 7:16 PM IST

মুম্বই, 10 জানুয়ারি: আজ হৃতিক রোশনের 49তম জন্মদিন ৷ এই বলিউড তারকার জন্মদিনে তাঁকে একদিকে যেমন শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা তেমনই তাঁকে শুভেচ্ছা জানাচ্ছে অভিনের কাছের মানুষেরাও ৷ প্রাক্তন স্ত্রী সুজান খানও হৃতিককে শুভেচ্ছা জানাতে ভোলেননি ৷ বিবাহবিচ্ছেদ হলেও আদতে তাঁদের মধ্যে যে একটি বন্ধুত্বের সুন্দর সম্পর্ক রয়েই গিয়েছে এটাই তার প্রমাণ ৷ অন্যদিকে আবার সাবা আজাদও হৃতিককে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ৷ সাবা এবং হৃতিকের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই কানাঘুষো শোনা যায় ৷ অনেকের মতে তিনিই বর্তমানে হৃতিকের প্রেমিকা ৷ বেশ কয়েকটি ক্ষেত্রে একসঙ্গে বেড়াতেও গিয়েছেন এই জুটি ৷

সাবা আজ হৃতিকের জন্য যে বার্তা লিখেছেন তাতে তিনি লেখেন, 'আজ রো ডে ! রো! যতই তুমি এই সার্কাসের মধ্য়ে দিয়ে এগিয়ে যাবে, যাকে আমরা জীবন বলেও ডাকি ৷ সবসময় শুধু চোখ কান খোলা রেখে, কৌতুহলী থেকে, নিজেকে প্রতিদিন আরও উন্নত করে ৷ মনকে তীক্ষ্ণ রেখে জীবনের কাছে প্রতিদিন ছাত্রের মতো শিখতে থাকা এবং প্রতিদিন আরও আরও একগুঁয়ে হয়ে দৃঢ় হৃদয়ে আরও ভালো করার দিকে এগিয়ে চলা (জীবন তো এটাই) ৷ এমনকী যখন জীবন যখন তোমার থেকে মুখও ফিরিয়ে নেয় তখনও কেবল একটাই কথা মাথায় আসে (তুমি) 'নিয়মের ব্যতিক্রম' ৷ সব স্টেরিওটাইপকে অস্বীকার করে, সমস্ত অনুমানকে ভেঙে দিয়ে তুমি বারবার সকলকে অবাক করে দাও ৷ কেউ কেউ এক-আধবার সকলকে অবাক করে ৷ আর তুমি নানাভাবে বারবার সকলকে বিস্মিত করে দাও ৷" এই দীর্ঘ শুভেচ্ছা বার্তাটির সঙ্গে বেশকিছু ছবি এবং ভিডিয়োও শেয়ার করেছেন তিনি ৷

অন্যদিকে আবার হৃতিককে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন স্ত্রী সুজান খানও ৷ প্রাক্তন স্বামীর জন্য় একটি সুন্দর ভিডিয়ো শেয়ার করেছেন তিনি ৷ যার ক্য়াপশনে তিনি লেখেন, "শুভ জন্মদিন রি...জীবনের সেরা এবং সবচেয়ে দারুণ অংশটি তোমার জন্য অপেক্ষা করছে ! ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন আর এই 10 জানুয়ারি থেকেই যাত্রা শুরু হোক ৷" অভিনেতা সঞ্জয় খানের মেয়ে সুজান খানের সঙ্গে হৃতিক দাম্পত্য জীবন শুরু করেন 2000 সালে ৷ তাঁদের দুই সন্তান ৷ 2006 সালে জন্ম হয় হ্রেহান এবং 2008 সালে জন্ম হয় হৃধানের ৷ 2014 সালে 14 বছরের এই সম্পর্কের অবসান হয় ৷

আরও পড়ুন: জানেন কেন, হৃতিককে ছবির জগতে আসতে দিতে চাননি রাকেশ রোশন?

তবে দু'জনের মধ্য়ে বন্ধুত্বের সম্পর্কে তেমন ছেদ পড়েনি ৷ যদিও সুজান বর্তমানে ডেটিং করছেন আর্সেলান গনির সঙ্গে ৷ আর অন্য়দিকে হৃতিকের নাম তো সাবার সঙ্গে জড়িয়েছেই ৷ অভিনয়ের কথা বলতে গেলে হৃতিককে আগামিদিনে দেখা যাবে পরিচালক সিদ্ধার্থ আনন্দের আসন্ন এরিয়াল অ্যাকশন থ্রিলার 'ফাইটার' ছবিতে ৷ এই ছবিতে তিনি জুটি বাঁধবেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে ৷

মুম্বই, 10 জানুয়ারি: আজ হৃতিক রোশনের 49তম জন্মদিন ৷ এই বলিউড তারকার জন্মদিনে তাঁকে একদিকে যেমন শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা তেমনই তাঁকে শুভেচ্ছা জানাচ্ছে অভিনের কাছের মানুষেরাও ৷ প্রাক্তন স্ত্রী সুজান খানও হৃতিককে শুভেচ্ছা জানাতে ভোলেননি ৷ বিবাহবিচ্ছেদ হলেও আদতে তাঁদের মধ্যে যে একটি বন্ধুত্বের সুন্দর সম্পর্ক রয়েই গিয়েছে এটাই তার প্রমাণ ৷ অন্যদিকে আবার সাবা আজাদও হৃতিককে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ৷ সাবা এবং হৃতিকের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই কানাঘুষো শোনা যায় ৷ অনেকের মতে তিনিই বর্তমানে হৃতিকের প্রেমিকা ৷ বেশ কয়েকটি ক্ষেত্রে একসঙ্গে বেড়াতেও গিয়েছেন এই জুটি ৷

সাবা আজ হৃতিকের জন্য যে বার্তা লিখেছেন তাতে তিনি লেখেন, 'আজ রো ডে ! রো! যতই তুমি এই সার্কাসের মধ্য়ে দিয়ে এগিয়ে যাবে, যাকে আমরা জীবন বলেও ডাকি ৷ সবসময় শুধু চোখ কান খোলা রেখে, কৌতুহলী থেকে, নিজেকে প্রতিদিন আরও উন্নত করে ৷ মনকে তীক্ষ্ণ রেখে জীবনের কাছে প্রতিদিন ছাত্রের মতো শিখতে থাকা এবং প্রতিদিন আরও আরও একগুঁয়ে হয়ে দৃঢ় হৃদয়ে আরও ভালো করার দিকে এগিয়ে চলা (জীবন তো এটাই) ৷ এমনকী যখন জীবন যখন তোমার থেকে মুখও ফিরিয়ে নেয় তখনও কেবল একটাই কথা মাথায় আসে (তুমি) 'নিয়মের ব্যতিক্রম' ৷ সব স্টেরিওটাইপকে অস্বীকার করে, সমস্ত অনুমানকে ভেঙে দিয়ে তুমি বারবার সকলকে অবাক করে দাও ৷ কেউ কেউ এক-আধবার সকলকে অবাক করে ৷ আর তুমি নানাভাবে বারবার সকলকে বিস্মিত করে দাও ৷" এই দীর্ঘ শুভেচ্ছা বার্তাটির সঙ্গে বেশকিছু ছবি এবং ভিডিয়োও শেয়ার করেছেন তিনি ৷

অন্যদিকে আবার হৃতিককে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন স্ত্রী সুজান খানও ৷ প্রাক্তন স্বামীর জন্য় একটি সুন্দর ভিডিয়ো শেয়ার করেছেন তিনি ৷ যার ক্য়াপশনে তিনি লেখেন, "শুভ জন্মদিন রি...জীবনের সেরা এবং সবচেয়ে দারুণ অংশটি তোমার জন্য অপেক্ষা করছে ! ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন আর এই 10 জানুয়ারি থেকেই যাত্রা শুরু হোক ৷" অভিনেতা সঞ্জয় খানের মেয়ে সুজান খানের সঙ্গে হৃতিক দাম্পত্য জীবন শুরু করেন 2000 সালে ৷ তাঁদের দুই সন্তান ৷ 2006 সালে জন্ম হয় হ্রেহান এবং 2008 সালে জন্ম হয় হৃধানের ৷ 2014 সালে 14 বছরের এই সম্পর্কের অবসান হয় ৷

আরও পড়ুন: জানেন কেন, হৃতিককে ছবির জগতে আসতে দিতে চাননি রাকেশ রোশন?

তবে দু'জনের মধ্য়ে বন্ধুত্বের সম্পর্কে তেমন ছেদ পড়েনি ৷ যদিও সুজান বর্তমানে ডেটিং করছেন আর্সেলান গনির সঙ্গে ৷ আর অন্য়দিকে হৃতিকের নাম তো সাবার সঙ্গে জড়িয়েছেই ৷ অভিনয়ের কথা বলতে গেলে হৃতিককে আগামিদিনে দেখা যাবে পরিচালক সিদ্ধার্থ আনন্দের আসন্ন এরিয়াল অ্যাকশন থ্রিলার 'ফাইটার' ছবিতে ৷ এই ছবিতে তিনি জুটি বাঁধবেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.