ETV Bharat / entertainment

Hrithik Roshan birthday: জানেন কেন, হৃতিককে ছবির জগতে আসতে দিতে চাননি রাকেশ রোশন?

author img

By

Published : Jan 10, 2023, 12:10 PM IST

Updated : Jan 10, 2023, 12:44 PM IST

বাবাই তাঁকে আসতে দিতে চাননি ছবির জগতে ৷ হৃতিক নিজেই জানিয়েছেন আসলে বাবা চাইতেন না হৃতিকের জীবন হোক অনিশ্চিত ৷ তাই রাকেশ রোশন ছেলেকে ছবির জগতে প্রবেশে বাধা দিয়েছিলেন ৷

Etv Bharat
জানেন কেন, হৃতিককে ছবির জগতে আসতে দিতে চাননি রাকেশ রোশন?

হায়দরাবাদ: বলিউড তারকা হৃতিক রোশনের আজ 49তম জন্মদিন ৷ দুই দশকেরও বেশি সময় ধরে হিন্দি ছবির জগতে তিনি একটি বড় নাম ৷ কিন্তু জানেন কী তাঁর পরিচালক বাবা রাকেশ রোশনই চাননি ছেলে বলিউডে পা রাখুন ৷ যদিও 2000 সালে বাবার তৈরি 'কহো না... পেয়ার হ্য়ায়' ছবির হাত ধরেই অভিনয় জগতে পা রাখেন হৃতিক ৷ আর রাতারাতি মহাতারকা হয়ে ওঠার পর্বও শুরু ওই সিনেমা থেকেই ।

তবে হৃতিক নিজেই একাধিকবার জানিয়েছেন যে বাবা তাঁর ছবির জগতে আসার একেবারে বিপক্ষে ছিলেন ৷ তিনি এও জানান, রাকেশ রোশন তাঁকে লঞ্চও করতে চাননি ৷ বরং হৃতিককে আরও অনেক পরিচালকের সঙ্গে কাজের জন্য় স্ক্রিনটেস্ট দিতে হয়েছে ৷ কিন্তু শেষমেশ তাঁদের কাছে যখন তিনি ছেলের প্রশংসা শোনেন তখন তাঁর মত বদলায়(Rakesh roshan did not want hrithik to be actor ) ৷

হৃতিক জানান, রাকেশ চেয়েছিলেন তাঁর কাল্ট ছবি 'কহো না... পেয়ার হ্যায়'-এর জন্য় শাহরুখ খান বা আমির খানকে কাস্ট করতে । কিন্তু তাঁর দলের অন্য সদস্য়রা এই চিত্রনাট্যে একজন নতুন মুখ চাইছিলেন ৷ কারণ তাঁদের মনে হয়েছিল চিত্রনাট্য কোনও নতুন মুখের দাবি রাখে ৷ আর তাই বেছে নেওয়া হয় হৃতিক রোশনকে ৷ কিন্তু কেন হৃতিককে ছবির জগতে আসতে দিতে চাননি রাকেশ রোশন ৷ হৃতিক রোশন বলেন, "আমার বাবা আমার ছবির আসার বিপক্ষে ছিলেন কারণ তাঁকে ভীষণ সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছিল(Hrithik Roshan on entering films ) ৷" সেই একই ঘটনা ছেলের সঙ্গে হোক এমনটা চাননি বাবা ।

হৃতিক জানান, তাঁর বাবাকে প্রায় কুড়িটা বছর কঠিন সংগ্রাম করতে হয়েছে ইন্ডাস্ট্রিতে নিজের একটা জায়গা গড়ে তোলার জন্য ৷ আর তাই তিনি কখনও চাননি তাঁর ছেলেকেও সেই পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হোক ৷ অভিনেতা বলেন, "আমার ভিতরে কোথাও একটা দৃঢ়তা ছিল।" আর সেটাই তাঁকে টেনে নিয়ে এসেছে এই জগতে ৷ রূপোলি পর্দায় আসার আগে তিনি ছিলেন তোতলা ৷ তিনি এমন একটি মাধ্য়মে নাম করতে চান যেখানে শব্দ, গলার স্বর, উচ্চারণের ভূমিকা অপরিসীম অথচ উচ্চারণ নিয়েই তাঁর ছিল সমস্য়া ৷ তিনি এও জানান, ছবিই ছিল তাঁর একমাত্র সুযোগ যেখানে তাঁকে স্বাভাবিক মনে হতে পারত ৷ আর সেই কারণেই তিনি ছবিকে বেছে নেন ৷

আরও পড়ুন: মুক্তি পেল 'পাঠান' ছবির ট্রেলার, উৎসাহিত কিং খানের ভক্তরা

হৃত্বিক মানেই নাচ ৷ কিন্তু হৃত্বিক জানান, নাচের প্রতিও তাঁর যে আকর্ষণ তা পুরোটাই অনিচ্ছাকৃত ৷ তাঁর কথায় তাঁকে নাচে মনযোগ দিতে হয়েছিল 'কহো না... পেয়ার হ্যায়' ছবির বিভিন্ন ডান্স নম্বরের জন্য় ৷ আর একটা সময় তিনি সারা রাত বিছানায় দাঁড়িয়ে নাচ অনুশীলন করেছেন ৷

হায়দরাবাদ: বলিউড তারকা হৃতিক রোশনের আজ 49তম জন্মদিন ৷ দুই দশকেরও বেশি সময় ধরে হিন্দি ছবির জগতে তিনি একটি বড় নাম ৷ কিন্তু জানেন কী তাঁর পরিচালক বাবা রাকেশ রোশনই চাননি ছেলে বলিউডে পা রাখুন ৷ যদিও 2000 সালে বাবার তৈরি 'কহো না... পেয়ার হ্য়ায়' ছবির হাত ধরেই অভিনয় জগতে পা রাখেন হৃতিক ৷ আর রাতারাতি মহাতারকা হয়ে ওঠার পর্বও শুরু ওই সিনেমা থেকেই ।

তবে হৃতিক নিজেই একাধিকবার জানিয়েছেন যে বাবা তাঁর ছবির জগতে আসার একেবারে বিপক্ষে ছিলেন ৷ তিনি এও জানান, রাকেশ রোশন তাঁকে লঞ্চও করতে চাননি ৷ বরং হৃতিককে আরও অনেক পরিচালকের সঙ্গে কাজের জন্য় স্ক্রিনটেস্ট দিতে হয়েছে ৷ কিন্তু শেষমেশ তাঁদের কাছে যখন তিনি ছেলের প্রশংসা শোনেন তখন তাঁর মত বদলায়(Rakesh roshan did not want hrithik to be actor ) ৷

হৃতিক জানান, রাকেশ চেয়েছিলেন তাঁর কাল্ট ছবি 'কহো না... পেয়ার হ্যায়'-এর জন্য় শাহরুখ খান বা আমির খানকে কাস্ট করতে । কিন্তু তাঁর দলের অন্য সদস্য়রা এই চিত্রনাট্যে একজন নতুন মুখ চাইছিলেন ৷ কারণ তাঁদের মনে হয়েছিল চিত্রনাট্য কোনও নতুন মুখের দাবি রাখে ৷ আর তাই বেছে নেওয়া হয় হৃতিক রোশনকে ৷ কিন্তু কেন হৃতিককে ছবির জগতে আসতে দিতে চাননি রাকেশ রোশন ৷ হৃতিক রোশন বলেন, "আমার বাবা আমার ছবির আসার বিপক্ষে ছিলেন কারণ তাঁকে ভীষণ সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছিল(Hrithik Roshan on entering films ) ৷" সেই একই ঘটনা ছেলের সঙ্গে হোক এমনটা চাননি বাবা ।

হৃতিক জানান, তাঁর বাবাকে প্রায় কুড়িটা বছর কঠিন সংগ্রাম করতে হয়েছে ইন্ডাস্ট্রিতে নিজের একটা জায়গা গড়ে তোলার জন্য ৷ আর তাই তিনি কখনও চাননি তাঁর ছেলেকেও সেই পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হোক ৷ অভিনেতা বলেন, "আমার ভিতরে কোথাও একটা দৃঢ়তা ছিল।" আর সেটাই তাঁকে টেনে নিয়ে এসেছে এই জগতে ৷ রূপোলি পর্দায় আসার আগে তিনি ছিলেন তোতলা ৷ তিনি এমন একটি মাধ্য়মে নাম করতে চান যেখানে শব্দ, গলার স্বর, উচ্চারণের ভূমিকা অপরিসীম অথচ উচ্চারণ নিয়েই তাঁর ছিল সমস্য়া ৷ তিনি এও জানান, ছবিই ছিল তাঁর একমাত্র সুযোগ যেখানে তাঁকে স্বাভাবিক মনে হতে পারত ৷ আর সেই কারণেই তিনি ছবিকে বেছে নেন ৷

আরও পড়ুন: মুক্তি পেল 'পাঠান' ছবির ট্রেলার, উৎসাহিত কিং খানের ভক্তরা

হৃত্বিক মানেই নাচ ৷ কিন্তু হৃত্বিক জানান, নাচের প্রতিও তাঁর যে আকর্ষণ তা পুরোটাই অনিচ্ছাকৃত ৷ তাঁর কথায় তাঁকে নাচে মনযোগ দিতে হয়েছিল 'কহো না... পেয়ার হ্যায়' ছবির বিভিন্ন ডান্স নম্বরের জন্য় ৷ আর একটা সময় তিনি সারা রাত বিছানায় দাঁড়িয়ে নাচ অনুশীলন করেছেন ৷

Last Updated : Jan 10, 2023, 12:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.