ETV Bharat / entertainment

নতুন বছর শুরুর আগেই অনুরাগীদের পার্টি সং উপহার হৃতিক-দীপিকার, প্রকাশ্যে 'ফাইটার' ছবির প্রথম গান - ফাইটার

Fighter song Sher Khul Gaye: বছর শেষে পার্টি অ্যান্থেম নিয়ে হাজির হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোন ৷ প্রকাশ্যে ফাইটার ছবির প্রথম গান শের খুল গয়ে ৷ বিশাল ও শেখরের কম্পোজিশনে ভাইরাল এই ডান্স সং ৷

Etv Bharat
প্রকাশ্যে 'ফাইটার' ছবির প্রথম গান
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 4:01 PM IST

হায়দরাবাদ, 15 ডিসেম্বর: ঝলক এসেছিল বৃহস্পতিবারই ৷ পর্দায় হৃতিক-দীপিকার রক অ্যান্ড রোল দেখতে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা ৷ অবশেষে শুক্রবার এল 'ফাইটার' ছবির প্রথম গান ৷ ভাইব্র্যান্ট পার্টি ট্র্যাকে মুগ্ধ নেটপাড়া ৷ বলিউডের গ্রিক গডের তালে দীপিকার ডান্স মুভ তাক লাগিয়েছে সকলকে ৷

'ফাইটার' ছবির প্রথম গান শের খুল গয়ে সোশাল মিডিয়ায় শেয়ার করে পোস্টে লেখা হয়েছে, "অপেক্ষার অবসান ৷ ডান্স ফ্লোরে নাচের তালে মেতে উঠুন স্কোয়াড্রন লিডার শামসের পাঠানিয়া তথা প্যাটি ও মিনাল রাথোর তথা মিন্নির সঙ্গে ৷" এই গানটির মিউজিক সম্পাদনা করেছেন বিশাল দাদলানি ও শেখর রাভজিয়ানি ৷ গানের কথা লিখেছেন কুমার ও বিশাল দাদলানি ৷ পার্টি সং গেয়েছেন বেনি দয়াল, শিল্পা রাও ৷ সঙ্গত দিয়েছেন বিশাল-শেখর ৷ নাচ কোরিয়োগ্রাফ করেছেন বসকো মার্টিস ও গনসালভেস ৷

একদিকে 2023-এর শেষ অন্যদিকে নতুন বছরকে স্বাগত জানাতে নতুন এই পার্টি মুডের গানে মত্ত অনুরাগীরাও ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'ফাইটার' ছবি দিয়েই হৃতিকের সঙ্গে কাজ করার হ্যাটট্রিক করলেন পরিচালক ৷ এর আগে অভিনেতার সঙ্গে তিনি কাজ করেছেন 'ব্যাং ব্যাং' ও 'ওয়ার' ছবিতে ৷ গান মুক্তির আগে প্রকাশ্যে এসেছে ক্যারেক্টর পোস্টার ও তাঁদের পরিচয় ৷ হৃতিক ও দীপিকার পাশাপাশি গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিংয়ের চরিত্রে দেখা যাবে অনিল কাপুরকে ৷ স্কোয়াড্রন লিডার সরতাজ গিলের চরিত্রে দেখা যাবে করণ সিং গ্রোভারকে ৷ অন্যদিকে স্কোয়াড্রন লিডার বাশির খানের চরিত্রে রয়েছেন অক্ষয় ওবেরয় ৷

ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে সিদ্ধার্থের মারফিক্স পিকচার্স ও ভায়াকম 18 স্টুডিয়ো ৷ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে 25 জানুয়ারি মুক্তি পাবে 'ফাইটার' ৷ ইতিমধ্যেই ছবির টিজার মাত করেছে দর্শকদের ৷ সোশাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল হয় নিমেষে ৷ প্রথমবার সিনেপর্দায় দর্শকদের আকাশপথে যুদ্ধ দেখার অভিজ্ঞতা হতে চলেছে লার্জার দ্যান লাইফ ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন

1. 'ফাইটার' মুক্তির আগে তিরুপতি দর্শনে দীপিকা, লাইনে দাঁড়িয়ে দিলেন পুজো

2. মা শ্রীদেবীকে ছবির সেটে আসতে বারণ করা জীবনের সবচেয়ে বড় ভুল, আজও আফসোস করেন মেয়ে জাহ্নবী

3. সাদা ধুতি-পাঞ্জাবিতে গায়ে হলুদে সিক্ত সৌরভ, শাঁখা-পলা পরে অপেক্ষারত দর্শনা

হায়দরাবাদ, 15 ডিসেম্বর: ঝলক এসেছিল বৃহস্পতিবারই ৷ পর্দায় হৃতিক-দীপিকার রক অ্যান্ড রোল দেখতে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা ৷ অবশেষে শুক্রবার এল 'ফাইটার' ছবির প্রথম গান ৷ ভাইব্র্যান্ট পার্টি ট্র্যাকে মুগ্ধ নেটপাড়া ৷ বলিউডের গ্রিক গডের তালে দীপিকার ডান্স মুভ তাক লাগিয়েছে সকলকে ৷

'ফাইটার' ছবির প্রথম গান শের খুল গয়ে সোশাল মিডিয়ায় শেয়ার করে পোস্টে লেখা হয়েছে, "অপেক্ষার অবসান ৷ ডান্স ফ্লোরে নাচের তালে মেতে উঠুন স্কোয়াড্রন লিডার শামসের পাঠানিয়া তথা প্যাটি ও মিনাল রাথোর তথা মিন্নির সঙ্গে ৷" এই গানটির মিউজিক সম্পাদনা করেছেন বিশাল দাদলানি ও শেখর রাভজিয়ানি ৷ গানের কথা লিখেছেন কুমার ও বিশাল দাদলানি ৷ পার্টি সং গেয়েছেন বেনি দয়াল, শিল্পা রাও ৷ সঙ্গত দিয়েছেন বিশাল-শেখর ৷ নাচ কোরিয়োগ্রাফ করেছেন বসকো মার্টিস ও গনসালভেস ৷

একদিকে 2023-এর শেষ অন্যদিকে নতুন বছরকে স্বাগত জানাতে নতুন এই পার্টি মুডের গানে মত্ত অনুরাগীরাও ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'ফাইটার' ছবি দিয়েই হৃতিকের সঙ্গে কাজ করার হ্যাটট্রিক করলেন পরিচালক ৷ এর আগে অভিনেতার সঙ্গে তিনি কাজ করেছেন 'ব্যাং ব্যাং' ও 'ওয়ার' ছবিতে ৷ গান মুক্তির আগে প্রকাশ্যে এসেছে ক্যারেক্টর পোস্টার ও তাঁদের পরিচয় ৷ হৃতিক ও দীপিকার পাশাপাশি গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিংয়ের চরিত্রে দেখা যাবে অনিল কাপুরকে ৷ স্কোয়াড্রন লিডার সরতাজ গিলের চরিত্রে দেখা যাবে করণ সিং গ্রোভারকে ৷ অন্যদিকে স্কোয়াড্রন লিডার বাশির খানের চরিত্রে রয়েছেন অক্ষয় ওবেরয় ৷

ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে সিদ্ধার্থের মারফিক্স পিকচার্স ও ভায়াকম 18 স্টুডিয়ো ৷ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে 25 জানুয়ারি মুক্তি পাবে 'ফাইটার' ৷ ইতিমধ্যেই ছবির টিজার মাত করেছে দর্শকদের ৷ সোশাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল হয় নিমেষে ৷ প্রথমবার সিনেপর্দায় দর্শকদের আকাশপথে যুদ্ধ দেখার অভিজ্ঞতা হতে চলেছে লার্জার দ্যান লাইফ ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন

1. 'ফাইটার' মুক্তির আগে তিরুপতি দর্শনে দীপিকা, লাইনে দাঁড়িয়ে দিলেন পুজো

2. মা শ্রীদেবীকে ছবির সেটে আসতে বারণ করা জীবনের সবচেয়ে বড় ভুল, আজও আফসোস করেন মেয়ে জাহ্নবী

3. সাদা ধুতি-পাঞ্জাবিতে গায়ে হলুদে সিক্ত সৌরভ, শাঁখা-পলা পরে অপেক্ষারত দর্শনা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.