ETV Bharat / entertainment

চিরঘুমের দেশে সিনে জগতের তারকারা, দেখে নেব একনজরে - Celebrity Passed Way

Celebrity Passed Way in 2023: সঙ্গীত জগত থেকে সিনেমার পর্দা, অনেক তারকাকেই চলতি বছর হারিয়েছেন অনুরাগীরা ৷ ফিরে দেখা আরও একবার ৷

Etv Bharat
চিরঘুমের দেশে সিনে জগতের তারকারা
author img

By PTI

Published : Dec 31, 2023, 7:52 PM IST

নয়াদিল্লি, 31 ডিসেম্বর: চলতি বছর অনেক কিছু পাওয়ার মধ্যেও হারানোর সংখ্যা নেহাত কম নয় ৷ এই বছর অনেক সিনেমা জগতের তারকারা পাড়ি দিয়েছেন চিরঘুমের দেশে ৷ একনজরে দেখে নেওয়া, কোন কোন তারকাকে হারিয়েছে সিনেজগত ৷

জুনিয়র মেহমুদ- 1960 সালের শেষ ও 1970 সালের শুরুতে 'মেরা নাম জোকার', 'ব্রহ্মচারী' খ্যাত শিশুঅভিনেতা জুনিয়র মেহমুদ 68 বছর বয়সে প্রয়াত হয়েছেন 8 ডিসেম্বর ৷ ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন দীর্ঘদিন ধরেই ৷ তাঁর আসল নাম ছিল নাইম সইয়েদ ৷ কিন্তু জনপ্রিয় অভিনেতা মেহমুদের সঙ্গে 'সুহাগ' রাত ছবিতে কাজ করার পর তাঁর নাম হয়ে যায় জুনিয়র মেহমুদ ৷

সতীশ কৌশিক- হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বিটাউনের অন্যতম কমেডিয়ান তথা পরিচালক সতীশ কৌশিক ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অভিনেতার ৷ ন্যাশনাল স্কুল অফ ড্রামা ও দ্য ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের প্রাক্তন ছাত্র 'মিস্টার ইন্ডিয়া', 'জানে ভি দোয়া ইয়ারো'র মতো ছবিতে কমেডিয়ান হিসাবে নজর কাড়েন ৷ তাঁর পরিচালনায় 'তেরে নাম' ছবি বক্সঅফিসে সাড়া ফেলে ৷

প্রদীপ সরকার- 'পরিণীতা' ও 'মর্দানি' ছবির পরিচালক প্রদীপ সরকার প্রয়াত হন 24 মার্চ ৷ ভাইরাল জ্বরে আক্রান্ত প্রদীপ সরকার মুম্বই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ সেখানেই প্রয়াত হন পরিচালক ৷ বেশ কিছু জনপ্রিয় মিউজিক ভিডিয়োও পরিচালনা করেছেন তিনি ৷ যার মধ্যে অন্যতম শুভা মুদগলের 'আব কে শাওয়ান' ও ইউফোরিয়ার 'ধুম পিচাক ধুম' ও সুলতান খানের 'পিয়া বসন্তী' ৷

গুফি পয়েন্তাল- জনপ্রিয় ধারাবাহিক 'মহাভারত' আজও মনে রেখেছে দর্শক ৷ সেখানে শকুনি মামার চরিত্রে গুফি পয়েন্তালের অভিনয় ছিল প্রশংসনীয় ৷ বয়সজনিত সমস্যা নিয়ে তিনি 79 বছর বয়সী অভিনেতা ভর্তি ছিলেন হাসপাতালে ৷ জুন মাসের 5 তারিখ চিরঘুমের দেশে পাড়ি দেন তিনি ৷ 'সুহাগ', 'দিললগি' ছবির পাশাপাশি 'সিআইডি' ও 'হ্যালো ইন্সপেক্টর' ধারাবাহিকে তাঁর অভিনয় নজর কাড়ে ৷

সুলোচনা- হিন্দি ও মারাঠি ছবিতে বেশিরভাগ সময়ে এই অভিনেত্রীকে দেখা গিয়েছে মায়ের চরিত্রে অভিনয় করতে ৷ 94 বছর বয়সে বয়সজনিত কারণে 4 জুন প্রয়াত হন তিনি ৷ 'গোরা অউর কালা', 'দেবর', 'তালাশ', 'আজাদ' -এর মতো হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি ৷

সঞ্জয় গাদভি- 19 নভেম্বর প্রয়াত হন 'ধুম' খ্যাত পরিচালক সঞ্জয় গাদভি ৷ পরিচালক সম্পূর্ণ সুস্থ ছিলেন বলে জানিয়েছিল তাঁর মেয়ে ৷ আকস্মিক মৃত্যুতে নেমে আসে শোকের ছায়া ৷ 2000 সালে 'তেরে লিয়ে' ছবি দিয়ে পরিচালনার জগতে আসেন তিনি ৷ তবে খ্যাতি পান 'ধুম' ছবি পরিচালনার মধ্য দিয়ে ৷

সীমা দেও- 'আনন্দ' ও 'কোরা কাগজ' খ্যাত অভিনেত্রী সীমা দেও প্রয়াত হন 24 অগস্ট ৷ তিন বছর ধরে অ্যালঝাইমার রোগে আক্রান্ত সীমা 81 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷

সমীর খাখার- 1980 সালে 'নুক্কড়' ধারাবাহিকে সমীরের চরিত্র জনপ্রিয় হয়ে ওঠে টেলিভিশনের পর্দায় ৷ শেষবার অভিনেতাকে দেখা যায় শাহিদ কাপুরের 'ফার্জি' সিরিজে ৷ মাল্টিঅর্গান ফেলিউর হয়ে 71 বছর বয়সে মুম্বই হাসপাতালে 15 মার্চ প্রয়াত হন অভিনেতা ৷

পামেলা চোপড়া- মুম্বই হাসপাতালে 20 এপ্রিল প্রয়াত হন যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া ৷ তিনি একাধারে ছিলেন গায়িকা, লেখিকা ৷ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন 74 বছর বয়সী পামেলা ৷ আর বাড়ি ফেরা হয়নি ৷ 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবিতে 'ঘর আজা পরদেশি' ও 'শিলশিলা' ছবিতে 'খুদ সে জো ভাদা কিয়া থা' গান গেয়েছেন পামেলা চোপড়া ৷ পাশাপাশি, 'কভিকভি' ছবির চিত্রনাট্য লিখেছিলেন পামেলা ৷

বানি জয়রাম- 'গুড্ডি' ছবিতে 'বোলে রে পাপিহারা' গান গেয়ে শ্রোতাদের নজর কাড়েন শিল্পী বানি জয়রাম ৷ 19টি ভাষায় 10 হাজারের বেশি গান গেয়েছেন তিনি ৷ 4 ফেব্রুয়ারি চেন্নাইয়ের বাড়ি থেকে শিল্পীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ৷ চলতি বছরই তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয় ৷ তাঁর মৃত্যুর তদন্ত এখনও চলছে ৷ চলতি বছর উপরিউক্ত তারকরা ছাড়াও চির ঘুমের দেশে পাড়ি দিয়েছেন পরিচালক নীতিন দেশাই, গীতিকার দেব কোহলি, অভিনেতা বীরবল, জাভেদ খান আমরোহি, নীতেশ পাণ্ডে, রিও কপাডিয়া-সহ আরও অনেকে ৷

আরও পড়ুন

1. 'কাল থেকে এই মঞ্চ আর সেজে উঠবে না!' অশ্রুসজল চোখে 'কেবিসি'কে বিদায় বিগ বি'র

2. 'নাতু নাতু' থেকে 'দ্য এলিফ্যান্ট হুইসপার্স'-'মন কি বাত' অনুষ্ঠানে অস্কারজয়ীদের নিয়ে গর্বিত প্রধানমন্ত্রী

3. নিউ ইয়ার রেজোলিউশন নিল টলিপাড়ার কনিষ্ঠরা, আগামী বছর কী প্ল্যান অয়ন্নাদের ?

নয়াদিল্লি, 31 ডিসেম্বর: চলতি বছর অনেক কিছু পাওয়ার মধ্যেও হারানোর সংখ্যা নেহাত কম নয় ৷ এই বছর অনেক সিনেমা জগতের তারকারা পাড়ি দিয়েছেন চিরঘুমের দেশে ৷ একনজরে দেখে নেওয়া, কোন কোন তারকাকে হারিয়েছে সিনেজগত ৷

জুনিয়র মেহমুদ- 1960 সালের শেষ ও 1970 সালের শুরুতে 'মেরা নাম জোকার', 'ব্রহ্মচারী' খ্যাত শিশুঅভিনেতা জুনিয়র মেহমুদ 68 বছর বয়সে প্রয়াত হয়েছেন 8 ডিসেম্বর ৷ ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন দীর্ঘদিন ধরেই ৷ তাঁর আসল নাম ছিল নাইম সইয়েদ ৷ কিন্তু জনপ্রিয় অভিনেতা মেহমুদের সঙ্গে 'সুহাগ' রাত ছবিতে কাজ করার পর তাঁর নাম হয়ে যায় জুনিয়র মেহমুদ ৷

সতীশ কৌশিক- হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বিটাউনের অন্যতম কমেডিয়ান তথা পরিচালক সতীশ কৌশিক ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অভিনেতার ৷ ন্যাশনাল স্কুল অফ ড্রামা ও দ্য ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটের প্রাক্তন ছাত্র 'মিস্টার ইন্ডিয়া', 'জানে ভি দোয়া ইয়ারো'র মতো ছবিতে কমেডিয়ান হিসাবে নজর কাড়েন ৷ তাঁর পরিচালনায় 'তেরে নাম' ছবি বক্সঅফিসে সাড়া ফেলে ৷

প্রদীপ সরকার- 'পরিণীতা' ও 'মর্দানি' ছবির পরিচালক প্রদীপ সরকার প্রয়াত হন 24 মার্চ ৷ ভাইরাল জ্বরে আক্রান্ত প্রদীপ সরকার মুম্বই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ সেখানেই প্রয়াত হন পরিচালক ৷ বেশ কিছু জনপ্রিয় মিউজিক ভিডিয়োও পরিচালনা করেছেন তিনি ৷ যার মধ্যে অন্যতম শুভা মুদগলের 'আব কে শাওয়ান' ও ইউফোরিয়ার 'ধুম পিচাক ধুম' ও সুলতান খানের 'পিয়া বসন্তী' ৷

গুফি পয়েন্তাল- জনপ্রিয় ধারাবাহিক 'মহাভারত' আজও মনে রেখেছে দর্শক ৷ সেখানে শকুনি মামার চরিত্রে গুফি পয়েন্তালের অভিনয় ছিল প্রশংসনীয় ৷ বয়সজনিত সমস্যা নিয়ে তিনি 79 বছর বয়সী অভিনেতা ভর্তি ছিলেন হাসপাতালে ৷ জুন মাসের 5 তারিখ চিরঘুমের দেশে পাড়ি দেন তিনি ৷ 'সুহাগ', 'দিললগি' ছবির পাশাপাশি 'সিআইডি' ও 'হ্যালো ইন্সপেক্টর' ধারাবাহিকে তাঁর অভিনয় নজর কাড়ে ৷

সুলোচনা- হিন্দি ও মারাঠি ছবিতে বেশিরভাগ সময়ে এই অভিনেত্রীকে দেখা গিয়েছে মায়ের চরিত্রে অভিনয় করতে ৷ 94 বছর বয়সে বয়সজনিত কারণে 4 জুন প্রয়াত হন তিনি ৷ 'গোরা অউর কালা', 'দেবর', 'তালাশ', 'আজাদ' -এর মতো হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি ৷

সঞ্জয় গাদভি- 19 নভেম্বর প্রয়াত হন 'ধুম' খ্যাত পরিচালক সঞ্জয় গাদভি ৷ পরিচালক সম্পূর্ণ সুস্থ ছিলেন বলে জানিয়েছিল তাঁর মেয়ে ৷ আকস্মিক মৃত্যুতে নেমে আসে শোকের ছায়া ৷ 2000 সালে 'তেরে লিয়ে' ছবি দিয়ে পরিচালনার জগতে আসেন তিনি ৷ তবে খ্যাতি পান 'ধুম' ছবি পরিচালনার মধ্য দিয়ে ৷

সীমা দেও- 'আনন্দ' ও 'কোরা কাগজ' খ্যাত অভিনেত্রী সীমা দেও প্রয়াত হন 24 অগস্ট ৷ তিন বছর ধরে অ্যালঝাইমার রোগে আক্রান্ত সীমা 81 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷

সমীর খাখার- 1980 সালে 'নুক্কড়' ধারাবাহিকে সমীরের চরিত্র জনপ্রিয় হয়ে ওঠে টেলিভিশনের পর্দায় ৷ শেষবার অভিনেতাকে দেখা যায় শাহিদ কাপুরের 'ফার্জি' সিরিজে ৷ মাল্টিঅর্গান ফেলিউর হয়ে 71 বছর বয়সে মুম্বই হাসপাতালে 15 মার্চ প্রয়াত হন অভিনেতা ৷

পামেলা চোপড়া- মুম্বই হাসপাতালে 20 এপ্রিল প্রয়াত হন যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া ৷ তিনি একাধারে ছিলেন গায়িকা, লেখিকা ৷ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন 74 বছর বয়সী পামেলা ৷ আর বাড়ি ফেরা হয়নি ৷ 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবিতে 'ঘর আজা পরদেশি' ও 'শিলশিলা' ছবিতে 'খুদ সে জো ভাদা কিয়া থা' গান গেয়েছেন পামেলা চোপড়া ৷ পাশাপাশি, 'কভিকভি' ছবির চিত্রনাট্য লিখেছিলেন পামেলা ৷

বানি জয়রাম- 'গুড্ডি' ছবিতে 'বোলে রে পাপিহারা' গান গেয়ে শ্রোতাদের নজর কাড়েন শিল্পী বানি জয়রাম ৷ 19টি ভাষায় 10 হাজারের বেশি গান গেয়েছেন তিনি ৷ 4 ফেব্রুয়ারি চেন্নাইয়ের বাড়ি থেকে শিল্পীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ৷ চলতি বছরই তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয় ৷ তাঁর মৃত্যুর তদন্ত এখনও চলছে ৷ চলতি বছর উপরিউক্ত তারকরা ছাড়াও চির ঘুমের দেশে পাড়ি দিয়েছেন পরিচালক নীতিন দেশাই, গীতিকার দেব কোহলি, অভিনেতা বীরবল, জাভেদ খান আমরোহি, নীতেশ পাণ্ডে, রিও কপাডিয়া-সহ আরও অনেকে ৷

আরও পড়ুন

1. 'কাল থেকে এই মঞ্চ আর সেজে উঠবে না!' অশ্রুসজল চোখে 'কেবিসি'কে বিদায় বিগ বি'র

2. 'নাতু নাতু' থেকে 'দ্য এলিফ্যান্ট হুইসপার্স'-'মন কি বাত' অনুষ্ঠানে অস্কারজয়ীদের নিয়ে গর্বিত প্রধানমন্ত্রী

3. নিউ ইয়ার রেজোলিউশন নিল টলিপাড়ার কনিষ্ঠরা, আগামী বছর কী প্ল্যান অয়ন্নাদের ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.