ETV Bharat / entertainment

Hansika Wedding Pics: সাতপাকে বাঁধা পড়লেন হংসিকা-সোহেল, দেখুন বিয়ের কিছু ঝলক - Hansika Motwani ties Knot with Soheal Kathuriya

জয়পুরে ব্যবসায়ী সোহেল কাটুরিয়ার সঙ্গে গত 4 ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়লেন হংসিকা মোতওয়ানি । হংসিকা-সোহেলের বিয়ের কিছু ছবি এখন রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায়(Hansika Motwani ties Knot with Soheal Kathuriya) ৷

Hansika Wedding Pics
সাতপাকে বাঁধা পড়লেন হংসিকা সোহেল দেখুন বিয়ের কিছু ঝলক
author img

By

Published : Dec 5, 2022, 11:18 AM IST

Updated : Dec 5, 2022, 1:19 PM IST

জয়পুর, 5 ডিসেম্বর: জয়পুরে ব্যবসায়ী সোহেল কাটুরিয়ার সঙ্গে গত 4 ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়লেন হংসিকা মোতওয়ানি । হংসিকা-সোহেলের বিয়ের কিছু ছবি রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায়(Hansika Motwani ties Knot with Soheal Kathuriya) ৷ গত মাসে আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে সোহেল প্রোপোজ করেন তাঁর হবু স্ত্রীকে ৷ সেই ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন হংসিকা (Hansika Motwani wedding pics )৷ এবার তাঁদের বিবাহের যে ছবি সামনে এসেছে সেখানে হংসিকাকে দেখা গিয়েছে বিয়ের লাল পোশাকে আর অন্যদিকে সোহেল নিজেকে সাজিয়েছেন ক্রিম রঙের শেরওয়ানিতে(Hansika Motwani and Soheal Kathuriya ) ৷

Hansika Wedding Pics
জয়পুরে ব্যবসায়ী সোহেল কাটুরিয়ার সঙ্গে গত 4 ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়লেন হংসিকা মোতওয়ানি

গত রবিবার রাজস্থানে 450 বছরের পুরনো একটি দুর্গে বিয়ে সারলেন দম্পতি (Hansika Motwani and Soheal Kathuriya wedding pics )৷ গোলাপি শহর জয়পুরের এই দূর্গটির নাম মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেস ৷ এখানেই সাতপাকে বাঁধা পড়লেন সোহেল-হংসিকা ৷ এই প্রাসাদের প্রতিটি ঘর থেকে মুন্ডোটা ফোর্টের সরাসরি দৃশ্য দেখা যায় । এই প্রাসাদটি ডেস্টিনেশন ওয়েডিং-এর জন্য খুবই বিখ্যাত । এখানে একটি পোলো গ্রাউন্ডও রয়েছে । সেখানে ঘোড়ায় চড়া এবং পোলো খেলা উপভোগ করার ব্যবস্থা রয়েছে ৷

Hansika Wedding Pics
হংসিকা-সোহেলের বিয়ের কিছু ছবি এখন রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায়

আরও পড়ুন: বৃদ্ধাশ্রম,অনাথ আশ্রম গড়ে মেয়ের স্বপ্ন পূরণ করতে চান ঐন্দ্রিলার মা

শিশু শিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন হংসিকা মোতওয়ানি ৷ 'শা কা লাকা বুম বুম' ধারাবাহিকের হাত ধরে তাঁর অভিনয় কেরিয়ার শুরু ৷ এছাড়া বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন । তার মধ্য়ে বেশ জনপ্রিয়তা পেয়েছিল হিমেশ রেশমিয়া-হংসিকা জুটির 'আপ কা সুরুর' ৷ বর্তমানে অবশ্য় তিনি দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ অভিনেত্রীকে শেষ পর্দায় দেখা গিয়েছিল তামিল ছবি 'মাহা'-তে। আর এরপর জেএম রাজা সারাভানানের ছবি 'রাউডি বেবি'-র হাত ধরে পর্দায় কামব্য়াক করবেন তিনি । তাঁর আগে দক্ষিণের আরেক মুখ শ্রিয়া শরণ, উদয়পুরের দেবগড় প্যালেসে আন্দ্রেই কোচসিভের সঙ্গে রাজকীয় বিয়ে করেছিলেন ।

জয়পুর, 5 ডিসেম্বর: জয়পুরে ব্যবসায়ী সোহেল কাটুরিয়ার সঙ্গে গত 4 ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়লেন হংসিকা মোতওয়ানি । হংসিকা-সোহেলের বিয়ের কিছু ছবি রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায়(Hansika Motwani ties Knot with Soheal Kathuriya) ৷ গত মাসে আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে সোহেল প্রোপোজ করেন তাঁর হবু স্ত্রীকে ৷ সেই ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন হংসিকা (Hansika Motwani wedding pics )৷ এবার তাঁদের বিবাহের যে ছবি সামনে এসেছে সেখানে হংসিকাকে দেখা গিয়েছে বিয়ের লাল পোশাকে আর অন্যদিকে সোহেল নিজেকে সাজিয়েছেন ক্রিম রঙের শেরওয়ানিতে(Hansika Motwani and Soheal Kathuriya ) ৷

Hansika Wedding Pics
জয়পুরে ব্যবসায়ী সোহেল কাটুরিয়ার সঙ্গে গত 4 ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়লেন হংসিকা মোতওয়ানি

গত রবিবার রাজস্থানে 450 বছরের পুরনো একটি দুর্গে বিয়ে সারলেন দম্পতি (Hansika Motwani and Soheal Kathuriya wedding pics )৷ গোলাপি শহর জয়পুরের এই দূর্গটির নাম মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেস ৷ এখানেই সাতপাকে বাঁধা পড়লেন সোহেল-হংসিকা ৷ এই প্রাসাদের প্রতিটি ঘর থেকে মুন্ডোটা ফোর্টের সরাসরি দৃশ্য দেখা যায় । এই প্রাসাদটি ডেস্টিনেশন ওয়েডিং-এর জন্য খুবই বিখ্যাত । এখানে একটি পোলো গ্রাউন্ডও রয়েছে । সেখানে ঘোড়ায় চড়া এবং পোলো খেলা উপভোগ করার ব্যবস্থা রয়েছে ৷

Hansika Wedding Pics
হংসিকা-সোহেলের বিয়ের কিছু ছবি এখন রীতিমতো ভাইরাল সোশাল মিডিয়ায়

আরও পড়ুন: বৃদ্ধাশ্রম,অনাথ আশ্রম গড়ে মেয়ের স্বপ্ন পূরণ করতে চান ঐন্দ্রিলার মা

শিশু শিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন হংসিকা মোতওয়ানি ৷ 'শা কা লাকা বুম বুম' ধারাবাহিকের হাত ধরে তাঁর অভিনয় কেরিয়ার শুরু ৷ এছাড়া বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন । তার মধ্য়ে বেশ জনপ্রিয়তা পেয়েছিল হিমেশ রেশমিয়া-হংসিকা জুটির 'আপ কা সুরুর' ৷ বর্তমানে অবশ্য় তিনি দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ অভিনেত্রীকে শেষ পর্দায় দেখা গিয়েছিল তামিল ছবি 'মাহা'-তে। আর এরপর জেএম রাজা সারাভানানের ছবি 'রাউডি বেবি'-র হাত ধরে পর্দায় কামব্য়াক করবেন তিনি । তাঁর আগে দক্ষিণের আরেক মুখ শ্রিয়া শরণ, উদয়পুরের দেবগড় প্যালেসে আন্দ্রেই কোচসিভের সঙ্গে রাজকীয় বিয়ে করেছিলেন ।

Last Updated : Dec 5, 2022, 1:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.