মুম্বই, 3 ডিসেম্বর: ইতিমধ্য়েই শেষ হয়েছে অভিনেত্রী হংসিকা মোতওয়ানির মেহেন্দি অনুষ্ঠান (Hansika Motwani mehendi ceremony)৷ বিয়ের আগে এবার সামনে এল সঙ্গীত অনুষ্ঠানের কিছু ঝলক ৷ আগামী 4 ডিসেম্বর ব্যবসায়ী সোহেল কাটুরিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন হংসিকা। হংসিকা-সোহেলের সঙ্গীত অনুষ্ঠানের যে ঝলক সামনে এসেছে তাতে দেখা যায় রীতিমতো অনুষ্ঠানে মেতে উঠেছেন দু'জনেই ৷ সুফিয়ানা রীতিতে সম্পন্ন হয়েছে এই অনুষ্ঠান(Sohail-Hansika Sangeet Ceremony) ৷
এদিনের অনুষ্ঠানের একটি ঝলক ভিডিয়োর মাধ্যমে শেয়ার করেছেন হংসিকার হবু স্বামী সোহেলই (Hansika Motwani and Sohail Kathuria wedding )৷ এই ভিডিয়োতে তাঁকে দেখা গিয়েছে সুফিয়ানা লুকে ৷ ভিডিয়োর ক্য়াপশনে তিনি লিখেছেন, "স্বপ্নময় এন্ট্রি ৷" খবর অনুযায়ী, আগামী 4 ডিসেম্বর রাজস্থানে 450 বছরের পুরনো একটি দুর্গে ডেস্টিনেশন ওয়েডিং সারতে চলেছেন এই হবু দম্পতি ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
গোলাপি শহর জয়পুরের এই দূর্গটির নাম মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেস ৷ এখানেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা ৷ যে মুন্ডোটা প্রাসাদে হংসিকা মোতওয়ানির বিয়ে হতে চলেছে তার বয়স প্রায় 450 বছর । এই প্রাসাদের প্রতিটি ঘর থেকে মুন্ডোটা ফোর্টের সরাসরি দৃশ্য দেখা যায় । এই প্রাসাদটি ডেস্টিনেশন ওয়েডিং-এর জন্য খুবই বিখ্যাত । এখানে একটি পোলো গ্রাউন্ডও রয়েছে, যেখানে ঘোড়ায় চড়া এবং পোলো খেলা উপভোগ করার ব্যবস্থা রয়েছে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: ‘জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস' এ সচেতনতার বার্তা দিতে পথে রচনা
শিশু অভিনেতা হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন হংসিকা মোতওয়ানি ৷ 'শা কা লাকা বুম বুম' ধারাবাহিকের হাত ধরে তাঁর অভিনয় কেরিয়ার শুরু ৷ এছাড়া বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন । যার মধ্য়ে বেশ জনপ্রিয়তা পেয়েছিল হিমেশ রেশমিয়া-হংসিকা জুটির 'আপ কা সুরুর' ৷ বর্তমানে অবশ্য় তিনি দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ । তাঁর আগে দক্ষিণের আরেক মুখ শ্রিয়া শরণ, উদয়পুরের দেবগড় প্যালেসে আন্দ্রেই কোচসিভের সঙ্গে রাজকীয় বিয়ে করেছিলেন ।