মুম্বই, 26 মার্চ: সমালোচকদের দ্বারা প্রশংসিত চলচ্চিত্রগুলি অভিনেতা মনোজ বাজপেয়ীর (Manoj Bajpayee on OTT) 30 বছরের কেরিয়ারের ভিত্তি ছিল ৷ কিন্তু অভিনেতা নিজেই বলছেন যে, একটা সময় ছিল যখন তিনি তাঁর স্বাধীন ফিল্মে ফেরার সিদ্ধান্ত সঠিক কি না, তা নিয়েই সন্দিহান ছিলেন ৷ কারণ তাঁর ছবিগুলি দেখার জন্য কোনও দর্শক ছিল না ৷
ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্মের আগমন জাতীয় পুরস্কার জয়ীর জীবনে আমূল পরিবর্তন আনে ৷ 2019 সালে প্রাইম ভিডিয়োয় "দ্য ফ্যামিলি ম্যান" এর মাধ্যমে ডিজিটাল আত্মপ্রকাশ ঘটে মনোজের ৷ তার 2017 সালের মনস্তাত্ত্বিক নাটক "গালি গুলেইয়াঁ" এর অপ্রতিরোধ্য প্রতিক্রিয়ার উদাহরণ তুলে ধরে মনোজ বলেছেন যে, তিনি খুবই হতাশ হয়েছিলেন যখন চলচ্চিত্র উত্সবে উচ্চ প্রশংসিত এই চলচ্চিত্রটি ভালো প্রচার সত্ত্বেও দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে ব্যর্থ হয় ।
পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী বলেছেন, "কয়েক বছর আগে আমি স্বাধীন সিনেমার (Independent Cinema) প্রতি আশা হারাতে শুরু করি ৷ এই ছবিগুলি আমার খুবই পছন্দের ছিল কিন্তু দর্শকরা সিনেমা হলে গিয়ে সেই ফিল্ম দেখার আগ্রহ দেখাচ্ছিলেন না । সেই সময় স্বাধীন সিনেমাকে সমর্থন করার জন্য আমার যে যুক্তি ছিল, তা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছি । আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে দর্শকরা ছবিটি দেখবে এবং যদি তাঁরা ফিল্ম না দেখেন তবে আমি চার-পাঁচজন লোকের জন্য চলচ্চিত্র নির্মাণ করতে প্রস্তুত নই । সেই সময় ওটিটি ছিল না । তাই কোথাও এটা আমাকে দুঃখ দিয়েছে, আমার মন ভেঙে গিয়েছিল ৷"
অভিনেতা আরও বলেন যে, ওটিটি নিয়ে সন্দিহান থাকলেও রাজ অ্যান্ড ডিকে-এর স্পাই থ্রিলার সিরিজ 'দ্য ফ্যামিলি ম্যান'-এর চাঞ্চল্যকর সাফল্যের পর সংশয় কেটে যায় তাঁর ৷ মনোজ জানিয়েছেন, তিনি ওটিটির অংশ হতে পারবেন না বলেই ভেবেছিলেন ৷ তিনি বেশ কয়েকটি সিরিজে কাজের অফার ছেড়েও দিয়েছিলেন ৷ সবশেষে তিনি রাজ অ্যান্ড ডিকে-র সঙ্গে কাজ করেন ৷
আরও পড়ুন: আমার প্রথম অস্কার আরজিভি, বললেন কীরাবাণী; কী প্রতিক্রিয়া পরিচালকের ?
মনোজের কথায়, "প্রথম সিজনে এই ধরনের সাফল্য পাওয়াটা ছিল অকল্পনীয় । তারপরে মহামারী হল এবং দ্বিতীয় সিজন এল, এটা সব রেকর্ড ছাড়িয়ে গেল । সত্যিকার অর্থে এটাই ভারতের ক্রসওভার । প্রথম সিজনের পর ওটিটি-তে মুক্তি পাওয়া সমস্ত স্বাধীন ছবি খুব ভালো সাড়া পেল ৷"
স্ট্রিমারদের সঙ্গে তাঁর এই নতুন প্রেমের সম্পর্ক এখনও অব্যাহত । অভিনেতাকে সম্প্রতি শর্মিলা ঠাকুরের সঙ্গে ডিজনি+ হটস্টারের চলচ্চিত্র "গুলমোহর"-এ দেখা গিয়েছে । "দ্য ফ্যামিলি ম্যান"-এর তৃতীয় সিজনে তিনি গোয়েন্দা এজেন্ট শ্রীকান্ত তিওয়ারির ভূমিকায় পুনরায় অভিনয় করবেন ।
মনোজ বাজপেয়ীর সর্বশেষ প্রজেক্ট হল "দ্য ভায়াল – ইন্ডিয়া'স ভ্যাকসিন স্টোরি"৷ দেশের কোভিড-19 টিকা নিয়ে তৈরি হয়েছে এই তথ্যচিত্র ৷ কোভিড -19 ভ্যাকসিনের ভায়াল তৈরিতে কী হয়েছিল, তার ভিতরের গল্পকে জীবন্ত করে তুলেছে এই ছবি ৷ শুক্রবার হিস্ট্রি টিভি 18-এ প্রিমিয়ার হয়েছে এই তথ্যচিত্রের ।