ETV Bharat / entertainment

Golden Globes 2023: 'নাতু নাতু'-র সাফল্যের দিনে সেরা বিদেশি ছবির লড়াইয়ে হারল 'আরআরআর' - Golden Globes 2023 updates

গোল্ডেন গ্লোবে সেরা বিদেশি ভাষার ছবির জন্যও মনোনিত হয়েছিল পরিচালক রাজামৌলির 'আরআরআর' । কিন্তু সান্তিয়াগো মিত্রের 'আর্জেন্তিনা 1985' ছবির কাছে হেরে গেল 'আরআরআর'(RRR loses Best Motion Picture Non English )।

Golden Globes 2023
গোল্ডেন গ্লোবে সেরা বিদেশি ভাষার ছবির জন্যও মনোনিত হয়েছিল পরিচালক রাজামৌলির 'আরআরআর'
author img

By

Published : Jan 11, 2023, 10:06 AM IST

লস অ্যাঞ্জেলস, 11 জানুয়ারি: গোল্ডেন গ্লোব পুরস্কারের মঞ্চে এক ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেছে 'আরআরআর' ৷ সেরা মৌলিক গানের বিভাগে পুরস্কার ছিনিয়ে নিয়েছে এই ছবির গান 'নাতু নাতু' ৷ সঙ্গীত পরিচালক এমএম কীরাবাণী হাত ধরে এশিয়ার প্রথম গান হিসাবে এই পুরস্কার জিতেছে 'নাতু নাতু' ৷ স্বাভাবিকভাবেই ছবির গানের এই সাফল্যে খুশি টিম 'আরআরআর' ৷ তবে একইসঙ্গে সেরা ছবির (ইংরেজি ছাড়া অন্যভাষার ছবি ) দৌড়েও লড়ছিল এই ছবি ৷ সেই লড়াইয়ে রাজামৌলি অবশ্য় সাফল্য পেলেন না শেষমেশ (RRR loses Best Motion Picture Non English )৷

সেরা ছবির দৌড়ে হেরে গেল দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর এবং রামচরণের এই ব্লকবাস্টার ৷ সবিলিয়ে একইদিনে একটি ঐতিহাসিক মাইলফলক স্থাপনের পাশাপাশি একটি খারাপ খবরও এল 'আরআরআর' অনুরাগীদের জন্য ৷ এই লড়াইয়ে আর্জেন্তিনার ছবি 'আর্জেন্তিনা 1985' ছবির কাছে হেরে গেল 'আরআরআর' ৷ পরিচালক সান্তিয়াগো মিত্রের হাতেই এবার উঠল সেরার পুরস্কার ৷ স্প্যানিশ ভাষায় তৈরি 'আর্জেন্তিনা 1985' ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গতবছর 29 অক্টোবর(RRR loses to Argentina 1985) ৷

'আরআরআর' লড়ছিল কোরিয়ান রোমান্টিক মিস্ট্রি 'ডিসিশন টু লিভ', জার্মান যুদ্ধবিরোধী ছবি 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট', ঐতিহাসিক ছবি 'আর্জেন্টিনা, 1985'-এর মতো ছবির সঙ্গে ৷ বিশ্বব্যাপী ব্লক বাস্টার হিট রাজামৌলির এই মাস্টারপিস এবার বিচারকদের মন জয় করতে ব্যর্থ হল ৷ তবে সারা বিশ্ব জুড়ে দর্শকদের মন জিতে নিয়ে প্রায় 1200 কোটি টাকার ব্যবসা করেছিল 'আরআরআর'(Golden Globes 2023) ৷

আরও পড়ুন: সাফল্যের নয়া মুকুট, গোল্ডেন গ্লোব পেল 'নাতু নাতু'

ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর তৈরি আর্জেন্তিনা 1985 ছবিটি ৷ 1985 সালের ট্রায়াল অফ দ্য জান্তাসের ঘটনাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ছবির গল্প ৷ এই ট্রায়ালে আর্জেন্তিনার শেষ এক নায়কের বিচার করা হয় ৷ সেই বিচারের সঙ্গে জড়িত আইনজীবীদের কথাই উঠে এসে ছবিতে । প্রসিকিউটর জুলিও সিজার স্ট্রাসেরা এবং লুইস মোরেনো ওকাম্পোর নেতৃত্বে এই পুরো ঘটনাটি ঘটে ৷ সেই কথা তুলে ধরে ছবি ৷

লস অ্যাঞ্জেলস, 11 জানুয়ারি: গোল্ডেন গ্লোব পুরস্কারের মঞ্চে এক ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেছে 'আরআরআর' ৷ সেরা মৌলিক গানের বিভাগে পুরস্কার ছিনিয়ে নিয়েছে এই ছবির গান 'নাতু নাতু' ৷ সঙ্গীত পরিচালক এমএম কীরাবাণী হাত ধরে এশিয়ার প্রথম গান হিসাবে এই পুরস্কার জিতেছে 'নাতু নাতু' ৷ স্বাভাবিকভাবেই ছবির গানের এই সাফল্যে খুশি টিম 'আরআরআর' ৷ তবে একইসঙ্গে সেরা ছবির (ইংরেজি ছাড়া অন্যভাষার ছবি ) দৌড়েও লড়ছিল এই ছবি ৷ সেই লড়াইয়ে রাজামৌলি অবশ্য় সাফল্য পেলেন না শেষমেশ (RRR loses Best Motion Picture Non English )৷

সেরা ছবির দৌড়ে হেরে গেল দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর এবং রামচরণের এই ব্লকবাস্টার ৷ সবিলিয়ে একইদিনে একটি ঐতিহাসিক মাইলফলক স্থাপনের পাশাপাশি একটি খারাপ খবরও এল 'আরআরআর' অনুরাগীদের জন্য ৷ এই লড়াইয়ে আর্জেন্তিনার ছবি 'আর্জেন্তিনা 1985' ছবির কাছে হেরে গেল 'আরআরআর' ৷ পরিচালক সান্তিয়াগো মিত্রের হাতেই এবার উঠল সেরার পুরস্কার ৷ স্প্যানিশ ভাষায় তৈরি 'আর্জেন্তিনা 1985' ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গতবছর 29 অক্টোবর(RRR loses to Argentina 1985) ৷

'আরআরআর' লড়ছিল কোরিয়ান রোমান্টিক মিস্ট্রি 'ডিসিশন টু লিভ', জার্মান যুদ্ধবিরোধী ছবি 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট', ঐতিহাসিক ছবি 'আর্জেন্টিনা, 1985'-এর মতো ছবির সঙ্গে ৷ বিশ্বব্যাপী ব্লক বাস্টার হিট রাজামৌলির এই মাস্টারপিস এবার বিচারকদের মন জয় করতে ব্যর্থ হল ৷ তবে সারা বিশ্ব জুড়ে দর্শকদের মন জিতে নিয়ে প্রায় 1200 কোটি টাকার ব্যবসা করেছিল 'আরআরআর'(Golden Globes 2023) ৷

আরও পড়ুন: সাফল্যের নয়া মুকুট, গোল্ডেন গ্লোব পেল 'নাতু নাতু'

ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর তৈরি আর্জেন্তিনা 1985 ছবিটি ৷ 1985 সালের ট্রায়াল অফ দ্য জান্তাসের ঘটনাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ছবির গল্প ৷ এই ট্রায়ালে আর্জেন্তিনার শেষ এক নায়কের বিচার করা হয় ৷ সেই বিচারের সঙ্গে জড়িত আইনজীবীদের কথাই উঠে এসে ছবিতে । প্রসিকিউটর জুলিও সিজার স্ট্রাসেরা এবং লুইস মোরেনো ওকাম্পোর নেতৃত্বে এই পুরো ঘটনাটি ঘটে ৷ সেই কথা তুলে ধরে ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.