লস অ্যাঞ্জেলস, 11 জানুয়ারি: গোল্ডেন গ্লোব পুরস্কারের মঞ্চে এক ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেছে 'আরআরআর' ৷ সেরা মৌলিক গানের বিভাগে পুরস্কার ছিনিয়ে নিয়েছে এই ছবির গান 'নাতু নাতু' ৷ সঙ্গীত পরিচালক এমএম কীরাবাণী হাত ধরে এশিয়ার প্রথম গান হিসাবে এই পুরস্কার জিতেছে 'নাতু নাতু' ৷ স্বাভাবিকভাবেই ছবির গানের এই সাফল্যে খুশি টিম 'আরআরআর' ৷ তবে একইসঙ্গে সেরা ছবির (ইংরেজি ছাড়া অন্যভাষার ছবি ) দৌড়েও লড়ছিল এই ছবি ৷ সেই লড়াইয়ে রাজামৌলি অবশ্য় সাফল্য পেলেন না শেষমেশ (RRR loses Best Motion Picture Non English )৷
সেরা ছবির দৌড়ে হেরে গেল দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর এবং রামচরণের এই ব্লকবাস্টার ৷ সবিলিয়ে একইদিনে একটি ঐতিহাসিক মাইলফলক স্থাপনের পাশাপাশি একটি খারাপ খবরও এল 'আরআরআর' অনুরাগীদের জন্য ৷ এই লড়াইয়ে আর্জেন্তিনার ছবি 'আর্জেন্তিনা 1985' ছবির কাছে হেরে গেল 'আরআরআর' ৷ পরিচালক সান্তিয়াগো মিত্রের হাতেই এবার উঠল সেরার পুরস্কার ৷ স্প্যানিশ ভাষায় তৈরি 'আর্জেন্তিনা 1985' ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গতবছর 29 অক্টোবর(RRR loses to Argentina 1985) ৷
'আরআরআর' লড়ছিল কোরিয়ান রোমান্টিক মিস্ট্রি 'ডিসিশন টু লিভ', জার্মান যুদ্ধবিরোধী ছবি 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট', ঐতিহাসিক ছবি 'আর্জেন্টিনা, 1985'-এর মতো ছবির সঙ্গে ৷ বিশ্বব্যাপী ব্লক বাস্টার হিট রাজামৌলির এই মাস্টারপিস এবার বিচারকদের মন জয় করতে ব্যর্থ হল ৷ তবে সারা বিশ্ব জুড়ে দর্শকদের মন জিতে নিয়ে প্রায় 1200 কোটি টাকার ব্যবসা করেছিল 'আরআরআর'(Golden Globes 2023) ৷
আরও পড়ুন: সাফল্যের নয়া মুকুট, গোল্ডেন গ্লোব পেল 'নাতু নাতু'
ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর তৈরি আর্জেন্তিনা 1985 ছবিটি ৷ 1985 সালের ট্রায়াল অফ দ্য জান্তাসের ঘটনাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ছবির গল্প ৷ এই ট্রায়ালে আর্জেন্তিনার শেষ এক নায়কের বিচার করা হয় ৷ সেই বিচারের সঙ্গে জড়িত আইনজীবীদের কথাই উঠে এসে ছবিতে । প্রসিকিউটর জুলিও সিজার স্ট্রাসেরা এবং লুইস মোরেনো ওকাম্পোর নেতৃত্বে এই পুরো ঘটনাটি ঘটে ৷ সেই কথা তুলে ধরে ছবি ৷