কলকাতা, 26 জুন: শুরু হয়ে গেল আরও একটা নতুন সপ্তাহ ৷ পুরোনো তারিখের তালিকায় চলে গেল আরও একটা রবিবার ৷ কিন্তু রবিবার মানেই তো সপ্তাহ শেষে একটু স্বস্তির নিঃশ্বাস ৷ একটু নিজের মতো সময় কাটানোর সুযোগ ৷ তাই সেই স্মৃতিটুক নিয়ে যদি সপ্তাহের প্রথম দিনটা শুরু করা যায় ক্ষতি কী? কেমন কাটল সেলেবদেরে রবিবার ? একসঙ্গে ছুটির মেজাজে পাওয়া গেল কি কাউকে? হ্যাঁ ঠিক সেভাবে রবিবার সকালটা শুভশ্রী মেতে রইলেন ছেলে ইউভান আর স্বামী রাজকে নিয়ে ৷
রবিবার তাঁর ইনস্টা স্টোরিতে বাবা-ছেলেকে পাওয়া গেল পুলের জলে ৷ পুলে রাজ ইউভান দু'জনকেই দেখা গেল খোশ মেজাজে সময় কাটাতে ৷ আর সেই ছবি বন্দি হল শুভশ্রীর ক্যামেরায় ৷ নিজেও বেশ কয়েকটি ছবি শেয়ার করলেন নায়িকা ৷ আর রাতে তাঁকে দেখা গেল তাঁর দুই সহ বিচারকের সঙ্গে ৷ সম্প্রতি বলি ডিভা মৌনি রায় এবং টলি সুন্দরী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি রিয়েলিটি শোয়ে বিচারকের দায়িত্ব পালন করছেন শুভশ্রী ৷
এবার তাঁদের সঙ্গে উইকএন্ডে পার্টি মুডে দেখা গেল শুভশ্রীকে ৷ তিন কন্য়কেই এদিন দেখা গেল কালো পোশাকে ৷ পার্টিতে নৈশভোজের সঙ্গে সঙ্গে একেবারে প্রাণখোলা মেজাজে ক্যামেরা বন্দি হলেন তাঁরা ৷ শুভশ্রী এমনিতেই তাঁর বিভিন্ন কর্মকাণ্ডের আপডেট দিতেই থাকেন সোশাল মিডিয়ায় ৷ এবারও তাঁর নতুন পোস্টের নীচে বইল কমেন্টের বন্য়া ৷
আরও পড়ুন: যশ নুসরতের জীবনে নতুন অধ্যায়, যাত্রা শুরু করল 'ওয়াইডি ফিল্মস'
তিন সুন্দরীকে এক ফ্রেমে দেখে কেউ লিখলেন, "সবচেয়ে সুন্দরী বাঙালি ট্রায়ো ৷" আবার কারও মতে, "অসাম্যান্য সুন্দরীদের অসাধারণ হাসি ৷ দারুণ ছবি ৷" শুভশ্রীকে শেষ পর্দায় দেখা গিয়েছে 'ইন্দুবালা ভাতের হোটেল' সিরিজে ৷ এই সিরিজে নিজেকে নতুনভাবে তুলে ধরেছিলেন অভিনেত্রী ৷ একদিকে তাঁকে দেখা গিয়েছিল বৃদ্ধার সাজে আর অন্যদিকে তাঁকে অভিনয় করতে হয়েছিল তরুণীর চরিত্রেও ৷ এই সিরিজের জন্য় বেশ প্রশংসিত হন নায়িকা ৷