ETV Bharat / entertainment

Mamata Shankar Birthday Celebration: দুই বৌমার বিপুল আয়োজন, দেখুুন কেমন কাটল প্রিয় 'মমদি'র জন্মদিন - 68th Birthday of Mamata Shankar

গত 7 জানুয়ারি আরও একটি বসন্ত পার করে ফেললেন অভিনেত্রী মমতা শংকর ৷ কীভাবে এবারের জন্মদিন কাটালেন সকলের প্রিয় মমদি ৷ তারই কিছু ঝলক তিনি শেয়ার করলেন সোশাল মিডিয়ায় ৷

Mamata Shankar Birthday Celebration
গত 7 জানুয়ারি আরও একটি বসন্ত পার করে ফেললেন অভিনেত্রী মমতা শংকর
author img

By

Published : Jan 9, 2023, 12:31 PM IST

কলকাতা, 9 জানুয়ারি: গত 7 জানুয়ারি ছিল প্রবাদপ্রতীম অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শংকরের 68তম জন্মদিন (Mamata Shankar 68th Birthday Celebration)৷ সম্প্রতি তাঁর 'প্রজাপতি' ছবির জন্য় এখন রীতিমতো চর্চায় রয়েছেন অভিনেত্রী ৷ মিঠুন চক্রবর্তী এবং দেবের সঙ্গে তাঁর সাবলীল অভিনয় সত্যিই নজর কেড়েছে সমালোচকদের ৷ তাঁর এই ছবি সারাদেশ জুড়ে যথেষ্ট সাফল্য পেয়েছে ৷ গত দুই সপ্তাহেই এই ছবি আয় করেছে পাঁচ কোটিরও বেশি ৷ সারা দেশ জুড়ে তাঁর কাজের এই বিপুল সাফল্যের মাঝেই আরও একটি বসন্ত পার করে ফেললেন এই বর্ষীয়ান অভিনেত্রী (Glimpses of Mamata Shankars Birthday Celebration) ৷

রবিবার পরিবারের সঙ্গে তাঁর জন্মদিন উদযাপনের কিছু ছবিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি (Birthday Celebration of Mamata Shankar) ৷ মমতা শংকরের জন্মদিনে প্রত্যাশিত ভাবেই ছিল বিপুল খাবারের আয়োজন ৷ তাঁর দুই পুত্রবধূ কোনও খামতি রাখেননি তাঁদের প্রিয় শাশুড়িমার জন্মদিন পালনে ৷ ভাত, ডাল, ভাজাভুজি তো বটেই, ডিম ভরা ইলিশও বাদ পড়েনি মেনু থেকে ৷ আর জন্মদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হল পায়েস ৷ অভিনেত্রী নিজেই লিখেছেন, "এই সব আমার ছোটো বউমার বানানো ৷ তার সঙ্গে ছিল বড় বউমার বানানো পায়েস ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই বিপুল আয়োজনে ঠিক কতটা মন ভরেছে অভিনেত্রীর, হাসিমুখেই তাঁর প্রমাণ মিলল রবিবার ৷ ছবির ক্য়াপশনে এদিন অভিনেত্রী লেখেন, "গতকাল বাড়ির সকলে আমার জন্মদিনের আয়োজন করেছিল এইভাবে ৷" মমতা শংকরের অভিনয় জীবন বেশ দীর্ঘ ৷ 1976 সালে তাঁর অভিনয় জীবন শুরু হয় মিঠুন চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে ৷ মৃণাল সেনের এই বিখ্যাত ছবিটির নাম ছিল 'মৃগয়া' ৷ এরপর একেবারে নিজের দক্ষতায় তিনি তাঁর স্থায়ী আসন গড়ে নিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রিতে ৷

আরও পড়ুন: ওটিটি ডেবিউয়ের শ্যুটিং চলাকালীন রামোজি ফিল্ম সিটিতে আহত রোহিত শেট্টি

সকলের প্রিয় মমদি কাজ করেছেন সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ, ঋতুপর্ণ ঘোষের মতো প্রবাদপ্রতীম পরিচালকদের সঙ্গে ৷ 'আগন্তুক', 'খারিজ', 'একদিন প্রতিদিন', 'গনশত্রু' থেকে শুরু করে 'দহন', 'উৎসব', 'বালিগঞ্জ কোর্ট', 'আবহমান' তাঁর কাজের সংখ্য়া গুনতে গেলে শেষ হবেনা ৷ পেয়েছেন একাধিক পুরস্কারও ৷ অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পেও তিনি এক পরিচিত নাম ৷

কলকাতা, 9 জানুয়ারি: গত 7 জানুয়ারি ছিল প্রবাদপ্রতীম অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শংকরের 68তম জন্মদিন (Mamata Shankar 68th Birthday Celebration)৷ সম্প্রতি তাঁর 'প্রজাপতি' ছবির জন্য় এখন রীতিমতো চর্চায় রয়েছেন অভিনেত্রী ৷ মিঠুন চক্রবর্তী এবং দেবের সঙ্গে তাঁর সাবলীল অভিনয় সত্যিই নজর কেড়েছে সমালোচকদের ৷ তাঁর এই ছবি সারাদেশ জুড়ে যথেষ্ট সাফল্য পেয়েছে ৷ গত দুই সপ্তাহেই এই ছবি আয় করেছে পাঁচ কোটিরও বেশি ৷ সারা দেশ জুড়ে তাঁর কাজের এই বিপুল সাফল্যের মাঝেই আরও একটি বসন্ত পার করে ফেললেন এই বর্ষীয়ান অভিনেত্রী (Glimpses of Mamata Shankars Birthday Celebration) ৷

রবিবার পরিবারের সঙ্গে তাঁর জন্মদিন উদযাপনের কিছু ছবিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি (Birthday Celebration of Mamata Shankar) ৷ মমতা শংকরের জন্মদিনে প্রত্যাশিত ভাবেই ছিল বিপুল খাবারের আয়োজন ৷ তাঁর দুই পুত্রবধূ কোনও খামতি রাখেননি তাঁদের প্রিয় শাশুড়িমার জন্মদিন পালনে ৷ ভাত, ডাল, ভাজাভুজি তো বটেই, ডিম ভরা ইলিশও বাদ পড়েনি মেনু থেকে ৷ আর জন্মদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হল পায়েস ৷ অভিনেত্রী নিজেই লিখেছেন, "এই সব আমার ছোটো বউমার বানানো ৷ তার সঙ্গে ছিল বড় বউমার বানানো পায়েস ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এই বিপুল আয়োজনে ঠিক কতটা মন ভরেছে অভিনেত্রীর, হাসিমুখেই তাঁর প্রমাণ মিলল রবিবার ৷ ছবির ক্য়াপশনে এদিন অভিনেত্রী লেখেন, "গতকাল বাড়ির সকলে আমার জন্মদিনের আয়োজন করেছিল এইভাবে ৷" মমতা শংকরের অভিনয় জীবন বেশ দীর্ঘ ৷ 1976 সালে তাঁর অভিনয় জীবন শুরু হয় মিঠুন চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে ৷ মৃণাল সেনের এই বিখ্যাত ছবিটির নাম ছিল 'মৃগয়া' ৷ এরপর একেবারে নিজের দক্ষতায় তিনি তাঁর স্থায়ী আসন গড়ে নিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রিতে ৷

আরও পড়ুন: ওটিটি ডেবিউয়ের শ্যুটিং চলাকালীন রামোজি ফিল্ম সিটিতে আহত রোহিত শেট্টি

সকলের প্রিয় মমদি কাজ করেছেন সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ, ঋতুপর্ণ ঘোষের মতো প্রবাদপ্রতীম পরিচালকদের সঙ্গে ৷ 'আগন্তুক', 'খারিজ', 'একদিন প্রতিদিন', 'গনশত্রু' থেকে শুরু করে 'দহন', 'উৎসব', 'বালিগঞ্জ কোর্ট', 'আবহমান' তাঁর কাজের সংখ্য়া গুনতে গেলে শেষ হবেনা ৷ পেয়েছেন একাধিক পুরস্কারও ৷ অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পেও তিনি এক পরিচিত নাম ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.