কলকাতা, 12 জানুয়ারি: একজনকে চেনা যায় ছোট পর্দার ব্যোমকেশ বললেই । আর অন্যজন এখন সোনাদার অ্য়াসিস্ট্যান্ট আবিরলাল রায় হিসেবেই বেশি পরিচিত ৷ এখন নিশ্চয় বুঝতে পারছেন কাদের কথা বলছি ৷ হ্য়াঁ ঠিকই ধরেছেন কথা হচ্ছে গৌরব চক্রবর্তী এবং অর্জুন চক্রবর্তীর ৷ দুই ভাই মিলেই এখন বেশ চুটিয়ে কাজ করছেন ছোট পর্দা, বড় পর্দা এবং ওটিটিতে ৷ আর এবার বৃহস্পতিবার সকাল সকাল ভাইয়ের সঙ্গে ছোটবেলার একটি সুন্দর স্মৃতি শেয়ার করলেন গৌরব(Gaurav Chakrabarty Shares Throwback Pics With Arjun Chakraborty ) ৷
শীত বললেই মনে পড়ে যায় বেরিয়ে পড়ার কথা ৷ বাড়িতে ঠিক যেন মন টিকতে চায়না ৷ সেই মনের খিদেটাকেই আরও একটু জাগিয়ে দিয়ে ছোটবেলায় দুই ভাইয়ের একটি বেড়ানোর স্মৃতি সকলের সঙ্গে ভাগ করে নিলেন গৌরব ৷ অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর বেড়ানোর নেশার কথা কম বেশি সকলেই জানেন ৷ বাবার সঙ্গে সঙ্গী হয়েছেন গৌরব-অর্জুনও ৷
যে ছবিটি এদিন গৌরব শেয়ার করেছেন তাঁর অনুরাগীদের জন্য় তাতে দেখা যায় পাহাড়ে ঘেরা পরিবেশে দাঁড়িয়ে রয়েছেন দুই ভাই (Gaurav Chakrabarty Shares Throwback Pics)৷ গৌরবের পরণে রয়েছে কালো টি শার্ট আর অর্জুনের গায়ে ডোরা কাটা শার্ট ৷ আর দু'জনের মুখেই সুন্দর অমলিন হাসি ৷ ছবিটি শেয়ার করে গৌরব লিখেছেন, "শৈশবের স্মৃতিগুলি সত্যিই ভীষণ স্পেশাল...তাই না? আপনি কী এই জায়গাটার নাম বলতে পারবেন?"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
গৌরবের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্য়া কিন্তু মোটেই কম নয় ৷ এই মুহূর্তে তাঁর ফলোয়ার সংখ্য়া প্রায় 1 লক্ষ 20 হাজার ৷ আর অর্জুন চক্রবর্তীর তাঁর ফলোয়ার সংখ্য়া প্রায় 2 লক্ষ 73 হাজার ৷ অনেকেই এদিন বিভিন্ন জায়গার নাম জানিয়েছেন এই পোস্টের নীচে ৷ কেউবা জানিয়েছেন তাঁদের ছোটবেলার কথা ৷ একজন নেটিজেন যেমন লিখেছেন, ' শৈশবের স্মৃতিগুলো সবসময় আরাম দেয়।' আগামীতে গৌরব চক্রবর্তীকে দেখা যাবে 'সেভেন' ছবিতে ৷ এখানে অঞ্জন দত্ত, ঋদ্ধিমা ঘোষ এবং সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন তিনি ৷