ETV Bharat / entertainment

Game Changer Song Leak: মুক্তির আগেই ফাঁস রাম চরণ-কিয়ারার নতুন ছবির গানের দৃশ্য, গ্রেফতার 2 - কিয়ারা আদবানি এবং রাম চরণের এই ছবি

মুক্তির আগেই ফাঁস রাম চরণ-কিয়ারা আদবানির 'গেমচেঞ্জার' ছবির 'জরাগান্ডি' গানের ভিডিয়ো ক্লিপিং ৷ এই অভিযোগে পুলিশের জালে দুই ব্যক্তি ৷ আগামী দীপাবলিতে মুক্তি পেতে চলেছে এই গানটি ৷

Game Changer Song Leak
ফাঁস জরাগান্ডি গানের ভিডিয়ো ক্লিপিং
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 10:30 PM IST

হায়দরাবাদ, 6 নভেম্বর: ছবি মুক্তির আগেই গান এবং অন্যান্য অ্যাকশন সিকোয়েন্সের ঝলক ফাঁস ৷ এমন ঘটনা আজকাল আকছারই দেখা যায় ৷ এবার সেই কাণ্ড ঘটাতে গিয়ে পুলিশের জালে দুই অভিযুক্ত ৷ ছবির নাম 'গেমচেঞ্জার' ৷ কিয়ারা আদবানি এবং রাম চরণের এই ছবি নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে ৷ 'আরআরআর' ছবির সাফল্যের পর আরও একবার এই সুপারস্টার হাজির হতে চলেছেন তাঁর নতুন প্যান-ইন্ডিয়া ছবি নিয়ে ৷ সেই ছবির গান মুক্তির আগে সোশালে ফাঁস হওয়ার ঘটনা নিয়ে শোরগোল পড়বে তা খুবই স্বাভাবিক ৷

নির্মাতারা মূলত দু'জনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন ৷ তাঁদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টের ছবিও শেয়ার করেন তাঁরা ৷ এই এফআইআরের ভিত্তিতেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে সাইবার পুলিশ ৷ জানা গিয়েছে, 30 সেকেন্ডের একটি ক্লিপিং সোশাল মিডিয়ায় শেয়ার করেছিল ওই অভিযুক্তরা ৷ ফ্যানেরা তো অপেক্ষা করেইছিলেন রাম চরণের ছবির ঝলক দেখার জন্য় ৷ নিমেষে গানের ভিডিয়োটিও ভাইরাল হয়ে যায় সোশালে ৷

যদিও রিপোর্টে দাবি করা হয়েছে, গানের যে ভার্সনের ভিডিয়ো সোশালে ছড়িয়েছে তা আসল গায়কের গাওয়া নয় ৷ এটি মূলত একটি প্রাথমিক ভিডিয়ো ৷ ট্র্যাক সিঙ্গাররা এই গানটি গেয়েছিলেন কাজ চালানোর জন্য ৷ গানটির শুটিং হয়েছে চেন্নাইয়ে ৷ প্রায় 15 কোটি টাকা খরচ হয়েছে এই গানটির শুটিংয়ে ৷ চেন্নাইয়ে শুটিং চলাকালীন সেখান থেকেই এই ভিডিয়োটি লিক হয়েছে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: রশ্মিকার ভুয়ো ভিডিয়োয় অসন্তুষ্ট তথ্যপ্রযুক্তি মন্ত্রক, তোপ সোশাল প্ল্যাটফর্মগুলিকে

গানটির নাম 'জরাগান্ডি' ৷ নির্মাতারা জানিয়েছেন আগামী দীপাবলিতে মুক্তি পাবে গানটি ৷ ছবির প্রথম গান কেমন হবে তা জানতে মুখিয়ে রয়েছে সকলেই ৷ পরিচালক এস শঙ্করের 'গেমচেঞ্জার' ছবিতে রাম চরণ-কিয়ারা ছাড়াও অভিনয় করবেন এসজে সূর্য, জয়রাম, মেকা শ্রীকান্ত, অঞ্জলি, নাসার-সহ আরও অনেকে । গেমচেঞ্জার ছবিটি মুক্তি পাবে তিনটি ভাষায় ৷ দক্ষিণী ভাষা তামিল এবং তেলেগুর পাশাপাশি ছবিটি মুক্তি পাবে হিন্দিতেও ৷ আগামী বছরের শুরুর দিকেই পর্দায় আসতে পারে 'গেমেচঞ্জার' ৷

হায়দরাবাদ, 6 নভেম্বর: ছবি মুক্তির আগেই গান এবং অন্যান্য অ্যাকশন সিকোয়েন্সের ঝলক ফাঁস ৷ এমন ঘটনা আজকাল আকছারই দেখা যায় ৷ এবার সেই কাণ্ড ঘটাতে গিয়ে পুলিশের জালে দুই অভিযুক্ত ৷ ছবির নাম 'গেমচেঞ্জার' ৷ কিয়ারা আদবানি এবং রাম চরণের এই ছবি নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে ৷ 'আরআরআর' ছবির সাফল্যের পর আরও একবার এই সুপারস্টার হাজির হতে চলেছেন তাঁর নতুন প্যান-ইন্ডিয়া ছবি নিয়ে ৷ সেই ছবির গান মুক্তির আগে সোশালে ফাঁস হওয়ার ঘটনা নিয়ে শোরগোল পড়বে তা খুবই স্বাভাবিক ৷

নির্মাতারা মূলত দু'জনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন ৷ তাঁদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টের ছবিও শেয়ার করেন তাঁরা ৷ এই এফআইআরের ভিত্তিতেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে সাইবার পুলিশ ৷ জানা গিয়েছে, 30 সেকেন্ডের একটি ক্লিপিং সোশাল মিডিয়ায় শেয়ার করেছিল ওই অভিযুক্তরা ৷ ফ্যানেরা তো অপেক্ষা করেইছিলেন রাম চরণের ছবির ঝলক দেখার জন্য় ৷ নিমেষে গানের ভিডিয়োটিও ভাইরাল হয়ে যায় সোশালে ৷

যদিও রিপোর্টে দাবি করা হয়েছে, গানের যে ভার্সনের ভিডিয়ো সোশালে ছড়িয়েছে তা আসল গায়কের গাওয়া নয় ৷ এটি মূলত একটি প্রাথমিক ভিডিয়ো ৷ ট্র্যাক সিঙ্গাররা এই গানটি গেয়েছিলেন কাজ চালানোর জন্য ৷ গানটির শুটিং হয়েছে চেন্নাইয়ে ৷ প্রায় 15 কোটি টাকা খরচ হয়েছে এই গানটির শুটিংয়ে ৷ চেন্নাইয়ে শুটিং চলাকালীন সেখান থেকেই এই ভিডিয়োটি লিক হয়েছে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: রশ্মিকার ভুয়ো ভিডিয়োয় অসন্তুষ্ট তথ্যপ্রযুক্তি মন্ত্রক, তোপ সোশাল প্ল্যাটফর্মগুলিকে

গানটির নাম 'জরাগান্ডি' ৷ নির্মাতারা জানিয়েছেন আগামী দীপাবলিতে মুক্তি পাবে গানটি ৷ ছবির প্রথম গান কেমন হবে তা জানতে মুখিয়ে রয়েছে সকলেই ৷ পরিচালক এস শঙ্করের 'গেমচেঞ্জার' ছবিতে রাম চরণ-কিয়ারা ছাড়াও অভিনয় করবেন এসজে সূর্য, জয়রাম, মেকা শ্রীকান্ত, অঞ্জলি, নাসার-সহ আরও অনেকে । গেমচেঞ্জার ছবিটি মুক্তি পাবে তিনটি ভাষায় ৷ দক্ষিণী ভাষা তামিল এবং তেলেগুর পাশাপাশি ছবিটি মুক্তি পাবে হিন্দিতেও ৷ আগামী বছরের শুরুর দিকেই পর্দায় আসতে পারে 'গেমেচঞ্জার' ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.