ETV Bharat / entertainment

Gadar 2 OMG 2 Dream Girl 2 BO Collection: সোমবারে কেমন আয় করবেন অক্ষয়-সানি-আয়ুষ্মানরা, জানাচ্ছে বক্স অফিস রিপোর্ট - Gadar 2 OMG 2 Dream Girl 2 Box Office collection

রবিবারের পর সোমবার সানির ছবি ভালো ফল করতে পারে বক্স অফিসে ৷ একইভাবে 'ওএমজি 2' এবং 'ড্রিম গার্ল 2' ছবির আয়ও দারুণ ৷ আসুন দেখে নেওয়া যাক স্যাকনিল্কের আর্লি এস্টিমেট রিপোর্ট কী বলছে?

Pic Akshay Kumar Sunny Deol Instagram
গদর 2 ওএমজি 2 এবং ড্রিম গার্ল 2 ছবির বক্স অফিস আয়
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 10:08 PM IST

হায়দরাবাদ, 28 অগস্ট: সানি দেওল-আমিশা প্যাটেলের কমার্শিয়াল পটবয়লার মুক্তির পর থেকেই ঝড় তুলেছে বক্স অফিসে ৷ অঙ্কের নিরিখে শুধু শাহরুখ খান নয়, ইতিমধ্যেই প্রভাস-যশের সিনেমার রেকর্ডও ভেঙে দিয়েছে 'গদর 2' ৷ ইংরেজি ভাষায় এই ধরনের ছবিকে 'ওল্ড স্কুল' বলে দাগিয়ে দেন অনেকেই ৷ কিন্তু 'পুরোনো চাল যে ভাতে বাড়ে' তার প্রমাণ মিলছে 18তম দিনেও ৷ অন্যদিকে ভালো কাহিনিও যে মানুষ পছন্দ করেন তার প্রমাণ মিলছে 'ওএমজি 2' এবং 'ড্রিম গার্ল 2' ছবির হাত ধরে ৷ আসুন দেখে নেওয়া যাক, বক্স অফিসে সোমবার কোন ছবি কত আয় করতে পারে ৷ কী বলছে ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের হিসেব?

প্রথমে আসা যাক 'গদর 2' ছবির কথায় ৷ অনেকেই এই ছবি দেখে নাক সিঁটকেছিলেন প্রথম প্রথম ৷ নয়ের দশকের হিন্দি ইন্ডাস্ট্রির ধারা বহন করে নিয়ে চলা একটি ছবি কী আদৌ আজকের দিনে মন জয় করতে পারবে অনুরাগীদের সেটাই ছিল প্রশ্ন ৷ কিন্তু অনেক সমালোচকই সিঙ্গল স্ক্রিনের টিকিট বিক্রি দেখে ঝড়ের প্রমাদ গুনেছিলেন ৷ তরণ আদর্শের মতো সেইসমস্ত সমালোচকের অনুমানই সত্য়ি হল ৷ বক্স অফিসে রীতিমতো সুনামি হয়ে দাঁড়াল অনিল শর্মার 'গদর 2' ৷ সারা বিশ্বের নিরিখে বক্স অফিসে প্রথম সপ্তাহে এই ছবির আয় ছিল 284.63 কোটি ৷ এমনকী তৃতীয় রবিবারেও 17 কোটি টাকা ঘরে তুলেছে এই ছবি ৷ আর তৃতীয় সোমবারও 5 কোটি টাকার ব্যবসা করতে পারে 'গদর 2' ৷ অন্তত স্যাকনিল্কের অনুমান তেমনটাই ৷

অন্যদিকে, অমিত রাই তাঁর নতুন ছবি 'ও মাই গড 2' তৈরি করেছিলেন সামাজিক বার্তা দিতে ৷ এই ছবিও কিন্তু মানুষ বেশ মন দিয়েই দেখেছেন ৷ অক্ষয় কুমার-পঙ্কজ ত্রিপাঠিরা এখানে প্রশ্ন তোলেন স্কুলে যৌনশিক্ষার গুরুত্ব নিয়ে ৷ তৃতীয় সোমবার এই ছবিও বেশ ভালোই আয় করতে পারে বলেই দাবি স্যাকনিল্কের ৷ বিশেষত, 'ওএমজি 2'-এর গায়ে প্রথম থেকেই যেভাবে 'অন্য ধরনের ছবি'র তকমা সেঁটে দেওয়া হয় তাতে তৃতীয় সোমবারও মানুষ যে এই ছবি দেখছেন তা বেশ ভালো ইঙ্গিত ৷ স্যাকনিল্কের দাবি সোমবার এই ছবি 1.66 কোটি টাকার ব্যবসা করতে পারে বক্স অফিসে ৷ যার ছবির মোট আয় দাঁড়াতে পারে 136.74 কোটিতে ৷ যদিও সম্পূর্ণ হিসাব এখনও সামনে আসেনি ৷

আরও পড়ুন: করিনা থেকে কঙ্গনা, নীরজের সোনা জয়ে উচ্ছ্বসিত বলিউ

অন্যদিকে অভিষেক বচ্চনের 'ঘুমর' যেভাবে বক্স অফিসে বড় ধাক্কার মুখে পড়ে তাতে আয়ুষ্মান খুরানার নতুন ছবি নিয়েও সন্দেহ তৈরি হয়েছিল অনেকের মনে ৷ কিন্তু প্রথম 3 দিনেই বাজেটের টাকা ঘরে তুলে 'ড্রিম গার্ল 2' বুঝিয়ে দিল হাসির চেয়ে বড় কোনও অস্ত্র আজও নেই ৷ সোমবার কত আয় করল এই ছবি? স্যাকনিল্কের ট্র্যাকার রিপোর্ট বলছে সোমবার এই ছবির আয় হতে পারে 5 কোটি টাকা ৷ যার জেরে ছবির মোট আয় দাঁড়াতে পারে 45.71 কোটিতে ৷

হায়দরাবাদ, 28 অগস্ট: সানি দেওল-আমিশা প্যাটেলের কমার্শিয়াল পটবয়লার মুক্তির পর থেকেই ঝড় তুলেছে বক্স অফিসে ৷ অঙ্কের নিরিখে শুধু শাহরুখ খান নয়, ইতিমধ্যেই প্রভাস-যশের সিনেমার রেকর্ডও ভেঙে দিয়েছে 'গদর 2' ৷ ইংরেজি ভাষায় এই ধরনের ছবিকে 'ওল্ড স্কুল' বলে দাগিয়ে দেন অনেকেই ৷ কিন্তু 'পুরোনো চাল যে ভাতে বাড়ে' তার প্রমাণ মিলছে 18তম দিনেও ৷ অন্যদিকে ভালো কাহিনিও যে মানুষ পছন্দ করেন তার প্রমাণ মিলছে 'ওএমজি 2' এবং 'ড্রিম গার্ল 2' ছবির হাত ধরে ৷ আসুন দেখে নেওয়া যাক, বক্স অফিসে সোমবার কোন ছবি কত আয় করতে পারে ৷ কী বলছে ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের হিসেব?

প্রথমে আসা যাক 'গদর 2' ছবির কথায় ৷ অনেকেই এই ছবি দেখে নাক সিঁটকেছিলেন প্রথম প্রথম ৷ নয়ের দশকের হিন্দি ইন্ডাস্ট্রির ধারা বহন করে নিয়ে চলা একটি ছবি কী আদৌ আজকের দিনে মন জয় করতে পারবে অনুরাগীদের সেটাই ছিল প্রশ্ন ৷ কিন্তু অনেক সমালোচকই সিঙ্গল স্ক্রিনের টিকিট বিক্রি দেখে ঝড়ের প্রমাদ গুনেছিলেন ৷ তরণ আদর্শের মতো সেইসমস্ত সমালোচকের অনুমানই সত্য়ি হল ৷ বক্স অফিসে রীতিমতো সুনামি হয়ে দাঁড়াল অনিল শর্মার 'গদর 2' ৷ সারা বিশ্বের নিরিখে বক্স অফিসে প্রথম সপ্তাহে এই ছবির আয় ছিল 284.63 কোটি ৷ এমনকী তৃতীয় রবিবারেও 17 কোটি টাকা ঘরে তুলেছে এই ছবি ৷ আর তৃতীয় সোমবারও 5 কোটি টাকার ব্যবসা করতে পারে 'গদর 2' ৷ অন্তত স্যাকনিল্কের অনুমান তেমনটাই ৷

অন্যদিকে, অমিত রাই তাঁর নতুন ছবি 'ও মাই গড 2' তৈরি করেছিলেন সামাজিক বার্তা দিতে ৷ এই ছবিও কিন্তু মানুষ বেশ মন দিয়েই দেখেছেন ৷ অক্ষয় কুমার-পঙ্কজ ত্রিপাঠিরা এখানে প্রশ্ন তোলেন স্কুলে যৌনশিক্ষার গুরুত্ব নিয়ে ৷ তৃতীয় সোমবার এই ছবিও বেশ ভালোই আয় করতে পারে বলেই দাবি স্যাকনিল্কের ৷ বিশেষত, 'ওএমজি 2'-এর গায়ে প্রথম থেকেই যেভাবে 'অন্য ধরনের ছবি'র তকমা সেঁটে দেওয়া হয় তাতে তৃতীয় সোমবারও মানুষ যে এই ছবি দেখছেন তা বেশ ভালো ইঙ্গিত ৷ স্যাকনিল্কের দাবি সোমবার এই ছবি 1.66 কোটি টাকার ব্যবসা করতে পারে বক্স অফিসে ৷ যার ছবির মোট আয় দাঁড়াতে পারে 136.74 কোটিতে ৷ যদিও সম্পূর্ণ হিসাব এখনও সামনে আসেনি ৷

আরও পড়ুন: করিনা থেকে কঙ্গনা, নীরজের সোনা জয়ে উচ্ছ্বসিত বলিউ

অন্যদিকে অভিষেক বচ্চনের 'ঘুমর' যেভাবে বক্স অফিসে বড় ধাক্কার মুখে পড়ে তাতে আয়ুষ্মান খুরানার নতুন ছবি নিয়েও সন্দেহ তৈরি হয়েছিল অনেকের মনে ৷ কিন্তু প্রথম 3 দিনেই বাজেটের টাকা ঘরে তুলে 'ড্রিম গার্ল 2' বুঝিয়ে দিল হাসির চেয়ে বড় কোনও অস্ত্র আজও নেই ৷ সোমবার কত আয় করল এই ছবি? স্যাকনিল্কের ট্র্যাকার রিপোর্ট বলছে সোমবার এই ছবির আয় হতে পারে 5 কোটি টাকা ৷ যার জেরে ছবির মোট আয় দাঁড়াতে পারে 45.71 কোটিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.