ETV Bharat / entertainment

রজনীর জন্মদিনে শুভেচ্ছার সুনামি, থালাইভাকে ভালোবাসা জানালেন অনিল কাপুর, এনটিআর থেকে কমল হাসান - রজনীকান্ত আজ পা দিলেন 73 বছরে

Celebrities Wish Rajinikanth on His Birthday: রজনীকান্ত আজ পা দিলেন 73 বছরে ৷ তাঁকে নিয়ে উচ্ছ্বাস আজ স্বাভাবিকভাবেই তুঙ্গে ৷ অভিনেতাকে শুভেচ্ছা জানালেন কমল হাসান, জুনিয়র এনটিআর, অনিল কাপুর, ধানুষ এবং অন্যান্য তারকারা ৷

From Jr NTR, Kamal Haasan to Anil Kapoor, celebrities wish Rajinikanth on his birthday
From Jr NTR, Kamal Haasan to Anil Kapoor, celebrities wish Rajinikanth on his birthday
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 5:28 PM IST

হায়দরাবাদ, 12 ডিসেম্বর: আরও একটি বসন্ত পার করে ফেললেন সুপারস্টার রজনীকান্ত ৷ 73তম জন্মদিনে পা দিলেন অভিনেতা ৷ সোশাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানালেন কমল হাসান, জুনিয়র এনটিআর, অনিল কাপুর, ধানুষ এবং অন্যান্য তারকারা ৷ রজনী এখন ব্যস্ত আসন্ন ছবির শুটিং নিয়ে ৷ ছবির নাম 'থালাইভার 170' ৷ ছবির কাজ কিছু দিন আগেই শুরু হয়েছে ৷ ছবি নিয়ে এখন উত্তেজনা তুঙ্গে ৷

  • Wishing the one & only Thalaivar @Rajinikanth sir, a very Happy Birthday. May your charisma continue to inspire for generations.

    — Jr NTR (@tarak9999) December 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রজনী আন্নার শেষ ছবি 'জেলর' যথেষ্ট শোরগোল ফেলেছিল বক্স অফিসে ৷ এখন সকলেই অপেক্ষা করে রয়েছেন তাঁর আগামী কাজের জন্য ৷ বয়স তাঁকে একেবারেই কাবু করতে পারেনি ৷ এখনও তিনি আকর্ষণের কেন্দ্রবিন্দু ৷ জন্মদিনে সোশাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁর ফ্যানেরা ৷ অভিনেতা ধানুষ সোশালে লেখেন, "শুভ জন্মদিন থালাইভা ৷" ধানুষ শুধু অভিনেতা হিসাবেই রজনীর সহ-কর্মী নন তিনি ছিলেন অভিনেতার জামাইও ৷

দিনের শুরু থেকেই আজকের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু তিনি ৷ সোশাল মিডিয়া তাঁকে নিয়েই চলেছে ট্রেন্ড ৷ জুনিয়র এনটিআর, কমল হাসান, অনিল কাপুর-সহ আরও অনেকেই তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ৷ কেউ কেউ শেয়ার করেছেন তাঁর সঙ্গে কাটানো মুহূর্তের কিছু অনবদ্য ছবি ৷ দক্ষিণি তারকা অনিরুদ্ধ তাঁকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, "সম্রাট রজনীকান্তকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ৷"

তাঁর সঙ্গে সম্প্রতি 'জেলর' ছবিতে কাজ করেছিলেন জ্যাকি শ্রফ ৷ ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পায় ৷ এদিন শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, "সবসময় খুশি থাকবেন রজনীকান্ত ৷" আগামীতে টিজে জ্ঞানভেল পরিচালিত 'থালাইভার 170' ছবিতে তিনি অভিনয় করতে চলেছেন অমিতাভ বচ্চনের সঙ্গে ৷
এর আগে তিন যুগ আগে দু'জনে একসঙ্গে কাজ করেছিলেন ৷ সালটা ছিল 1991 ৷ মুকুল আনন্দের হাম ছবিতে একসঙ্গে স্ক্রিনশেয়ার করেছিলেন এই দুই তারকা ৷ রজনীকান্ত অভিনয় জীবন শুরু করেন 1975 সালে ৷ ছবির নাম ছিল 'অপূর্ব রাগঙ্গাল' ৷ পরিচালক ছিলেন কে বালাচন্দর ৷ পদ্মভূষণ, পদ্মবিভূষণ থেকে দাদাসাহেব ফালকে অভিনয় তাঁকে এনে দিয়েছে একের পর এক পুরস্কার ৷

আরও পড়ুন:

  1. টিজারেই আশা জাগাচ্ছে 'দ্য রেড ফাইলস', বানতলা ধর্ষণকাণ্ড নিয়ে ছবির মুক্তি কবে ?
  2. শাহরুখের ছবিতে ফের অরিজিৎ প্রীতম ম্যাজিক! মুক্তি পেল 'ডানকি'র নতুন গান 'ও মাহি'
  3. বাংলা ছবিতে কাজ করতে চান, কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে ইচ্ছে প্রকাশ মনোজ বাজপেয়ীর

হায়দরাবাদ, 12 ডিসেম্বর: আরও একটি বসন্ত পার করে ফেললেন সুপারস্টার রজনীকান্ত ৷ 73তম জন্মদিনে পা দিলেন অভিনেতা ৷ সোশাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানালেন কমল হাসান, জুনিয়র এনটিআর, অনিল কাপুর, ধানুষ এবং অন্যান্য তারকারা ৷ রজনী এখন ব্যস্ত আসন্ন ছবির শুটিং নিয়ে ৷ ছবির নাম 'থালাইভার 170' ৷ ছবির কাজ কিছু দিন আগেই শুরু হয়েছে ৷ ছবি নিয়ে এখন উত্তেজনা তুঙ্গে ৷

  • Wishing the one & only Thalaivar @Rajinikanth sir, a very Happy Birthday. May your charisma continue to inspire for generations.

    — Jr NTR (@tarak9999) December 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রজনী আন্নার শেষ ছবি 'জেলর' যথেষ্ট শোরগোল ফেলেছিল বক্স অফিসে ৷ এখন সকলেই অপেক্ষা করে রয়েছেন তাঁর আগামী কাজের জন্য ৷ বয়স তাঁকে একেবারেই কাবু করতে পারেনি ৷ এখনও তিনি আকর্ষণের কেন্দ্রবিন্দু ৷ জন্মদিনে সোশাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁর ফ্যানেরা ৷ অভিনেতা ধানুষ সোশালে লেখেন, "শুভ জন্মদিন থালাইভা ৷" ধানুষ শুধু অভিনেতা হিসাবেই রজনীর সহ-কর্মী নন তিনি ছিলেন অভিনেতার জামাইও ৷

দিনের শুরু থেকেই আজকের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু তিনি ৷ সোশাল মিডিয়া তাঁকে নিয়েই চলেছে ট্রেন্ড ৷ জুনিয়র এনটিআর, কমল হাসান, অনিল কাপুর-সহ আরও অনেকেই তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ৷ কেউ কেউ শেয়ার করেছেন তাঁর সঙ্গে কাটানো মুহূর্তের কিছু অনবদ্য ছবি ৷ দক্ষিণি তারকা অনিরুদ্ধ তাঁকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, "সম্রাট রজনীকান্তকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ৷"

তাঁর সঙ্গে সম্প্রতি 'জেলর' ছবিতে কাজ করেছিলেন জ্যাকি শ্রফ ৷ ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পায় ৷ এদিন শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, "সবসময় খুশি থাকবেন রজনীকান্ত ৷" আগামীতে টিজে জ্ঞানভেল পরিচালিত 'থালাইভার 170' ছবিতে তিনি অভিনয় করতে চলেছেন অমিতাভ বচ্চনের সঙ্গে ৷
এর আগে তিন যুগ আগে দু'জনে একসঙ্গে কাজ করেছিলেন ৷ সালটা ছিল 1991 ৷ মুকুল আনন্দের হাম ছবিতে একসঙ্গে স্ক্রিনশেয়ার করেছিলেন এই দুই তারকা ৷ রজনীকান্ত অভিনয় জীবন শুরু করেন 1975 সালে ৷ ছবির নাম ছিল 'অপূর্ব রাগঙ্গাল' ৷ পরিচালক ছিলেন কে বালাচন্দর ৷ পদ্মভূষণ, পদ্মবিভূষণ থেকে দাদাসাহেব ফালকে অভিনয় তাঁকে এনে দিয়েছে একের পর এক পুরস্কার ৷

আরও পড়ুন:

  1. টিজারেই আশা জাগাচ্ছে 'দ্য রেড ফাইলস', বানতলা ধর্ষণকাণ্ড নিয়ে ছবির মুক্তি কবে ?
  2. শাহরুখের ছবিতে ফের অরিজিৎ প্রীতম ম্যাজিক! মুক্তি পেল 'ডানকি'র নতুন গান 'ও মাহি'
  3. বাংলা ছবিতে কাজ করতে চান, কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে ইচ্ছে প্রকাশ মনোজ বাজপেয়ীর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.