কলকাতা, 1 অগস্ট: বড়পর্দায় আসতে চলেছে রবি ঠাকুরের 'কাবুলিওয়ালা' ৷ এর আগেও এই গল্প উঠে এসেছিল রূপোলি পর্দায় ৷ সেবার ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ছবি বিশ্বাস ৷ তাঁর সেই 'খুঁকি' সংলাপটি আজও হয়তো ভুলতে পারেননি অনেকেই ৷ হিন্দিতেও এই ছবি দেখেছিলেন অনুরাগীরা ৷ সেই চরিত্রে অভিনয় করেছিলেন বলরাজ সাহানি ৷ আর এবার সেই জুতোয় পা গলাতে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে ৷ খবর সামনে এসেছিল অনেকদিন আগেই ৷ ইটিভি ভারতকে নিজেই এই খবর দিয়েছিলেন পর্দার মহাগুরু ৷ এবার সামনে ছবির প্রথম লুক ৷
নতুন 'কাবুলিওয়ালা' ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সুমন ঘোষ ৷ সুমনের এই ছবির ফার্স্ট লুক সামনে এসেছে মঙ্গলবার ৷ প্রযোজনা সংস্থা এসভিএফের তরফেই শেয়ার করা হয়েছে একটি মোশন পোস্টার ৷ সেখানে প্রথমে দেখা যায় মরুভূমির প্রান্তরে হাঁটছে কাবুলিওয়ালা ৷ আর তারপর ধীরে ধীরে তার মুখ সামনে আসে ৷ দেখা যায় মিঠুন চক্রবর্তীর মুখ ৷ এখানে তাঁর মাথায় পাগড়ি, পরণে আলখাল্লা আর কাঁধে ঝোলা ব্যাগ ৷ এরপর ব্যাকগ্রাউন্ডটিও বদলে যায় কলকাতা শহরের রাস্তায় ৷
এই নতুন পোস্টারটি সামনে এনে নির্মাতারা লিখেছেন, "রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ক্লাসিক ‘কাবুলিওয়ালা’ এবার আসছে বড়পর্দায় ! প্রকাশ্যে এল মিঠুন চক্রবর্তীর ফার্স্ট লুক ৷" এর আগে 'প্রজাপতি' ছবিতে দেবের সঙ্গে কাজ করেছিলেন মিঠুন ৷ সেই ছবি টানা 100 দিন চলেছিল সিনেমা হলে ৷ শুধু তাই নয়, সারা দেশ জুড়ে মুক্তি পাওয়ার পরেও বেশ শোরগোল ফেলেছিল এই ছবিটি ৷ বাবা ছেলের সম্পর্কের সহজ এক গল্প মন ছুঁয়ে গিয়েছিল অনেকেরই ৷
আরও পড়ুন: সামনে এল শাহরুখের 'জিন্দা বান্দা', ঝড় নেট দুনিয়ায়
এই গল্পও সবার জানা ৷ 'কাবুলিওয়ালা' আসলে একটি বাচ্চা মেয়ের প্রতি এক কাবুলিওয়ালার মমত্বের কাহিনি ৷ সে কীভাবে কলকাতা শহরের মধ্যবিত্ত পরিবারের একটি ছোট্ট মেয়ের মধ্যে খুঁজে পায় নিজের পরিবারকে তারই গল্প তুলে ধরে এই ছবি ৷ ছবিটি পর্দায় আসছে বড়দিনে ৷ আজ থেকেই শুরু হয়েছে শুটিং ৷