ETV Bharat / entertainment

Devi Chowdhurani Motion Poster: প্রকাশ্যে এল 'দেবী চৌধুরানী'র মোশন পোস্টার - শুভ্রজিৎ মিত্রের দেবী চৌধুরানী

সামনে এসেছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত আসন্ন 'দেবী চৌধুরানী' (ব্যান্ডিট কুইন অফ বেঙ্গল) ছবির মোশন পোস্টার। মোশন পোস্টারের স্তোত্র পাঠে কণ্ঠ দিয়েছেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী।

Devi Chowdhurani Motion Poster
প্রকাশ্যে 'দেবী চৌধুরানী'র মোশন পোস্টার
author img

By

Published : May 18, 2023, 10:32 PM IST

কলকাতা, 18 মে: বৃহস্পতিবার রাত সাড়ে 9টা থেকে শুরু হয়েছে ফলহারিণী অমাবস্যার ব্রত ৷ সেই শুভক্ষণকেই পরিচালক বেছে নিয়েছেন ছবির মোশন পোস্টার মুক্তির সময় হিসাবে ৷ সোশাল মিডিয়ায় হাজির শুভ্রজিৎ মিত্র পরিচালিত আসন্ন 'দেবী চৌধুরানী'(ব্যান্ডিট কুইন অফ বেঙ্গল) ছবির মোশন পোস্টার। অর্থাৎ জৈষ্ঠ্য মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালীপুজোর পুণ্যলগ্নে ছবির মোশন পোস্টার নিয়ে এলেন পরিচালক।

ঠিক কী কারণে ফলহারিণী কালীপুজোর দিনটিকেই শুভক্ষণ হিসেবে বেছে নিয়েছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র ? সামাজিক মাধ্যমে তাঁর লেখা অনুযায়ী "1872 সালে ফলহারিণী ব্রতকালে শ্রী রামকৃষ্ণ তাঁর স্ত্রী সারদামণিকে ষোড়শ উপাচারে মাতৃজ্ঞানে পুজো করে নারীশক্তির আরাধনা করেছিলেন। আর দেবী চৌধুরাণী তৎকালীন ব্রিটিশ শক্তির বিরুদ্ধে প্রথম নারী বিপ্লবী। তাঁর হাত ধরেই মাতৃশক্তির প্রথম উন্মোচন হয়। আমরাও 'দেবী চৌধুরানী' টিম আমাদের সব কাজ দেবীর কমল চরণে নিবেদন করে তাঁর ঐশ্বরিক আশীর্বাদ চাইব... এ এক অসাধারণ নারীর গল্প।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

প্রসঙ্গত, পরিচালক শুভ্রজিৎ ইটিভি ভারতকে জানিয়েছিলেন, "এই ছবির শুটিং শুরু হবে বর্ষার পরে আশ্বিন মাস নাগাদ। জোরকদমে চলছে প্রস্তুতি পর্ব। ছবির সঙ্গীত পরিচালনায় বিক্রম ঘোষ। ছবিতে গানের সংখ্যা কম হলেও গাইবেন স্বনামধন্য শিল্পীরা। তবে, সেটা এই মুহূর্তে চমক হিসেবেই রেখেছেন। মোশন পোস্টারের স্তোত্র পাঠটিতে কণ্ঠ দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী।" সারা ভারতে মোট সাতটি ভাষায় মুক্তি পাবে এই ছবি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: ছোটপর্দায় আসছে 'বিয়ের ফুল', দর্শক পাচ্ছে একাধিক নতুন জুটি

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য ৷ টলিউডের বড় বড় শিল্পীরা রয়েছেন এই ছবির মুখ্য চরিত্রে ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, কিঞ্জল নন্দ প্রমুখ। সোশাল মিডিয়ায় ছবি ঘোষণার প্রথম দিন থেকেই অনুরাগীদের মধ্যে ছবি ঘিরে উৎসাহ ছিল তুঙ্গে ৷ এর আগেও দর্শক পর্দায় 'দেবী চৌধুরানী' দেখেছেন ৷ উপন্যাসটি থেকে 1974 পরিচালক দীনেন গুপ্ত 'দেবী চৌধুরানী' তৈরি বানান। ছবিতে সুচিত্রা সেন ছিলেন প্রধান চরিত্রে, ব্রজেশ্বর চরিত্রে রঞ্জিত মল্লিক, হরবল্লভ চরিত্রে কালী বন্দ্যোপাধ্যায়, ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করেছিলেন বসন্ত চৌধুরী। পাশাপাশি, এর আগে 1949 সালের 29 এপ্রিল 'দেবী চৌধুরানী' মুক্তি পেয়েছিল। এতে প্রফুল্ল বা দেবী চৌধুরানী হয়েছিলেন সুমিত্রা দেবী এবং ব্রজেশ্বর হয়েছিলেন প্রদীপ কুমার।

কলকাতা, 18 মে: বৃহস্পতিবার রাত সাড়ে 9টা থেকে শুরু হয়েছে ফলহারিণী অমাবস্যার ব্রত ৷ সেই শুভক্ষণকেই পরিচালক বেছে নিয়েছেন ছবির মোশন পোস্টার মুক্তির সময় হিসাবে ৷ সোশাল মিডিয়ায় হাজির শুভ্রজিৎ মিত্র পরিচালিত আসন্ন 'দেবী চৌধুরানী'(ব্যান্ডিট কুইন অফ বেঙ্গল) ছবির মোশন পোস্টার। অর্থাৎ জৈষ্ঠ্য মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালীপুজোর পুণ্যলগ্নে ছবির মোশন পোস্টার নিয়ে এলেন পরিচালক।

ঠিক কী কারণে ফলহারিণী কালীপুজোর দিনটিকেই শুভক্ষণ হিসেবে বেছে নিয়েছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র ? সামাজিক মাধ্যমে তাঁর লেখা অনুযায়ী "1872 সালে ফলহারিণী ব্রতকালে শ্রী রামকৃষ্ণ তাঁর স্ত্রী সারদামণিকে ষোড়শ উপাচারে মাতৃজ্ঞানে পুজো করে নারীশক্তির আরাধনা করেছিলেন। আর দেবী চৌধুরাণী তৎকালীন ব্রিটিশ শক্তির বিরুদ্ধে প্রথম নারী বিপ্লবী। তাঁর হাত ধরেই মাতৃশক্তির প্রথম উন্মোচন হয়। আমরাও 'দেবী চৌধুরানী' টিম আমাদের সব কাজ দেবীর কমল চরণে নিবেদন করে তাঁর ঐশ্বরিক আশীর্বাদ চাইব... এ এক অসাধারণ নারীর গল্প।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

প্রসঙ্গত, পরিচালক শুভ্রজিৎ ইটিভি ভারতকে জানিয়েছিলেন, "এই ছবির শুটিং শুরু হবে বর্ষার পরে আশ্বিন মাস নাগাদ। জোরকদমে চলছে প্রস্তুতি পর্ব। ছবির সঙ্গীত পরিচালনায় বিক্রম ঘোষ। ছবিতে গানের সংখ্যা কম হলেও গাইবেন স্বনামধন্য শিল্পীরা। তবে, সেটা এই মুহূর্তে চমক হিসেবেই রেখেছেন। মোশন পোস্টারের স্তোত্র পাঠটিতে কণ্ঠ দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী।" সারা ভারতে মোট সাতটি ভাষায় মুক্তি পাবে এই ছবি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: ছোটপর্দায় আসছে 'বিয়ের ফুল', দর্শক পাচ্ছে একাধিক নতুন জুটি

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য ৷ টলিউডের বড় বড় শিল্পীরা রয়েছেন এই ছবির মুখ্য চরিত্রে ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, কিঞ্জল নন্দ প্রমুখ। সোশাল মিডিয়ায় ছবি ঘোষণার প্রথম দিন থেকেই অনুরাগীদের মধ্যে ছবি ঘিরে উৎসাহ ছিল তুঙ্গে ৷ এর আগেও দর্শক পর্দায় 'দেবী চৌধুরানী' দেখেছেন ৷ উপন্যাসটি থেকে 1974 পরিচালক দীনেন গুপ্ত 'দেবী চৌধুরানী' তৈরি বানান। ছবিতে সুচিত্রা সেন ছিলেন প্রধান চরিত্রে, ব্রজেশ্বর চরিত্রে রঞ্জিত মল্লিক, হরবল্লভ চরিত্রে কালী বন্দ্যোপাধ্যায়, ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করেছিলেন বসন্ত চৌধুরী। পাশাপাশি, এর আগে 1949 সালের 29 এপ্রিল 'দেবী চৌধুরানী' মুক্তি পেয়েছিল। এতে প্রফুল্ল বা দেবী চৌধুরানী হয়েছিলেন সুমিত্রা দেবী এবং ব্রজেশ্বর হয়েছিলেন প্রদীপ কুমার।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.