কোচি, 8 অগস্ট: প্রয়াত সলমন খানের 'বডিগার্ড' ছবির পরিচালক সিদ্দিকী ৷ মঙ্গলবার রাত 9টা নাগাদ প্রখ্যাত পরিচালকের মৃত্যুর খবর সামনে এসেছে ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 69 ৷ দক্ষিণী ছবির জগতে স্বনামধন্য এই পরিচালকের মৃত্যুতে নেমেছে শোকের ছায়া ৷
সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে কোটির এক বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন মালয়ালি পরিচালক ৷ হাসপাতাল সূত্রে খবর, তিনি লিভারের সমস্যা ও নিউমোনিয়াতেও ভুগছিলেন ৷ মঙ্গলবার পরিচালক বি উন্নিকৃষ্ণণ সিদ্দিকীর মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন ৷ মালয়ালম ছবির পাশাপাশি তামিল, তেলুগু ও হিন্দি ছবিও পরিচালনা করেছেন সিদ্দিকী ৷ সলমন খান অভিনীত 'বডিগার্ড' তার মধ্যে অন্যতম ৷
তিন দশক ধরে সিনেমা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন পরিচালক, প্রযোজক ও অভিনেতা সিদ্দিকী ৷ তিনি উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি ৷ প্রথমে কোচিন কালভাব নামে একটি শিল্প সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন সিদ্দিকী ৷ কেরালার অন্যতম মিমিকস গ্রুপ ছিল এটি ৷ এরপর তিনি স্বনামধন্য দক্ষিণী পরিচালক ফজিলে সহকারী হিসাবে কাজ শুরু করেন ৷
বেশ কিছু সময় পর তিনি মিমিক্রি শিল্পী লালের সঙ্গে জোট বাঁধেন ৷ 1989 সালে তাঁদের পরিচালিত প্রথম মালয়ালম ছবি 'রামোজি রাও স্পিকিং' ৷ এরপর তিনি উপহার দিয়েছেন 'ইন হরিহর নগর', 'গডফাদার', 'কাবুলিওয়ালা' ৷ পরবর্তী সময়ে ভেঙে যায় এই জোট ৷ তখন সিদ্দিকী একাই ছবি পরিচালনার দায়িত্ব নিয়ে নেন ৷ উপহার দেন 'হিটলার', 'ফ্রেন্ডস', 'লেডিস অ্যান্ড জেন্টলম্যান', 'ফুকরি'-র মতো ছবি ৷ মোহনলাল অভিনীত 'বিগ ব্রাদার' সিদ্দিকী পরিচালিত শেষ ছবি ৷
আরও পড়ুন: 'দ্য এক্সরসিস্ট' খ্যাত অস্কারজয়ী পরিচালক উইলিয়াম ফ্রিডকিন প্রয়াত
পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন সিদ্দিকী ৷ 'সিনেমা কোম্পানি', 'ইননেল ভারে', 'ফাইভ স্টার হসপিটাল', 'মানাথে কোট্টারাম' ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ প্রযোজক হিসাবে কাজ করেছেন 2017 সালে 'ফুকরি' ও 2019 সালে 'বিগ ব্রাদার' ছবিতে ৷