ETV Bharat / entertainment

Celebs Mourn Satish's Demise: সতীশের মতো 'ভালো মানুষ'কে হারিয়ে শোকস্তব্ধ বলিউড - সতীশ কৌশিকের প্রয়াণ

অভিনেতা-পরিচালক সতীশ কৌশিকের (Satish Kaushik passes away) প্রয়াণে শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি (Celebs Mourn Satish's Demise)৷ চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং তাঁর সহকর্মীরা এই সংবাদে গভীর শোক প্রকাশ করেছেন ।

Celebs Mourn Satish's Demise ETV Bharat
সতীশ কৌশিক
author img

By

Published : Mar 9, 2023, 6:49 PM IST

মুম্বই, 9 মার্চ: জনপ্রিয় অভিনেতা সতীশ কৌশিকের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে (Celebs Mourn Satish's Demise)৷ অনুপম খের, হানসাল মেহতা থেকে শুরু করে সোনি রাজদান, মনোজ বাজপেয়ী, কঙ্গনা রানাওয়াত, অভিষেক বচ্চনের মতো চলচ্চিত্র ব্যক্তিত্বরা সতীশ কৌশিকের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ৷ সবারই মুখে শোনা গিয়েছে যে, শুধু অভিনেতা নন, মানুষ হিসেবেও কতটা উঁচু দরের ছিলেন সতীশ কৌশিক (Satish Kaushik passes away)৷

প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী অনুপম খের (Anupam Kher) পিটিআইকে জানিয়েছেন, সতীশ কৌশিক দিল্লিতে এক বন্ধুর বাড়িতে ছিলেন । হঠাৎ তিনি অস্বস্তি বোধ করেন এবং চালককে বলেন তাঁকে হাসপাতালে নিয়ে যেতে । পথে বেলা ১টার দিকেই তিনি হৃদরোগে আক্রান্ত হন । এর আগে কৌশিকের মৃত্যুর খবর টুইটারে শেয়ার করেছিলেন অনুপম খের । তিনি লিখেছিলেন, "আমি জানি মৃত্যুই এই পৃথিবীর চরম সত্য ! কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি যে, আমি আমার সেরা বন্ধুকে নিয়ে এই কথা লিখব । 45 বছরের বন্ধুত্বে এমন হঠাৎ পূর্ণ স্তব্ধতা !! সতীশ তোমাকে ছাড়া জীবন কখনওই একরকম হবে না !"

  • जानता हूँ “मृत्यु ही इस दुनिया का अंतिम सच है!” पर ये बात मैं जीते जी कभी अपने जिगरी दोस्त #SatishKaushik के बारे में लिखूँगा, ये मैंने सपने में भी नहीं सोचा था।45 साल की दोस्ती पर ऐसे अचानक पूर्णविराम !! Life will NEVER be the same without you SATISH ! ओम् शांति! 💔💔💔 pic.twitter.com/WC5Yutwvqc

    — Anupam Kher (@AnupamPKher) March 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চলচ্চিত্র নির্মাতা হানসাল মেহতার মতে, সতীশ কৌশিক এমন একজন অভিনেতা ছিলেন যিনি আরও ভালো চরিত্রের জন্য ক্ষুধার্ত ছিলেন । তিনি খুব তাড়াতাড়ি চলে গেলেন বলে আক্ষেপ করেন মেহতা । তাঁর কথায়, ভালো চরিত্রের জন্য তাঁর ক্ষুধা, গল্পের প্রতি তাঁর আবেগ এবং জীবনের প্রতি তাঁর ভালোবাসা অপূরণীয় ছিল । আমাদের একসঙ্গে ছবি 'এক পরিচালক কি মউত'৷

  • Satish ji. The film you wanted made for yourself ‘ Death of a Director’ is no longer a film. Thank you dearest Satishji for adorning my life with your warmth, generosity, goodness and talent. And yes in my next film there will be a tree called Satish. pic.twitter.com/8NDxIVRoBO

    — Hansal Mehta (@mehtahansal) March 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনেতা-পরিচালক সোনি রাজদান (Soni Razdan) বলেছেন যে, তিনি তাঁর মান্ডির সহ-অভিনেতা সতীশ কৌশিকের মৃত্যুকে বিশ্বাসই করতে পারছেন না ৷ সতীশকে "আনন্দিত কোমল আত্মা" হিসাবে স্মরণ করেছেন সোনি । তাঁর প্রয়াণের খবর শুনে সোনি মর্মাহত ৷ মান্ডির শুটিংয়ের স্মৃতি আউরে তিনি বলেন, সতীশ ছিলেন সর্বদা হাস্যোজ্জ্বল কোমল প্রাণ ।

  • Shocked and heartbroken to hear our contemporary @satishkaushik2 is no more. Many of us met him for the first time while we were shooting Mandi. He was a jolly gentle soul always laughing. It’s very hard to believe he’s gone. RIP dear Satish we will miss you terribly.

    — Soni Razdan (@Soni_Razdan) March 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সতীশ কৌশিকের মৃত্যু ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটি বড় ক্ষতি বলে জানালেন মনোজ বাজপেয়ী । তাঁর কথায়, "এই খবর পড়ে সম্পূর্ণ হতবাক ! আমাদের এবং তাঁর পরিবারের সকলের জন্য কত বড় ক্ষতি ! তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা ! আপনি শান্তিতে থাকুন সতীশ ভাই !"

  • Completely shocked to read this ! What a great loss for all of us and his family! Condolences to his family & friends!May you rest in peace Satish Bhai ! https://t.co/IGJqVK3Hgk

    — manoj bajpayee (@BajpayeeManoj) March 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সতীশজি যে চরিত্রই করতেন তা ইতিহাস হয়ে যেত, জুড়িদারের প্রয়াণে মর্মাহত গোবিন্দা

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) বলেন যে, তিনি তাঁর "সবচেয়ে বড় চিয়ারলিডার"কে মিস করবেন । কঙ্গনার কথায়, "তিনি ছিলেন আমার সবচেয়ে বড় চিয়ারলিডার ৷ একজন খুব সফল অভিনেতা এবং পরিচালক সতীশ কৌশিকজি ব্যক্তিগতভাবেও একজন খুব দয়ালু এবং সত্যিকারের মানুষ ছিলেন ৷ ইমার্জেন্সিতে তাঁকে পরিচালনা করতে খুব ভালো লেগেছে । তাঁকে মিস করব ৷ ওম শান্তি ৷"

  • Woke up to this horrible news, he was my biggest cheerleader, a very successful actor and director #SatishKaushik ji personally was also a very kind and genuine man, I loved directing him in Emergency. He will be missed, Om Shanti 🙏 pic.twitter.com/vwCp2PA64u

    — Kangana Ranaut (@KanganaTeam) March 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনেতা অভিষেক বচ্চন বলেন যে, তিনি অভিনেতার মৃত্যুর কথা শুনে "মর্মাহত"। টুইটে অভিষেক লিখেছেন, "একজন সবচেয়ে ভদ্র, দয়ালু এবং প্রেমময় ব্যক্তি । সবসময় হাসিখুশি ৷ এটা আমাদের শিল্পের জন্য একটি বিশাল ক্ষতি । শান্তিতে থাকুন প্রিয় সতীশ কাকা । আমরা সবাই আপনাকে মিস করব ৷"

  • Shocked to hear of the passing of our beloved Satish Kaushik ji. A most gentle, kind and loving person. Always happy and smiling. A huge loss to our industry. Rest in peace dearest Satish uncle. We will all miss you. 🙏🏽

    — Abhishek 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐚𝐧 (@juniorbachchan) March 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনেত্রী রেণুকা সাহানি বলেন, জীবন এতটাই অপ্রত্যাশিত ৷ সতীশ কৌশিকের সঙ্গে কয়েকদিন আগে হোলি পার্টির ছবি শেয়ার করার কথা স্মরণ করেন তিনি । বলেন, "সতীশ কৌশিকজি আর নেই শুনে আমি খুবই মর্মাহত । গতকালই তিনি হোলির কিছু সুন্দর ছবি শেয়ার করেছিলেন এবং আজ তাঁর দুঃখজনক মৃত্যুর কথা শুনলাম । জীবন এতই অপ্রত্যাশিত ৷ তাঁর আত্মা চির শান্তিতে থাকুক ৷"

মুম্বই, 9 মার্চ: জনপ্রিয় অভিনেতা সতীশ কৌশিকের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে (Celebs Mourn Satish's Demise)৷ অনুপম খের, হানসাল মেহতা থেকে শুরু করে সোনি রাজদান, মনোজ বাজপেয়ী, কঙ্গনা রানাওয়াত, অভিষেক বচ্চনের মতো চলচ্চিত্র ব্যক্তিত্বরা সতীশ কৌশিকের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ৷ সবারই মুখে শোনা গিয়েছে যে, শুধু অভিনেতা নন, মানুষ হিসেবেও কতটা উঁচু দরের ছিলেন সতীশ কৌশিক (Satish Kaushik passes away)৷

প্রয়াত অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী অনুপম খের (Anupam Kher) পিটিআইকে জানিয়েছেন, সতীশ কৌশিক দিল্লিতে এক বন্ধুর বাড়িতে ছিলেন । হঠাৎ তিনি অস্বস্তি বোধ করেন এবং চালককে বলেন তাঁকে হাসপাতালে নিয়ে যেতে । পথে বেলা ১টার দিকেই তিনি হৃদরোগে আক্রান্ত হন । এর আগে কৌশিকের মৃত্যুর খবর টুইটারে শেয়ার করেছিলেন অনুপম খের । তিনি লিখেছিলেন, "আমি জানি মৃত্যুই এই পৃথিবীর চরম সত্য ! কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি যে, আমি আমার সেরা বন্ধুকে নিয়ে এই কথা লিখব । 45 বছরের বন্ধুত্বে এমন হঠাৎ পূর্ণ স্তব্ধতা !! সতীশ তোমাকে ছাড়া জীবন কখনওই একরকম হবে না !"

  • जानता हूँ “मृत्यु ही इस दुनिया का अंतिम सच है!” पर ये बात मैं जीते जी कभी अपने जिगरी दोस्त #SatishKaushik के बारे में लिखूँगा, ये मैंने सपने में भी नहीं सोचा था।45 साल की दोस्ती पर ऐसे अचानक पूर्णविराम !! Life will NEVER be the same without you SATISH ! ओम् शांति! 💔💔💔 pic.twitter.com/WC5Yutwvqc

    — Anupam Kher (@AnupamPKher) March 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চলচ্চিত্র নির্মাতা হানসাল মেহতার মতে, সতীশ কৌশিক এমন একজন অভিনেতা ছিলেন যিনি আরও ভালো চরিত্রের জন্য ক্ষুধার্ত ছিলেন । তিনি খুব তাড়াতাড়ি চলে গেলেন বলে আক্ষেপ করেন মেহতা । তাঁর কথায়, ভালো চরিত্রের জন্য তাঁর ক্ষুধা, গল্পের প্রতি তাঁর আবেগ এবং জীবনের প্রতি তাঁর ভালোবাসা অপূরণীয় ছিল । আমাদের একসঙ্গে ছবি 'এক পরিচালক কি মউত'৷

  • Satish ji. The film you wanted made for yourself ‘ Death of a Director’ is no longer a film. Thank you dearest Satishji for adorning my life with your warmth, generosity, goodness and talent. And yes in my next film there will be a tree called Satish. pic.twitter.com/8NDxIVRoBO

    — Hansal Mehta (@mehtahansal) March 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনেতা-পরিচালক সোনি রাজদান (Soni Razdan) বলেছেন যে, তিনি তাঁর মান্ডির সহ-অভিনেতা সতীশ কৌশিকের মৃত্যুকে বিশ্বাসই করতে পারছেন না ৷ সতীশকে "আনন্দিত কোমল আত্মা" হিসাবে স্মরণ করেছেন সোনি । তাঁর প্রয়াণের খবর শুনে সোনি মর্মাহত ৷ মান্ডির শুটিংয়ের স্মৃতি আউরে তিনি বলেন, সতীশ ছিলেন সর্বদা হাস্যোজ্জ্বল কোমল প্রাণ ।

  • Shocked and heartbroken to hear our contemporary @satishkaushik2 is no more. Many of us met him for the first time while we were shooting Mandi. He was a jolly gentle soul always laughing. It’s very hard to believe he’s gone. RIP dear Satish we will miss you terribly.

    — Soni Razdan (@Soni_Razdan) March 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সতীশ কৌশিকের মৃত্যু ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটি বড় ক্ষতি বলে জানালেন মনোজ বাজপেয়ী । তাঁর কথায়, "এই খবর পড়ে সম্পূর্ণ হতবাক ! আমাদের এবং তাঁর পরিবারের সকলের জন্য কত বড় ক্ষতি ! তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা ! আপনি শান্তিতে থাকুন সতীশ ভাই !"

  • Completely shocked to read this ! What a great loss for all of us and his family! Condolences to his family & friends!May you rest in peace Satish Bhai ! https://t.co/IGJqVK3Hgk

    — manoj bajpayee (@BajpayeeManoj) March 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সতীশজি যে চরিত্রই করতেন তা ইতিহাস হয়ে যেত, জুড়িদারের প্রয়াণে মর্মাহত গোবিন্দা

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) বলেন যে, তিনি তাঁর "সবচেয়ে বড় চিয়ারলিডার"কে মিস করবেন । কঙ্গনার কথায়, "তিনি ছিলেন আমার সবচেয়ে বড় চিয়ারলিডার ৷ একজন খুব সফল অভিনেতা এবং পরিচালক সতীশ কৌশিকজি ব্যক্তিগতভাবেও একজন খুব দয়ালু এবং সত্যিকারের মানুষ ছিলেন ৷ ইমার্জেন্সিতে তাঁকে পরিচালনা করতে খুব ভালো লেগেছে । তাঁকে মিস করব ৷ ওম শান্তি ৷"

  • Woke up to this horrible news, he was my biggest cheerleader, a very successful actor and director #SatishKaushik ji personally was also a very kind and genuine man, I loved directing him in Emergency. He will be missed, Om Shanti 🙏 pic.twitter.com/vwCp2PA64u

    — Kangana Ranaut (@KanganaTeam) March 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনেতা অভিষেক বচ্চন বলেন যে, তিনি অভিনেতার মৃত্যুর কথা শুনে "মর্মাহত"। টুইটে অভিষেক লিখেছেন, "একজন সবচেয়ে ভদ্র, দয়ালু এবং প্রেমময় ব্যক্তি । সবসময় হাসিখুশি ৷ এটা আমাদের শিল্পের জন্য একটি বিশাল ক্ষতি । শান্তিতে থাকুন প্রিয় সতীশ কাকা । আমরা সবাই আপনাকে মিস করব ৷"

  • Shocked to hear of the passing of our beloved Satish Kaushik ji. A most gentle, kind and loving person. Always happy and smiling. A huge loss to our industry. Rest in peace dearest Satish uncle. We will all miss you. 🙏🏽

    — Abhishek 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐚𝐧 (@juniorbachchan) March 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিনেত্রী রেণুকা সাহানি বলেন, জীবন এতটাই অপ্রত্যাশিত ৷ সতীশ কৌশিকের সঙ্গে কয়েকদিন আগে হোলি পার্টির ছবি শেয়ার করার কথা স্মরণ করেন তিনি । বলেন, "সতীশ কৌশিকজি আর নেই শুনে আমি খুবই মর্মাহত । গতকালই তিনি হোলির কিছু সুন্দর ছবি শেয়ার করেছিলেন এবং আজ তাঁর দুঃখজনক মৃত্যুর কথা শুনলাম । জীবন এতই অপ্রত্যাশিত ৷ তাঁর আত্মা চির শান্তিতে থাকুক ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.