ETV Bharat / entertainment

Farhan Akhtar in Ms Marvel: সুপার হিরো সিরিজ 'মিস মার্ভেল'-এর হাত ধরে পর্দায় ফিরছেন ফরহান

অভিনেতা তথা পরিচালক ফরহান আখতারকে পর্দায় দেখা যাবে প্রথম মুসলিম সুপার হিরো সিরিজ 'মিস মার্ভেল'-এ (Farhan Akhtar to Appear in Ms Marvel) ৷ 8 জুন ডিজনি+হটস্টারে শুরু হতে চলেছে স্ট্রিমিং ৷

author img

By

Published : May 7, 2022, 2:10 PM IST

Farhan Akhtar in Ms Marvel
সুপার হিরো সিরিজ 'মিস মার্ভেল'-এর হাত ধরে পর্দায় ফিরছেন ফরহান

লস অ্যাঞ্জেলস, 7 মে : বিয়ের পর এবার ফের রুপোলি পর্দায় ফিরতে চলেছেন ফরহান আখতার ৷ এই পরিচালক তথা অভিনেতাকে এবার পর্দায় দেখা যাবে প্রথম মুসলিম সুপার হিরো সিরিজ 'মিস মার্ভেল'-এ (Farhan Akhtar to Appear in Ms Marvel) ৷ যদিও তাঁর চরিত্রের সম্পর্কে কোনও খুঁটিনাটি তথ্য এখনও বাইরে আসেনি ৷ তবে খবর অনুযায়ী তাঁকে দেখা যাবে অতিথি শিল্পী হিসাবে ৷ ব্লকবাস্টার 'মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স(MCU)' থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হতে চলেছে এই 'মিস মার্ভেল' ৷ নবাগতা ইমান ভেলানিকে কমলা খান ওরফে মিসেস মার্ভেল চরিত্রে দেখা যাবে এই গল্পে ৷ জার্সি শহরে বেড়ে ওঠা একজন মুসলিম আমেরিকান কিশোরীকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই কাহিনি ৷

অফিসিয়াল প্লেটলাইনে যেটুকু তথ্য মেলে তা হল, কমলা একজন ভাল গেমার এবং ক্যাপ্টেন মার্ভেল সম্পর্কে সে খুবই কল্পনাবিলাসী ৷ প্রায়ই সে তাঁকে নিয়ে মনে মনে ফ্যান ফিকশন লিখতে শুরু করে ৷ কমলার মনে হয় বাড়িতে কিংবা স্কুলেও সে তেমনভাবে জায়গা পাবে না, যতক্ষণ না সে তার আইডলের মত সুপার পাওয়ার পাচ্ছে ৷

ডিজনি+ এর এই শোটিই ফরহানের জন্য প্রথম হলিউড প্রজেক্ট ৷ এর আগে 'রক অন!', 'জিন্দেগি না মিলেগি দোবারা', 'ভাগ মিলখা ভাগ' এবং 'দিল ধড়কনে দো'-এর মত বেশ কিছু সুপারহিট ছবিতে কাজ করেছেন তিনি ৷ এই প্রজেক্টের কাহিনি রচনার দায়িত্ব রয়েছে বিশা কে আলির ওপর ৷

আরও পড়ুন :ভিকির সঙ্গে জলকেলি, নেটপাড়ায় ঝড় তুললেন ক্যাটরিনা

ফরহানের সঙ্গেই মিস মার্ভেল-এ দেখা যাবে আরামিস নাইট, সাগর শেখ, রিশ শাহ, জেনোবিয়া শ্রফ, মোহন কাপুর, ম্যাট লিন্টজ, ইয়াসমিন ফ্লেচার, লাইথ নাকলি, আজহার উসমান, ট্রাভিনা স্প্রিংগার এবং নিমরা বুচাকে । 8 জুন শুরু হতে চলেছে স্ট্রিমিং ৷ এই সিরিজের পরিচালনার মূল দায়িত্বে থাকছেন আদিল এল আরবি এবং বিল্লাল ফাল্লা ৷ ইংরেজি তো বটেই হিন্দি, তামিল, তেলেগু এবং মালায়ালাম ভাষায় দর্শকদের কাছেও পৌঁছাবে এই সিরিজ ৷

লস অ্যাঞ্জেলস, 7 মে : বিয়ের পর এবার ফের রুপোলি পর্দায় ফিরতে চলেছেন ফরহান আখতার ৷ এই পরিচালক তথা অভিনেতাকে এবার পর্দায় দেখা যাবে প্রথম মুসলিম সুপার হিরো সিরিজ 'মিস মার্ভেল'-এ (Farhan Akhtar to Appear in Ms Marvel) ৷ যদিও তাঁর চরিত্রের সম্পর্কে কোনও খুঁটিনাটি তথ্য এখনও বাইরে আসেনি ৷ তবে খবর অনুযায়ী তাঁকে দেখা যাবে অতিথি শিল্পী হিসাবে ৷ ব্লকবাস্টার 'মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স(MCU)' থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হতে চলেছে এই 'মিস মার্ভেল' ৷ নবাগতা ইমান ভেলানিকে কমলা খান ওরফে মিসেস মার্ভেল চরিত্রে দেখা যাবে এই গল্পে ৷ জার্সি শহরে বেড়ে ওঠা একজন মুসলিম আমেরিকান কিশোরীকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই কাহিনি ৷

অফিসিয়াল প্লেটলাইনে যেটুকু তথ্য মেলে তা হল, কমলা একজন ভাল গেমার এবং ক্যাপ্টেন মার্ভেল সম্পর্কে সে খুবই কল্পনাবিলাসী ৷ প্রায়ই সে তাঁকে নিয়ে মনে মনে ফ্যান ফিকশন লিখতে শুরু করে ৷ কমলার মনে হয় বাড়িতে কিংবা স্কুলেও সে তেমনভাবে জায়গা পাবে না, যতক্ষণ না সে তার আইডলের মত সুপার পাওয়ার পাচ্ছে ৷

ডিজনি+ এর এই শোটিই ফরহানের জন্য প্রথম হলিউড প্রজেক্ট ৷ এর আগে 'রক অন!', 'জিন্দেগি না মিলেগি দোবারা', 'ভাগ মিলখা ভাগ' এবং 'দিল ধড়কনে দো'-এর মত বেশ কিছু সুপারহিট ছবিতে কাজ করেছেন তিনি ৷ এই প্রজেক্টের কাহিনি রচনার দায়িত্ব রয়েছে বিশা কে আলির ওপর ৷

আরও পড়ুন :ভিকির সঙ্গে জলকেলি, নেটপাড়ায় ঝড় তুললেন ক্যাটরিনা

ফরহানের সঙ্গেই মিস মার্ভেল-এ দেখা যাবে আরামিস নাইট, সাগর শেখ, রিশ শাহ, জেনোবিয়া শ্রফ, মোহন কাপুর, ম্যাট লিন্টজ, ইয়াসমিন ফ্লেচার, লাইথ নাকলি, আজহার উসমান, ট্রাভিনা স্প্রিংগার এবং নিমরা বুচাকে । 8 জুন শুরু হতে চলেছে স্ট্রিমিং ৷ এই সিরিজের পরিচালনার মূল দায়িত্বে থাকছেন আদিল এল আরবি এবং বিল্লাল ফাল্লা ৷ ইংরেজি তো বটেই হিন্দি, তামিল, তেলেগু এবং মালায়ালাম ভাষায় দর্শকদের কাছেও পৌঁছাবে এই সিরিজ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.