ETV Bharat / entertainment

Bipasha Basu: বিয়ের 6 বছর পর মা হতে চলেছেন বিপাশা! - Bipasha Basu expecting her first child

বিয়ের 6 বছর পর বাবা-মা হতে চলেছেন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার । খুব শীঘ্রই নাকি মা হওয়ার সুখবরটি জানাতে চলেছেন বঙ্গ তনয়া ৷ এমনটাই বলছে রিপোর্ট (Bipasha Basu expecting her first child )৷

Bipasha Basu
বিয়ের 6 বছর পর মা হতে চলেছেন বিপাশা!
author img

By

Published : Jul 29, 2022, 4:23 PM IST

মুম্বই,29 জুলাই: চলতি বছরে নতুন সদস্য়ের আনাগোনা লেগেই আছে তারকা পরিবারগুলিতে ৷ একদিকে যেমন মা হয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, দেবিনা বন্দোপাধ্যায়রা তেমনই মা হতে চলেছেন আলিয়া ভাট, সোনম কাপুর, ডিম্পি গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকে ৷ খবর অনুযায়ী এই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি নাম ৷ রিপোর্ট বলছে বিয়ের 6 বছর পর বাবা-মা হতে চলেছেন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার (Bipasha Basu expecting her first child)।

খুব শীঘ্রই নাকি মা হওয়ার সুখবরটি জানাতে চলেছেন বঙ্গ তনয়া ৷ গত 30 এপ্রিল নিজেদের ষষ্ঠ বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন করণ-বিপাশা ৷ 2016 সালে করণকে স্বামী হিসেবে বরণ করে নেন অভিনেত্রী ৷ 2015 সালে অ্যালোন ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তারকা জুটি ৷ ছবির সেট থেকেই প্রেমের শুরু আর পরের বছর এপ্রিলে তা পরিণতি পায় বিবাহে ৷ সেভাবে ওঠা পড়ার গল্প অবশ্য় খুব বেশি শোনা যায়নি এই পরিবারে ৷

আরও পড়ুন: 'আমাদেরও তো একটু দেখে নিতে দিন', রণবীরের নগ্ন ফটোশ্য়ুট নিয়ে মন্তব্য বিদ্যার

কয়েকদিন আগেই স্বামীকে নিয়ে বাবার জন্মদিন পালনে মেতে উঠেছিলেন বিপাশা ৷ অভিনয়ের কথা বললে বিপাশা শেষবার পর্দায় ধরা দিয়েছেন মিনি সিরিজ 'ডেঞ্জারাস'-এ ৷ অন্যদিকে করণকে শেষবার দেখা গিয়েছে ওয়েব সিরিজ 'কুবুল হ্যায় 2.0'-এ ৷

মুম্বই,29 জুলাই: চলতি বছরে নতুন সদস্য়ের আনাগোনা লেগেই আছে তারকা পরিবারগুলিতে ৷ একদিকে যেমন মা হয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, দেবিনা বন্দোপাধ্যায়রা তেমনই মা হতে চলেছেন আলিয়া ভাট, সোনম কাপুর, ডিম্পি গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকে ৷ খবর অনুযায়ী এই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি নাম ৷ রিপোর্ট বলছে বিয়ের 6 বছর পর বাবা-মা হতে চলেছেন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার (Bipasha Basu expecting her first child)।

খুব শীঘ্রই নাকি মা হওয়ার সুখবরটি জানাতে চলেছেন বঙ্গ তনয়া ৷ গত 30 এপ্রিল নিজেদের ষষ্ঠ বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন করণ-বিপাশা ৷ 2016 সালে করণকে স্বামী হিসেবে বরণ করে নেন অভিনেত্রী ৷ 2015 সালে অ্যালোন ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তারকা জুটি ৷ ছবির সেট থেকেই প্রেমের শুরু আর পরের বছর এপ্রিলে তা পরিণতি পায় বিবাহে ৷ সেভাবে ওঠা পড়ার গল্প অবশ্য় খুব বেশি শোনা যায়নি এই পরিবারে ৷

আরও পড়ুন: 'আমাদেরও তো একটু দেখে নিতে দিন', রণবীরের নগ্ন ফটোশ্য়ুট নিয়ে মন্তব্য বিদ্যার

কয়েকদিন আগেই স্বামীকে নিয়ে বাবার জন্মদিন পালনে মেতে উঠেছিলেন বিপাশা ৷ অভিনয়ের কথা বললে বিপাশা শেষবার পর্দায় ধরা দিয়েছেন মিনি সিরিজ 'ডেঞ্জারাস'-এ ৷ অন্যদিকে করণকে শেষবার দেখা গিয়েছে ওয়েব সিরিজ 'কুবুল হ্যায় 2.0'-এ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.