হায়দরাবাদ, 11 ডিসেম্বর: 'পাঠান আভি জিন্দা হ্য়ায়' সংলাপের মাধ্যমে বছরটা শুরু করেছিলেন শাহরুখ খান ৷ মাঝপর্বে আসতে আসতে সেটা বদলে হয়ে গিয়েছিল 'ম্যায় যব ভিলেন বানতা হুঁ না...' ৷ 'পাঠান' থেকে 'জওয়ান' পরপর দু'বার নিন্দুকদের ক্লিন বোল্ড করেছেন কিং খান ৷ এখন সকলেই অপেক্ষায় রয়েছেন তাঁর এই বছরের তৃতীয় ছবি 'ডানকি'র জন্য ৷ ছবির জন্য তিনি জুটি বেঁধেছেন রাজকুমার হিরানির সঙ্গে ৷ ইতিমধ্যেই ছবির টিজার এবং ট্রেলার দেখে ফেলেছেন অনুরাগীরা ৷ 21 ডিসেম্বর ছবি মুক্তির আগে অনুরাগীদের জন্য আরও একটি উপহার নিয়ে হাজির বলিউডের বেতাজ বাদশা ৷ সোমবার মুক্তি পেল 'ডানকি: ড্রপ 5' ৷ কি রয়েছে এবারের ড্রপে? মুক্তি পেল ছবির নতুন গান 'ও মাহি' ৷
ছবির অ্যানাউন্সমেন্ট ভিডিয়োতেই শাহরুখকে হিরানি প্রতিশ্রুতি ছবিতে রোম্যান্স, হাসি, তামাশা, অ্যাকশন যা যা তিনি চান সবই আছে ৷ ট্রেলার দেখার পরেও সেরকমই ধারণা হয়েছে সকলের ৷ অ্যাকশন ছবির গল্পেও থাকছে একটা অন্য ধরনের বার্তা ৷ নতুন গানেও সেই বার্তাই দিলেন রাজকুমার ৷ এই গানের কথা লিখেছেন ইরশাদ কামিল ৷ সুর দিয়েছেন প্রীতম ৷ আর কণ্ঠ দিয়েছেন বাংলার ঘরের ছেলে অরিজিৎ সিং ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
'ও মাহি' শুনে অনেকেই বলছেন 'চান্দা মেরে আ' গানের সেই পুরোনো অরিজিতকে আবারও ফিরে পেয়েছেন তাঁরা ৷ নেটপাড়ায় অনেকেই লিখেছেন, "এটা গান নয় শাহরুখ ফ্যানেদের জন্য নস্টালজিক অনুভূতি ৷" আবার কেউ লিখেছেন, "আপনি বলিউডকে এড়িয়ে যেতেই পারেন কিন্তু শাহরুখ এবং অরিজিৎ সিংয়ের জুটিকে এড়িয়ে যেতে পারবেন না ৷" আবার কারও দাবি, "একেবারে 2010 সালের আগের গানের মতো শোনালো ৷ প্রীতম স্য়রের নস্টালজিক ভাইবস পেলাম ৷"
শাহরুখ খানের সঙ্গে গানের দৃশ্যে দেখা গিয়েছে তাপসী পান্নুকে ৷ দু'জনের রোম্যান্টিক কেমিস্ট্রি গানটির সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ৷ ছবিটি তৈরি হয়েছে এমন কিছু তরুণকে নিয়ে যারা বিদেশ যেতে চায় ৷ তাদের একজন হার্ডি ৷ তার প্রেমিকার নাম মন্নু ৷ এদের নিয়েই তৈরি হয়েছে এই কাহিনি ৷ রয়েছে আরও কয়েকজন তরুণ ৷ তাদের মূল সমস্যা ইংরেজিতে তারা কেউই ভালো নয় ৷ কীভাবে বিদেশ পৌঁছবে তারা ৷ পারবে স্বপ্নের মাটিতে পা রেখে নতুন গল্প বুনতে ৷ তুলে ধরবে এই কাহিনি ৷ টুইস্ট রয়েছে অনেক ৷ তা জানা যাবে 21 ডিসেম্বরই ৷
আরও পড়ুন: