ETV Bharat / entertainment

প্রথম সপ্তাহে 300 কোটির ক্লাবে প্রভাসের 'সালার', বিশ্বজুড়ে ব্যবসার নিরিখে পিছিয়ে শাহরুখের 'ডাঙ্কি'

Salaar vs Dunki: খ্রিস্টামাসে আনন্দ উৎসবে প্রেক্ষাগৃহে ভিড় করছেন দর্শকরা ৷ একদিকে শাহরুখ খানের 'ডাঙ্কি' অন্যদিকে প্রভাসের 'সালার', প্রথম সপ্তাহে বক্সঅফিসে লড়াই অব্যাহত ৷

Etv Bharat
'সালার' ও 'ডাঙ্কি'র বক্সঅফিস কালেকশন
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 25, 2023, 1:43 PM IST

হায়দরাবাদ, 25 ডিসেম্বর: বড়দিনের আগে বক্সঅফিসে সম্মুখ সমরে শাহরুখ খান ও প্রভাস ৷ বাদশাকে পিছনে ফেলে দৌড় লাগিয়েছেন দক্ষিণী তারকা ৷ প্রথম উইকএন্ডে 'সালার' গ্লোবালি 300 কোটির ঘরে ঢুঁ মারার অপেক্ষায় ৷ অন্যদিকে, 'ডাঙ্কি' গ্লোবালি রয়েছে 200 কোটির ঘরে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'কেজিএফ' খ্যাত পরিচালক প্রশান্ত নীলের 'সালার' বক্সঅফিসে তিনদিনে দেশে 200 কোটির বেশি আয় করেছে ৷ দিল্লি, মুম্বই, বেঙ্গুলুরুর প্রেক্ষাগৃহে রীতিমতো 'সালার' ঝড় চলছে ৷ ছবির ট্রেলার যখন মুক্তি পায়, দর্শকদের প্রতিক্রিয়া দেখেই এই ছবির ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল ৷ কারণ ট্রেলার মুক্তির পর তা সোশাল মিডিয়ায় 100 মিলিয়ন দর্শক দেখেন ৷ তার ফলে অ্যাডাভান্স বুকিং শুরু হতেই টিকিট বিক্রি হতে থাকে দ্রুত ৷

সালারের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে গ্লোবালি ছবির আয় হয়েছে 295 কোটি টাকা ৷ বক্সঅফিস ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্ক অনুযায়ী, 'সালার:সিজফায়ার-পার্ট 1' তৃতীয় দিনে ভারতে আয় করেছে 53.86 কোটি টাকা ৷ ফলে ভারতে এখন পর্যন্ত এই ছবির মোট আয় দাঁড়িয়েছে 200.91 কোটি টাকা ৷

অন্যদিকে, রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি' ঘিরেও দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে ৷ কারণ তার আগেই ব্যাক টু ব্যাক শাহরুখ উপহার দিয়েছেন ব্লকব্লাস্টার দুটি ছবি 'পাঠান' ও 'জওয়ান' ৷ ফলে বছর শেষে বাদশার ছবি হ্যাটট্রিক করবে কিনা নজর ছিল সেই দিকে ৷ 21 ডিসেম্বর মুক্তি পায় 'ডাঙ্কি' ৷ আপাতত ভারতে 100 কোটির ঘরে প্রবেশ করে গিয়েছে কিং খানের ছবি ৷ অন্যদিকে, প্রথম সপ্তাহে ওয়ার্ল্ডওয়াইড এই ছবির আয় 200 কোটি ৷

স্যাকনিল্ক অনুযায়ী, রবিবার 'ডাঙ্কি' ভালো ব্যবসা করেছে ৷ 32 কোটি টাকা ঢুকেছে একদিনে ৷ ফলে ভারতে মোট আয় বেড়ে হল 107 কোটি টাকা ৷ গ্লোবালি রবিবার সেই ব্যবসা দাঁড়ায় 200 কোটি টাকায় ৷ তবে প্রভাস-পৃথ্বীরাজ সুকুমরণ ও শ্রুতি হাসান অভিনীত 'সালার' ছবির থেকে অনেক পিছিয়ে রয়েছে শাহরুখ খান তাপসী পান্নু অভিনীত 'ডাঙ্কি' ৷ বক্সঅফিসের কথা অবশ্য আগাম কিছুই বলা যায় না ৷ নতুন বছর আসতে বাকি আর মাত্র পাঁচদিন ৷ তার মধ্যে 'সালার'-'ডাঙ্কি'র প্রতিযোগিতা কত দূর এগোয়, নজর সেদিকেই ৷

আরও পড়ুন

1. দ্বিতীয় বিয়ে আরবাজের, সারাজীবন স্ত্রী সৌরার পাশে থাকার বার্তা অভিনেতার; গিটার বাজালেন ছেলে আরহান

2. সিনেপর্দায় কখনও তিনি 'যোদ্ধা' আবার কখনও ভালো থাকার 'টনিক', দেবের জন্মদিন মানেই 'হইচই আনলিমিটেড'

3. বিক্রান্তের 'টুয়েলভথ ফেল' আসছে ওটিটি প্ল্যাটফর্মে, কবে থেকে দেখা যাবে বায়োগ্রাফিক্যাল এই ছবি জেনে নিন

হায়দরাবাদ, 25 ডিসেম্বর: বড়দিনের আগে বক্সঅফিসে সম্মুখ সমরে শাহরুখ খান ও প্রভাস ৷ বাদশাকে পিছনে ফেলে দৌড় লাগিয়েছেন দক্ষিণী তারকা ৷ প্রথম উইকএন্ডে 'সালার' গ্লোবালি 300 কোটির ঘরে ঢুঁ মারার অপেক্ষায় ৷ অন্যদিকে, 'ডাঙ্কি' গ্লোবালি রয়েছে 200 কোটির ঘরে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'কেজিএফ' খ্যাত পরিচালক প্রশান্ত নীলের 'সালার' বক্সঅফিসে তিনদিনে দেশে 200 কোটির বেশি আয় করেছে ৷ দিল্লি, মুম্বই, বেঙ্গুলুরুর প্রেক্ষাগৃহে রীতিমতো 'সালার' ঝড় চলছে ৷ ছবির ট্রেলার যখন মুক্তি পায়, দর্শকদের প্রতিক্রিয়া দেখেই এই ছবির ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল ৷ কারণ ট্রেলার মুক্তির পর তা সোশাল মিডিয়ায় 100 মিলিয়ন দর্শক দেখেন ৷ তার ফলে অ্যাডাভান্স বুকিং শুরু হতেই টিকিট বিক্রি হতে থাকে দ্রুত ৷

সালারের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে গ্লোবালি ছবির আয় হয়েছে 295 কোটি টাকা ৷ বক্সঅফিস ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্ক অনুযায়ী, 'সালার:সিজফায়ার-পার্ট 1' তৃতীয় দিনে ভারতে আয় করেছে 53.86 কোটি টাকা ৷ ফলে ভারতে এখন পর্যন্ত এই ছবির মোট আয় দাঁড়িয়েছে 200.91 কোটি টাকা ৷

অন্যদিকে, রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি' ঘিরেও দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে ৷ কারণ তার আগেই ব্যাক টু ব্যাক শাহরুখ উপহার দিয়েছেন ব্লকব্লাস্টার দুটি ছবি 'পাঠান' ও 'জওয়ান' ৷ ফলে বছর শেষে বাদশার ছবি হ্যাটট্রিক করবে কিনা নজর ছিল সেই দিকে ৷ 21 ডিসেম্বর মুক্তি পায় 'ডাঙ্কি' ৷ আপাতত ভারতে 100 কোটির ঘরে প্রবেশ করে গিয়েছে কিং খানের ছবি ৷ অন্যদিকে, প্রথম সপ্তাহে ওয়ার্ল্ডওয়াইড এই ছবির আয় 200 কোটি ৷

স্যাকনিল্ক অনুযায়ী, রবিবার 'ডাঙ্কি' ভালো ব্যবসা করেছে ৷ 32 কোটি টাকা ঢুকেছে একদিনে ৷ ফলে ভারতে মোট আয় বেড়ে হল 107 কোটি টাকা ৷ গ্লোবালি রবিবার সেই ব্যবসা দাঁড়ায় 200 কোটি টাকায় ৷ তবে প্রভাস-পৃথ্বীরাজ সুকুমরণ ও শ্রুতি হাসান অভিনীত 'সালার' ছবির থেকে অনেক পিছিয়ে রয়েছে শাহরুখ খান তাপসী পান্নু অভিনীত 'ডাঙ্কি' ৷ বক্সঅফিসের কথা অবশ্য আগাম কিছুই বলা যায় না ৷ নতুন বছর আসতে বাকি আর মাত্র পাঁচদিন ৷ তার মধ্যে 'সালার'-'ডাঙ্কি'র প্রতিযোগিতা কত দূর এগোয়, নজর সেদিকেই ৷

আরও পড়ুন

1. দ্বিতীয় বিয়ে আরবাজের, সারাজীবন স্ত্রী সৌরার পাশে থাকার বার্তা অভিনেতার; গিটার বাজালেন ছেলে আরহান

2. সিনেপর্দায় কখনও তিনি 'যোদ্ধা' আবার কখনও ভালো থাকার 'টনিক', দেবের জন্মদিন মানেই 'হইচই আনলিমিটেড'

3. বিক্রান্তের 'টুয়েলভথ ফেল' আসছে ওটিটি প্ল্যাটফর্মে, কবে থেকে দেখা যাবে বায়োগ্রাফিক্যাল এই ছবি জেনে নিন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.