কলকাতা, 8 সেপ্টেম্বর: ক্রীড়া সাংবাদিক দুলাল দে'র পরিচালনায় এবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন রাফিয়াত রশিদ মিথিলা, জিতু কমল এবং শিলাজিৎ মজুমদার । সম্প্রতি টলিপাড়ায় শোনা যাচ্ছিল এমনই গুঞ্জন ৷ এবার সেই খবরে শিলমোহর দিলেন পরিচালক স্বয়ং । জানা গেল ছবির নাম 'অরণ্য'র প্রাচীন প্রবাদ' ।
গল্পের দিকে তাকালে জানা যায় বাংলা হাজির হতে চলেছে আরও এক গোয়েন্দা ৷ এই সত্যান্বেষী ব্যোমকেশ বা ফেলু মিত্তিরের মতোই জনপ্রিয় হয়ে উঠবেন তা অবশ্য় বলবে সময় ৷ তবে এই গোয়েন্দা নাম অরণ্য চ্যাটার্জি । অরণ্যর রহস্য অনুসন্ধানের কাহিনি লেখে তার জামাইবাবু সুদর্শন হালদার । এই সুদর্শনের চরিত্রেই দেখা যাবে শিলাজিৎকে । জিতু কমল অর্থাৎ অরণ্য চ্যাটার্জি এখানে ডাক্তারির ছাত্র । অরণ্য আবার ক্রিকেটও খেলে । আর তার জামাইবাবু সুদর্শন হালদার একজন সিআইডি ইন্সপেক্টর । রানাঘাটের পটভূমিকায় তৈরি হয়েছে গল্প । এক চিকিৎসকের মৃত্যু হয় সেখানে । অরণ্য সেখানে গিয়ে জড়িয়ে পড়ে খুনের রহস্যের সঙ্গে । মিথিলাকে দেখা যাবে একজন নার্সের চরিত্রে । বাকিটা জানতে হলে দেখতে হবে ছবিটি ।
শুটিং চলাকালীনই পরিচালক ইটিভি ভারতকে বলেন, "এত দিনের সাংবাদিকতা জীবনে তিনটে ফুটবল বিশ্বকাপ দেখে নিয়েছি । কত মানুষের সঙ্গে আলাপ হয়েছে সেই সুবাদে । কত গল্প তাদের জীবনে । সেই সব গল্প মাথায় ঘুরপাক খায় । কিন্তু বলার জায়গা নেই । সেটাই চাই । বই লিখেও বলা যেত । কিন্তু সেটা চাইনি ৷ দেখো, আমি তো ফিল্ম নিয়ে পড়াশুনা করিনি । 'গোলন্দাজ' করার সময় দেব আমাকে বলেছিল ফিল্ম বানানো শিখতে হবে না । সারাদিন শুটিং দেখো । শিখে যাবে । সেটাই ম্যাজিকের মতো কাজ করল ।"
আরও পড়ুন: আশ্চর্য সমাপতন! জন্মদিন মিলিয়ে দিল দুই প্রজন্মের ফেলুদাকে
তিনি আরও বলেন, "ছোটখাটো বেশ কয়েকটা চরিত্রর অভিনয় করেছি । সিরিয়ালের জন্যও লিখেছি । চোখ থাকত মনিটরের দিকে । কেননা সিনেমা বানানোর ইচ্ছেটা ছিল । খিদেও বলতে পারো একে । সেই খিদে থেকেই এই ছবি বানাতে আসা ।" ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুহোত্র মুখোপাধ্যায়, লোকনাথ দে, বুদ্ধদেব ভট্টাচার্য, রেডিয়ো জকি সায়ন ঘোষ প্রমুখ । অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে রাজনৈতিক দুনিয়ার পরিচিত মুখ অনন্যা বন্দ্যোপাধ্যায়কে । কলকাতা, বানতলা, বারুইপুর ও কৃষ্ণনগর জুড়ে হবে এই ছবির শুটিং । ক্যামেরায় প্রতীপ মুখোপাধ্যায়, সঙ্গীত পরিচালনায় শুভদীপ গুহ ।