ETV Bharat / entertainment

Adipurush Box Office Day 4: চতুর্থ দিনে রেকর্ড পতন ! 75 শতাংশ কমল 'আদিপুরুষ' ছবির আয় - adipurush domestic collection

সপ্তাহ শুরুটা ভালো হল না 'আদিপুরুষ' ছবির জন্য ৷ চতুর্থ দিনে বক্স অফিসে বিরাট পতনের সাক্ষী হল প্রভাস-কৃতির এই বিগ বাজেট ছবি ৷

Adipurush Box Office Day 4
আদিপুরুষ ছবির আয়ে বিরাট পতন
author img

By

Published : Jun 20, 2023, 11:40 AM IST

হায়দরাবাদ, 20 জুন: সপ্তাহের শেষটা ভালোই করেছিল প্রভাস-কৃতির 'আদিপুরুষ' ৷ দেশ বিদেশ মিলিয়ে তিনদিনেই তিনশো কোটির ক্লাবে জায়গা করে নিয়েছিল এই ছবি ৷ কিন্তু সোমবারটা মোটেই ভালো কাটলো না এই ছবির জন্য় ৷ খবর অনুযায়ী, হিন্দি বলয়ে মাত্র 8-9 কোটিতেই থামল ছবির আয় ৷ 'আদিপুরুষ' ছবি 'রামায়ণ' ছবির কাহিনি নিয়ে তৈরি হলেও তা সেভাবে জনমানসকে আকর্ষণ করতে পারেনি ৷ ইতিমধ্য়েই লোকের মুখে মুখে তথা নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে ছবির হাজারো মিমস ৷ ছবির সমালোচনায় করতে গিয়ে তরণ আদর্শের মতো সমালোচকরাও জানিয়েছেন, 'আদিপুরুষ' তাঁদের ভীষণ রকম হতাশ করেছে ৷

সোমবার যে পতনের মুখোমুখি হল এই ছবি তা শতাংশের হিসাবে প্রায় 75% ৷ ছবিতে প্রভাস অভিনয় করেছেন রামচন্দ্রের চরিত্রে, কৃতি রয়েছেন সীতার চরিত্রে আর অন্য়দিকে সইফ অভিনয় করেছেন লঙ্কেশ রাবণের চরিত্রে ৷ যদিও নির্মাতারা বলছেন ছবিকে আধুনিক করতেই সংলাপে তাঁরা এনেছেন নানা ধরনের পরিবর্তন ৷ এমনকী চরিত্রদের লুকেও রয়েছে নতুনত্ব ৷

ছবির জন্য় মূলত বেছে নেওয়া হয়েছে মহাকাব্যের যুদ্ধ কাণ্ডকেই ৷ কিন্তু সেখানেও প্রশ্ন উঠেছে ছবির অ্যাকশন সিকোয়েন্স এবং ভিএফএক্স ব্যবহার নিয়ে ৷ অনেকে তো এও বলছেন, বিদেশি ছবির থেকে অনুপ্রাণিত হয়েই নাকি সোনার লঙ্কাকে এভাবে অন্ধকার আচ্ছন্নভাবে দেখিয়েছেন নির্মাতারা ৷ সব মিলিয়ে বারবার বিভৎস সমালোচনার মুখে পড়েছে এই ছবি এবার তারই ফল ফলল বক্স অফিস কালেকশনে্র ক্ষেত্রে উত্তর রয়েছে সময়ের গর্ভেই ৷

আরও পড়ুন: কন্যা সন্তানের বাবা হলেন সুপারস্টার রাম চরণ

চার দিনের আয়ের কথা মিলিয়ে দেখতে হলে সারা দেশ জুড়ে বক্স অফিসে এখনও পর্যন্ত 113 কোটি টাকাই আয় করতে পেরেছে এই ছবি ৷ আর সোমবারের কথা বললে এই ছবির আয় ছিল মাত্র 20 কোটি টাকা ৷ অন্তত এমনটাই বলছে ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক ৷ প্রথম সপ্তাহান্তে বিদেশ মিলিয়ে 340 কোটি টাকা আয় করে ফেলেছিল এই ছবি ৷ তবে আপাতত ছবির আয়ে দেখা গেল বিরাট পতন ৷

হায়দরাবাদ, 20 জুন: সপ্তাহের শেষটা ভালোই করেছিল প্রভাস-কৃতির 'আদিপুরুষ' ৷ দেশ বিদেশ মিলিয়ে তিনদিনেই তিনশো কোটির ক্লাবে জায়গা করে নিয়েছিল এই ছবি ৷ কিন্তু সোমবারটা মোটেই ভালো কাটলো না এই ছবির জন্য় ৷ খবর অনুযায়ী, হিন্দি বলয়ে মাত্র 8-9 কোটিতেই থামল ছবির আয় ৷ 'আদিপুরুষ' ছবি 'রামায়ণ' ছবির কাহিনি নিয়ে তৈরি হলেও তা সেভাবে জনমানসকে আকর্ষণ করতে পারেনি ৷ ইতিমধ্য়েই লোকের মুখে মুখে তথা নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে ছবির হাজারো মিমস ৷ ছবির সমালোচনায় করতে গিয়ে তরণ আদর্শের মতো সমালোচকরাও জানিয়েছেন, 'আদিপুরুষ' তাঁদের ভীষণ রকম হতাশ করেছে ৷

সোমবার যে পতনের মুখোমুখি হল এই ছবি তা শতাংশের হিসাবে প্রায় 75% ৷ ছবিতে প্রভাস অভিনয় করেছেন রামচন্দ্রের চরিত্রে, কৃতি রয়েছেন সীতার চরিত্রে আর অন্য়দিকে সইফ অভিনয় করেছেন লঙ্কেশ রাবণের চরিত্রে ৷ যদিও নির্মাতারা বলছেন ছবিকে আধুনিক করতেই সংলাপে তাঁরা এনেছেন নানা ধরনের পরিবর্তন ৷ এমনকী চরিত্রদের লুকেও রয়েছে নতুনত্ব ৷

ছবির জন্য় মূলত বেছে নেওয়া হয়েছে মহাকাব্যের যুদ্ধ কাণ্ডকেই ৷ কিন্তু সেখানেও প্রশ্ন উঠেছে ছবির অ্যাকশন সিকোয়েন্স এবং ভিএফএক্স ব্যবহার নিয়ে ৷ অনেকে তো এও বলছেন, বিদেশি ছবির থেকে অনুপ্রাণিত হয়েই নাকি সোনার লঙ্কাকে এভাবে অন্ধকার আচ্ছন্নভাবে দেখিয়েছেন নির্মাতারা ৷ সব মিলিয়ে বারবার বিভৎস সমালোচনার মুখে পড়েছে এই ছবি এবার তারই ফল ফলল বক্স অফিস কালেকশনে্র ক্ষেত্রে উত্তর রয়েছে সময়ের গর্ভেই ৷

আরও পড়ুন: কন্যা সন্তানের বাবা হলেন সুপারস্টার রাম চরণ

চার দিনের আয়ের কথা মিলিয়ে দেখতে হলে সারা দেশ জুড়ে বক্স অফিসে এখনও পর্যন্ত 113 কোটি টাকাই আয় করতে পেরেছে এই ছবি ৷ আর সোমবারের কথা বললে এই ছবির আয় ছিল মাত্র 20 কোটি টাকা ৷ অন্তত এমনটাই বলছে ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক ৷ প্রথম সপ্তাহান্তে বিদেশ মিলিয়ে 340 কোটি টাকা আয় করে ফেলেছিল এই ছবি ৷ তবে আপাতত ছবির আয়ে দেখা গেল বিরাট পতন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.