ETV Bharat / entertainment

Ditipriya Suhotra Dakghor Trailer: দিতিপ্রিয়া সুহোত্রর 'ডাকঘর'-এর ট্রেলারে কী 'পঞ্চায়েত'-এর ছায়া? - ডাকঘরের ট্রেলারে কী পঞ্চায়েতের ছায়া

অভ্রজিৎ সেন পরিচালিত 'ডাকঘর'-এর ট্রেলার নিয়ে এখন উৎসাহ তু্ঙ্গে ( Dakghor Trailer is out now) ৷ দিতিপ্রিয়া এবং সুহোত্রর রসায়ন দর্শকদের মন কেড়েছে ৷ ইউটিউবে মুক্তির কয়েক ঘণ্টার মধ্য়েই ট্রেলারটি দেখে ফেললেন প্রায় 62 হাজার মানুষ ৷ কারও মনে পড়ে গেল 'পঞ্চায়েত' ওয়েব সিরিজের কথা ৷

Ditipriya Suhotra Dakghor Trailer
অভিজিৎ সেন পরিচালিত ডাকঘরএর ট্রেলার নিয়ে উৎসাহ তু্ঙ্গে
author img

By

Published : Feb 13, 2023, 10:36 AM IST

Updated : Feb 14, 2023, 8:27 AM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি: রবিবার মুক্তি পেয়েছে অভ্রজিৎ সেন পরিচালিত 'ডাকঘর'-এর ট্রেলার ৷ মুখ্য চরিত্রে সুহোত্র মুখোপাধ্য়ায় এবং দিতিপ্রিয়া রায় ৷ হাগদা নামের এক অখ্য়াত গ্রামের পোস্টমাস্টার দামোদর দাস এবং স্থানীয় কিশোরী মঞ্জরীকে কেন্দ্রে করে গড়ে ওঠে এই গল্প ৷ অভিনেতা কাঞ্চন মল্লিক থেকে শুরু করে অতনু বর্মনকেও দেখা গিয়েছে বিশেষ চরিত্রে ৷

অখ্যাত গ্রামের ততোধিক এক ভাঙাচোড়া পোস্ট অফিসে একদিন হাজির হয় দামোদর ৷ গ্রামের এই ডাকঘরটি বন্ধই পড়ে থাকে ৷ কারণ কেউ সেখানে আসতে চায় না ৷ সেখানে এসেই সে নানান সমস্য়ার সম্মুখীন হতে শুরু করে ৷ শহরের হরেকরকম সুবিধার কোনটাই এই গ্রামে নেই ৷ পোস্ট মাস্টারই চিঠির ব্যাগ নিয়ে বাড়ি বাড়ি যান ৷ তাঁরই সঙ্গী কাঞ্চন মল্লিক ৷ এই ভয়ংকর অবস্থার মধ্য়েই গল্পে প্রবেশ মঞ্জরীর ৷ তাঁর সঙ্গে ভালোবাসা এবং সহানুভূতির সম্পর্ক তৈরি হয় দামোদরের ৷ দামোদরের জন্য় সে রান্নাও করে আনে ৷ রয়েছে গল্পে আরও অনেক মোড় ৷ তবে তার জন্য সকলেই অপেক্ষা করতে হবে আরও কিছুদিন ৷

24 ফেব্রুয়ারি ওটিটি প্লার্টফর্ম হইচইতে মুক্তি পাবে 'ডাকঘর' ৷ অর্থাৎ ভালোবাসার মাসেই আসছে এই প্রেমের গল্প ৷ নেটিজেনদের যে বেশ পছন্দ হয়েছে ট্রেলারটি তারও আভাস মিলেছে ৷ ইউটিউবে পোস্ট হওয়ার অল্প সময়ের মধ্যেই প্রায় 62 হাজার মানুষ দেখে ফেলেছেন ট্রেলারটি ৷ ট্রেলার দেখে অনেকেই আবার ডাকঘরের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন 'পঞ্চায়েত' নামক তুমুল জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজের ৷ তাই অনেকেই লিখেছেন, 'পঞ্চায়েত ওয়েব সিরিজটার কথা মনে পড়ে যাচ্ছে' ৷ আসলে সেখানেও শহুরে যুবককে গ্রামে চলে আসতে হয়েছিল চাকরির সন্ধানে ৷ কীভাবে একটু একটু করে গ্রামের সঙ্গে মানিয়ে নিতে হয় তাঁকে. তারই প্রতিফলন রয়েছে গল্পে ৷ রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটও ৷

আরও পড়ুন: রইল রুক্মিণীর বিনোদিনী লুকের উপাখ্যান, শুটিং শুরু আজ

ডাকঘরের ট্রেলার বেশ ভালো লেগেছে নেটিজেনদের অনেকেরই ৷ কেউ লিখেছেন, 'ট্রেলারের সম্পাদনা দেখে সত্যিই খুব ভালো লাগলো । অনেক কিছু গোপন রেখে সুকৌশলে ট্রেলারটি তৈরি হয়েছে । গল্পের সব কিছু ট্রেলারে থাকলে ভালো লাগে না ৷' আবার কেউ লিখেছেন, 'বেশ ভালো লেগেছে। এভাবেই গ্রাম বাংলাকে আরও বেশি করে এক্সপ্লোর করা হোক ৷' অর্থাৎ সবমিলিয়ে হাগদার এই 'ডাকঘর'-এ ঠিক কী কী ঘটবে তা জানতে সকলেই বেশ আগ্রহী ৷

কলকাতা, 13 ফেব্রুয়ারি: রবিবার মুক্তি পেয়েছে অভ্রজিৎ সেন পরিচালিত 'ডাকঘর'-এর ট্রেলার ৷ মুখ্য চরিত্রে সুহোত্র মুখোপাধ্য়ায় এবং দিতিপ্রিয়া রায় ৷ হাগদা নামের এক অখ্য়াত গ্রামের পোস্টমাস্টার দামোদর দাস এবং স্থানীয় কিশোরী মঞ্জরীকে কেন্দ্রে করে গড়ে ওঠে এই গল্প ৷ অভিনেতা কাঞ্চন মল্লিক থেকে শুরু করে অতনু বর্মনকেও দেখা গিয়েছে বিশেষ চরিত্রে ৷

অখ্যাত গ্রামের ততোধিক এক ভাঙাচোড়া পোস্ট অফিসে একদিন হাজির হয় দামোদর ৷ গ্রামের এই ডাকঘরটি বন্ধই পড়ে থাকে ৷ কারণ কেউ সেখানে আসতে চায় না ৷ সেখানে এসেই সে নানান সমস্য়ার সম্মুখীন হতে শুরু করে ৷ শহরের হরেকরকম সুবিধার কোনটাই এই গ্রামে নেই ৷ পোস্ট মাস্টারই চিঠির ব্যাগ নিয়ে বাড়ি বাড়ি যান ৷ তাঁরই সঙ্গী কাঞ্চন মল্লিক ৷ এই ভয়ংকর অবস্থার মধ্য়েই গল্পে প্রবেশ মঞ্জরীর ৷ তাঁর সঙ্গে ভালোবাসা এবং সহানুভূতির সম্পর্ক তৈরি হয় দামোদরের ৷ দামোদরের জন্য় সে রান্নাও করে আনে ৷ রয়েছে গল্পে আরও অনেক মোড় ৷ তবে তার জন্য সকলেই অপেক্ষা করতে হবে আরও কিছুদিন ৷

24 ফেব্রুয়ারি ওটিটি প্লার্টফর্ম হইচইতে মুক্তি পাবে 'ডাকঘর' ৷ অর্থাৎ ভালোবাসার মাসেই আসছে এই প্রেমের গল্প ৷ নেটিজেনদের যে বেশ পছন্দ হয়েছে ট্রেলারটি তারও আভাস মিলেছে ৷ ইউটিউবে পোস্ট হওয়ার অল্প সময়ের মধ্যেই প্রায় 62 হাজার মানুষ দেখে ফেলেছেন ট্রেলারটি ৷ ট্রেলার দেখে অনেকেই আবার ডাকঘরের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন 'পঞ্চায়েত' নামক তুমুল জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজের ৷ তাই অনেকেই লিখেছেন, 'পঞ্চায়েত ওয়েব সিরিজটার কথা মনে পড়ে যাচ্ছে' ৷ আসলে সেখানেও শহুরে যুবককে গ্রামে চলে আসতে হয়েছিল চাকরির সন্ধানে ৷ কীভাবে একটু একটু করে গ্রামের সঙ্গে মানিয়ে নিতে হয় তাঁকে. তারই প্রতিফলন রয়েছে গল্পে ৷ রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটও ৷

আরও পড়ুন: রইল রুক্মিণীর বিনোদিনী লুকের উপাখ্যান, শুটিং শুরু আজ

ডাকঘরের ট্রেলার বেশ ভালো লেগেছে নেটিজেনদের অনেকেরই ৷ কেউ লিখেছেন, 'ট্রেলারের সম্পাদনা দেখে সত্যিই খুব ভালো লাগলো । অনেক কিছু গোপন রেখে সুকৌশলে ট্রেলারটি তৈরি হয়েছে । গল্পের সব কিছু ট্রেলারে থাকলে ভালো লাগে না ৷' আবার কেউ লিখেছেন, 'বেশ ভালো লেগেছে। এভাবেই গ্রাম বাংলাকে আরও বেশি করে এক্সপ্লোর করা হোক ৷' অর্থাৎ সবমিলিয়ে হাগদার এই 'ডাকঘর'-এ ঠিক কী কী ঘটবে তা জানতে সকলেই বেশ আগ্রহী ৷

Last Updated : Feb 14, 2023, 8:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.