ETV Bharat / entertainment

Ramgopal Verma In Kolkata : রামগোপালের ঝুলিতে এবার সমকামী প্রেম, দুই নায়িকাকে নিয়ে তিলোত্তমায় পরিচালক - director ramgopal verma in kolkata for promotion of upcoming film khatra dangerous

লেসবিয়ান ক্রাইম অ্যাকশন ছবি 'খতরা ডেঞ্জারাস' সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ৮ এপ্রিল। তার আগে কলকাতায় হাজির ছবির পরিচালক রামগোপাল বর্মা (RGB New Film Khatra Dangerous)।

Ramgopal Verma In Kolkata for the promotion of 'Khatra Dangerous'
লেসবিয়ান ক্রাইম ড্রামা 'খতরা ডেঞ্জারাস'-এর প্রচারে দুই অভিনেত্রীকে নিয়ে কলকাতায় পৌঁছলেন রামগোপাল বর্মা
author img

By

Published : Apr 4, 2022, 11:27 AM IST

কলকাতা, 4 এপ্রিল : 8 এপ্রিল পর্দায় আসতে চলেছে রামগোপাল বর্মার নতুন ছবি 'খতরা ডেঞ্জারাস' ৷ এই ছবিকে বলা যেতে পারে একটি লেসবিয়ান ক্রাইম অ্যাকশন থ্রিলার ৷ এই ছবিতে মুখ্য দুই নারী চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায় এবং অপ্সরা রানি । সমকামী চরিত্র নিয়ে এই ছবির গল্প ।

সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার 2 । জানা গিয়েছে, এটি হবে ভারতের প্রথম লেসবিয়ান ক্রাইম অ্যাকশন ড্রামা ফিল্মস । দর্শকের জন্য এই ছবিতে থাকবে তীব্র রোমান্স, ক্রাইম এবং সাসপেন্স । বলাই বাহুল্য, ট্রেলারটিও দারুণ সাহসী । চুম্বন দৃশ্য থেকে শুরু করে বেডরুম রোমান্স সবই রয়েছে এই ট্রেলারে ৷ অর্থাৎ বিতর্ক এবং আলোচনা সমালোচনার জায়গাও রয়েছে যথেষ্ট ৷ অনেক সিনে ক্রিটিক তো এখন থেকেই বলতে শুরু করেছেন আরজেবির সবচেয়ে বিতর্কিত ছবি হতে চলেছে এই 'খতরা ডেঞ্জারাস' ৷ ছবির প্রচারে রবিবার কলকাতায় এলেন পরিচালক রামগোপাল বর্মা, নয়না এবং অপ্সরা ।

Ramgopal Verma In Kolkata
ছবির প্রচারে রবিবার কলকাতায় এলেন পরিচালক রামগোপাল বর্মা, নয়না এবং অপ্সরা

আরও পড়ুন : ধুঁকছে অ্যাটাক ! ফায়দা লুটছে দ্য কাশ্মীর ফাইলস, আরআরআর

ছবির গল্প অনুযায়ী, দুজন নারী একে অপরের প্রেমে পড়ে । তারপর পাকে চক্রে এই গল্প ধীরে ধীরে ঘুরে যায় ক্রাইমের দিকে ৷ প্রধান দুই চরিত্রে আছেন দক্ষিণী সুন্দরী অপ্সরা রানি এবং নয়না গঙ্গোপাধ্যায় । এছাড়া দেখা যাবে সঞ্জয় মিশ্রের মত দক্ষ অভিনেতাকেও ৷ ট্রেলার দেখে অন্তত এটাই ধারণা হয় যে ছবিতে যৌনতার একটা বাড়াবাড়ি রয়েছে ৷ বলতে দ্বিধা নেই, সাহসিকতার সব সীমা অতিক্রম করেছে ছবির ট্রেলারটি । আর তাই ছবিটিও A সার্টিফিকেট পেয়েছে । তবে সমকামিতা ধীরে ধীরে সমাজে জায়গা করে নিচ্ছে । আর তাই এই ছবিটিও সিনেপ্রেমী মানুষের কাছ থেকে সমর্থন পাচ্ছে ।

Ramgopal Verma In Kolkata
তার আগে কলকাতায় হাজির ছবির পরিচালক রামগোপাল বর্মা

কলকাতা, 4 এপ্রিল : 8 এপ্রিল পর্দায় আসতে চলেছে রামগোপাল বর্মার নতুন ছবি 'খতরা ডেঞ্জারাস' ৷ এই ছবিকে বলা যেতে পারে একটি লেসবিয়ান ক্রাইম অ্যাকশন থ্রিলার ৷ এই ছবিতে মুখ্য দুই নারী চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায় এবং অপ্সরা রানি । সমকামী চরিত্র নিয়ে এই ছবির গল্প ।

সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার 2 । জানা গিয়েছে, এটি হবে ভারতের প্রথম লেসবিয়ান ক্রাইম অ্যাকশন ড্রামা ফিল্মস । দর্শকের জন্য এই ছবিতে থাকবে তীব্র রোমান্স, ক্রাইম এবং সাসপেন্স । বলাই বাহুল্য, ট্রেলারটিও দারুণ সাহসী । চুম্বন দৃশ্য থেকে শুরু করে বেডরুম রোমান্স সবই রয়েছে এই ট্রেলারে ৷ অর্থাৎ বিতর্ক এবং আলোচনা সমালোচনার জায়গাও রয়েছে যথেষ্ট ৷ অনেক সিনে ক্রিটিক তো এখন থেকেই বলতে শুরু করেছেন আরজেবির সবচেয়ে বিতর্কিত ছবি হতে চলেছে এই 'খতরা ডেঞ্জারাস' ৷ ছবির প্রচারে রবিবার কলকাতায় এলেন পরিচালক রামগোপাল বর্মা, নয়না এবং অপ্সরা ।

Ramgopal Verma In Kolkata
ছবির প্রচারে রবিবার কলকাতায় এলেন পরিচালক রামগোপাল বর্মা, নয়না এবং অপ্সরা

আরও পড়ুন : ধুঁকছে অ্যাটাক ! ফায়দা লুটছে দ্য কাশ্মীর ফাইলস, আরআরআর

ছবির গল্প অনুযায়ী, দুজন নারী একে অপরের প্রেমে পড়ে । তারপর পাকে চক্রে এই গল্প ধীরে ধীরে ঘুরে যায় ক্রাইমের দিকে ৷ প্রধান দুই চরিত্রে আছেন দক্ষিণী সুন্দরী অপ্সরা রানি এবং নয়না গঙ্গোপাধ্যায় । এছাড়া দেখা যাবে সঞ্জয় মিশ্রের মত দক্ষ অভিনেতাকেও ৷ ট্রেলার দেখে অন্তত এটাই ধারণা হয় যে ছবিতে যৌনতার একটা বাড়াবাড়ি রয়েছে ৷ বলতে দ্বিধা নেই, সাহসিকতার সব সীমা অতিক্রম করেছে ছবির ট্রেলারটি । আর তাই ছবিটিও A সার্টিফিকেট পেয়েছে । তবে সমকামিতা ধীরে ধীরে সমাজে জায়গা করে নিচ্ছে । আর তাই এই ছবিটিও সিনেপ্রেমী মানুষের কাছ থেকে সমর্থন পাচ্ছে ।

Ramgopal Verma In Kolkata
তার আগে কলকাতায় হাজির ছবির পরিচালক রামগোপাল বর্মা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.