ETV Bharat / entertainment

Laal Singh Chaddha Shooting Stories: হাঁটুর চোটেও শ্যুটিং চালিয়ে গিয়েছেন আমির, সামনে এল 'লাল সিং চাড্ডা'-র অজানা গল্প - did you know aamir khan suffered knee injury during laal singh chaddha shoot

'লাল সিং চাড্ডা' ছবির একটি লম্বা দৌড়ের সিকোয়েন্স চলাকালীন হাঁটুতে চোট পান আমির (Aamir Khan knee injury during Laal Singh Chaddha shoot )৷ তবে তাও শ্যুটিং বন্ধ করতে দেননি আমির ৷ সামনে এল সুপারস্টারের অদ্ভুত দৃঢ়তার কাহিনি ৷

Laal Singh Chaddha Shooting Stories
হাঁটুতে চোট, তাও শ্যুটিং বন্ধ করতে দেননি আমির সামনে এল 'লাল সিং চাড্ডা'-র অজানা গল্প
author img

By

Published : Jul 13, 2022, 2:28 PM IST

মুম্বই, 13 জুলাই: বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খান এখন অপেক্ষা করছেন তাঁর নতুন ছবি 'লাল সিং চাড্ডা'র মুক্তির জন্য ৷ এরইমাঝে সামনে এল শ্য়ুটিং সংক্রান্ত একটি নয়া তথ্য ৷ খবর অনুযায়ী, এই ছবির একটি লম্বা দৌড়ের সিক্যুয়েন্স চলাকালীন হাঁটুতে চোট পান আমির খান ৷ যার জেরে ফিজিওথেরাপিও করাতে হয় তাঁকে ৷ তবে শ্যুটিং বন্ধ করতে চাননি আমির ৷ এমনিতেই কোভিডের কারণে বারবার শ্যুটিংয়ে নানা বাধা-বিপত্তি তৈরি হচ্ছিল ৷ ফলত শ্যুটিং বন্ধ করতে রাজি ছিলেন না এই সুপারস্টার (Aamir Khan knee injury during Laal Singh Chaddha shoot ) ৷

বরং পেন কিলার খেয়েই সেই লম্বা দৌড়ের দৃশ্যটির শ্যুট শেষ করেন তিনি ৷ খবর অনুযায়ী এমনিতে 'মিস্টার পারফেকশনিস্ট' তাঁর কাজ নিয়ে খুঁতখুঁতে ঠিকই তবে এবার ছবির কথা মাথায় রেখেই কাজ বন্ধ করতে রাজি হননি তিনি ৷ পেনকিলার নেওয়া সত্ত্বেও বেশ কষ্ট হয়েছিল তাঁর এই শ্যুটটি শেষ করতে ৷ তবে নিজের সবটুকু উজাড় করে দিতে কোনও খামতি রাখেননি ৷

এই দৃশ্যটিতে আদতে দেখা যায় লাল সিং চাড্ডা বছরের পর বছর ভারতের বিভিন্ন জায়গায় দৌড়চ্ছেন এবং তাঁর এই অনুশীলন তাঁকে শেষ পর্যন্ত পৌঁছে দিচ্ছে সাফল্য়ের পোডিয়ামে ৷ 11 অগস্ট ছবিটি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে ৷ আমির-করিনার সঙ্গে ছবিতে রয়েছেন মোনা সিং, নাগা চৈতন্যের মত অভিনেতা অভিনেত্রীরা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: সুশান্তের মাদকাসক্তিতে ইন্ধন জোগাতেন রিয়া, নয়া অভিযোগ এনসিবি র

ছবির পরিচালনার দায়িত্ব রয়েছে অদ্বৈত চন্দনের উপর ৷ অস্কারজয়ী ছবি 'ফরেস্ট গাম্প'-এরই হিন্দি রিমেক আমিরের এই কমেডি ড্রামা ৷ 1994 সালে মুক্তি পাওয়া টম হ্যাংক্সের এই বিখ্যাত ছবিকেই এবার অন্য়ভাবে পর্দায় আনার চেষ্টা করছেন আমির এবং তাঁর সহকারীরা ৷

মুম্বই, 13 জুলাই: বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খান এখন অপেক্ষা করছেন তাঁর নতুন ছবি 'লাল সিং চাড্ডা'র মুক্তির জন্য ৷ এরইমাঝে সামনে এল শ্য়ুটিং সংক্রান্ত একটি নয়া তথ্য ৷ খবর অনুযায়ী, এই ছবির একটি লম্বা দৌড়ের সিক্যুয়েন্স চলাকালীন হাঁটুতে চোট পান আমির খান ৷ যার জেরে ফিজিওথেরাপিও করাতে হয় তাঁকে ৷ তবে শ্যুটিং বন্ধ করতে চাননি আমির ৷ এমনিতেই কোভিডের কারণে বারবার শ্যুটিংয়ে নানা বাধা-বিপত্তি তৈরি হচ্ছিল ৷ ফলত শ্যুটিং বন্ধ করতে রাজি ছিলেন না এই সুপারস্টার (Aamir Khan knee injury during Laal Singh Chaddha shoot ) ৷

বরং পেন কিলার খেয়েই সেই লম্বা দৌড়ের দৃশ্যটির শ্যুট শেষ করেন তিনি ৷ খবর অনুযায়ী এমনিতে 'মিস্টার পারফেকশনিস্ট' তাঁর কাজ নিয়ে খুঁতখুঁতে ঠিকই তবে এবার ছবির কথা মাথায় রেখেই কাজ বন্ধ করতে রাজি হননি তিনি ৷ পেনকিলার নেওয়া সত্ত্বেও বেশ কষ্ট হয়েছিল তাঁর এই শ্যুটটি শেষ করতে ৷ তবে নিজের সবটুকু উজাড় করে দিতে কোনও খামতি রাখেননি ৷

এই দৃশ্যটিতে আদতে দেখা যায় লাল সিং চাড্ডা বছরের পর বছর ভারতের বিভিন্ন জায়গায় দৌড়চ্ছেন এবং তাঁর এই অনুশীলন তাঁকে শেষ পর্যন্ত পৌঁছে দিচ্ছে সাফল্য়ের পোডিয়ামে ৷ 11 অগস্ট ছবিটি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে ৷ আমির-করিনার সঙ্গে ছবিতে রয়েছেন মোনা সিং, নাগা চৈতন্যের মত অভিনেতা অভিনেত্রীরা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: সুশান্তের মাদকাসক্তিতে ইন্ধন জোগাতেন রিয়া, নয়া অভিযোগ এনসিবি র

ছবির পরিচালনার দায়িত্ব রয়েছে অদ্বৈত চন্দনের উপর ৷ অস্কারজয়ী ছবি 'ফরেস্ট গাম্প'-এরই হিন্দি রিমেক আমিরের এই কমেডি ড্রামা ৷ 1994 সালে মুক্তি পাওয়া টম হ্যাংক্সের এই বিখ্যাত ছবিকেই এবার অন্য়ভাবে পর্দায় আনার চেষ্টা করছেন আমির এবং তাঁর সহকারীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.