মুম্বই, 13 জুলাই: বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খান এখন অপেক্ষা করছেন তাঁর নতুন ছবি 'লাল সিং চাড্ডা'র মুক্তির জন্য ৷ এরইমাঝে সামনে এল শ্য়ুটিং সংক্রান্ত একটি নয়া তথ্য ৷ খবর অনুযায়ী, এই ছবির একটি লম্বা দৌড়ের সিক্যুয়েন্স চলাকালীন হাঁটুতে চোট পান আমির খান ৷ যার জেরে ফিজিওথেরাপিও করাতে হয় তাঁকে ৷ তবে শ্যুটিং বন্ধ করতে চাননি আমির ৷ এমনিতেই কোভিডের কারণে বারবার শ্যুটিংয়ে নানা বাধা-বিপত্তি তৈরি হচ্ছিল ৷ ফলত শ্যুটিং বন্ধ করতে রাজি ছিলেন না এই সুপারস্টার (Aamir Khan knee injury during Laal Singh Chaddha shoot ) ৷
বরং পেন কিলার খেয়েই সেই লম্বা দৌড়ের দৃশ্যটির শ্যুট শেষ করেন তিনি ৷ খবর অনুযায়ী এমনিতে 'মিস্টার পারফেকশনিস্ট' তাঁর কাজ নিয়ে খুঁতখুঁতে ঠিকই তবে এবার ছবির কথা মাথায় রেখেই কাজ বন্ধ করতে রাজি হননি তিনি ৷ পেনকিলার নেওয়া সত্ত্বেও বেশ কষ্ট হয়েছিল তাঁর এই শ্যুটটি শেষ করতে ৷ তবে নিজের সবটুকু উজাড় করে দিতে কোনও খামতি রাখেননি ৷
এই দৃশ্যটিতে আদতে দেখা যায় লাল সিং চাড্ডা বছরের পর বছর ভারতের বিভিন্ন জায়গায় দৌড়চ্ছেন এবং তাঁর এই অনুশীলন তাঁকে শেষ পর্যন্ত পৌঁছে দিচ্ছে সাফল্য়ের পোডিয়ামে ৷ 11 অগস্ট ছবিটি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে ৷ আমির-করিনার সঙ্গে ছবিতে রয়েছেন মোনা সিং, নাগা চৈতন্যের মত অভিনেতা অভিনেত্রীরা ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: সুশান্তের মাদকাসক্তিতে ইন্ধন জোগাতেন রিয়া, নয়া অভিযোগ এনসিবি র
ছবির পরিচালনার দায়িত্ব রয়েছে অদ্বৈত চন্দনের উপর ৷ অস্কারজয়ী ছবি 'ফরেস্ট গাম্প'-এরই হিন্দি রিমেক আমিরের এই কমেডি ড্রামা ৷ 1994 সালে মুক্তি পাওয়া টম হ্যাংক্সের এই বিখ্যাত ছবিকেই এবার অন্য়ভাবে পর্দায় আনার চেষ্টা করছেন আমির এবং তাঁর সহকারীরা ৷