ETV Bharat / entertainment

প্রয়াত 'ধুম' পরিচালক সঞ্জয় গাদভি, শোকপ্রকাশ অভিষেক বচ্চনের - ধুম

Dhoom Director Sanjay Gadhvi No More: 56 বছর বয়সে প্রয়াত হলেন 'ধুম' পরিচালক সঞ্জয় গাদভি ৷ আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি ৷ শোকবার্তা অভিষেক বচ্চনের ৷

Etv Bharat
প্রয়াত 'ধুম' পরিচালক সঞ্জয় গাদভি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 2:58 PM IST

হায়দরাবাদ, 19 নভেম্বর: প্রয়াত 'ধুম' পরিচালক সঞ্জয় গাদভি ৷ রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে 56 বছর বয়সে মৃত্যু হয়েছে পরিচালকের ৷ পরিচালকের প্রয়াণে শোকের ছায়া পরিবারে ও বলিউডে ৷ শোকপ্রকাশ করেছেন অভিনেতা অভিষেক বচ্চন ৷

পরিচালক সঞ্জয়ের মেয়ে সঞ্জিতা গান্ধি জানিয়েছেন, শারীরিক কোনও সমস্যা ছিল না বাবার ৷ তিনি বলেন, "রবিবার সকাল 9.30 নাগাদ প্রয়াত হয়েছেন বাবা ৷ তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন ৷ আচমকাই হৃদরোগে আক্রান্ত হন তিনি ৷"

সূত্রের খবর, দুই মেয়ে ও স্ত্রী গিনাকে নিয়ে লোখন্ডওয়ালায় থাকতেন পরিচালক ৷ প্রতিদিনের মতো রবিবারও মর্নিং ওয়াকে বেড়িয়েছিলেন তিনি ৷ আচমকাই বুকে ব্যাথা অনুভব করেন পরিচালক ৷ প্রচণ্ড ঘাম হতে থাকে তাঁর ৷ তড়িঘড়ি ধুম পরিচালককে ভর্তি করা হয় কোকিলাবেন আম্বানি হাসপাতালে ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ এদিন সন্ধ্যাতেই পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে ৷

অভিষেক বচ্চন 'ধুম' ছবির শুটিং সেটের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ৷ তিনি লিখেছেন, "আমি সঞ্জয়ের এই ছবিটি তুলেছিলাম যখন আমরা দক্ষিণ আফ্রিকায় ধুম 2-এর ক্লাইম্যাক্সের শুটিং করছিলাম। আমরা একসাথে 2টি ছবি করেছি, - ধুম এবং ধুম 2।"

জুনিয়র বচ্চন আরও বলেন, "সঞ্জু, গত সপ্তাহে যখন তোমার সঙ্গে কথা বলেছিলাম তখন আমরা আমাদের শ্যুট এবং স্মৃতির কথা নিয়ে গল্প করছিলাম ৷ আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি এই ধরনের পোস্ট আমাকে করতে হবে ৷ আমি এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছি না ৷ আমার নিজের ওপর যতটানা বিশ্বাস ছিল, তার থেকে বেশি তোমার ছিল ৷ তুমি আমাকে কেরিয়ারের প্রথম হিট ছবি উপহার দিয়েছ ৷ আমি ভাষাতেও ব্যক্ত করতে পারব না, এটা কতবড় ঘটনা ছিল আমার জীবনে ৷ আমি সবসময় এই বন্ধুত্ব পালন করে যাব ৷ শান্তিতে থাকো প্রিয় বন্ধু।

  • I took this photo of Sanjay whilst we were filming the climax of Dhoom 2 in South Africa. We made 2 films together - Dhoom and Dhoom 2. Sanju, when I spoke to you last week and we were reminiscing about our shoots and memories I would never have imagined even in my craziest… pic.twitter.com/zHvoy3FVVl

    — Abhishek 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐚𝐧 (@juniorbachchan) November 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যশ রাজ স্টুডিয়োর তরফ থেকেও শোকজ্ঞাপন করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা হয়েছে, "পরিচালক বড়পর্দায় যে ম্যাজিক তৈরি করেছেন তা সারাজীবন দর্শক মনে রাখবে ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷"

উল্লেখ্য, পরিচালক সঞ্জয় গাদভির জার্নি শুরু হয়েছিল 2000 সালে ৷ ছবির নাম ছিল 'তেরে লিয়ে' ৷ যশ রাজ প্রযোজনার ব্যানারে তিনি একাধিক ছবি পরিচালনা করেছেন ৷ 'ধুম', 'ধুম 2', 'মেরে ইয়ারকি শাদি হ্যায়' ৷ এছাড়াও 'কিডন্যাপ', 'আজব গজব লাভ', 'পরিন্দে' উপহার দিয়েছেন দর্শকদের ৷

আরও পড়ুন:

1. অভিনেতার রহস্যমৃত্যুতে চাঞ্চল্য, কেরলের হোটেল প্রাঙ্গণে পার্ক করা গাড়িতে দেহ উদ্ধার

2. টিম ইন্ডিয়াকে চিয়ার আপ করতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে অনুষ্কা, থাকছেন দীপিকা-রণবীর

3. ক্রিকেট জ্বরে কাঁপছে দেশ, বিশ্বকাপ ফাইনাল ঘিরে চড়ছে উত্তেজনার পারদ; আঁচ পড়েছে টলিপাড়াতেও

হায়দরাবাদ, 19 নভেম্বর: প্রয়াত 'ধুম' পরিচালক সঞ্জয় গাদভি ৷ রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে 56 বছর বয়সে মৃত্যু হয়েছে পরিচালকের ৷ পরিচালকের প্রয়াণে শোকের ছায়া পরিবারে ও বলিউডে ৷ শোকপ্রকাশ করেছেন অভিনেতা অভিষেক বচ্চন ৷

পরিচালক সঞ্জয়ের মেয়ে সঞ্জিতা গান্ধি জানিয়েছেন, শারীরিক কোনও সমস্যা ছিল না বাবার ৷ তিনি বলেন, "রবিবার সকাল 9.30 নাগাদ প্রয়াত হয়েছেন বাবা ৷ তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন ৷ আচমকাই হৃদরোগে আক্রান্ত হন তিনি ৷"

সূত্রের খবর, দুই মেয়ে ও স্ত্রী গিনাকে নিয়ে লোখন্ডওয়ালায় থাকতেন পরিচালক ৷ প্রতিদিনের মতো রবিবারও মর্নিং ওয়াকে বেড়িয়েছিলেন তিনি ৷ আচমকাই বুকে ব্যাথা অনুভব করেন পরিচালক ৷ প্রচণ্ড ঘাম হতে থাকে তাঁর ৷ তড়িঘড়ি ধুম পরিচালককে ভর্তি করা হয় কোকিলাবেন আম্বানি হাসপাতালে ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ এদিন সন্ধ্যাতেই পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে ৷

অভিষেক বচ্চন 'ধুম' ছবির শুটিং সেটের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ৷ তিনি লিখেছেন, "আমি সঞ্জয়ের এই ছবিটি তুলেছিলাম যখন আমরা দক্ষিণ আফ্রিকায় ধুম 2-এর ক্লাইম্যাক্সের শুটিং করছিলাম। আমরা একসাথে 2টি ছবি করেছি, - ধুম এবং ধুম 2।"

জুনিয়র বচ্চন আরও বলেন, "সঞ্জু, গত সপ্তাহে যখন তোমার সঙ্গে কথা বলেছিলাম তখন আমরা আমাদের শ্যুট এবং স্মৃতির কথা নিয়ে গল্প করছিলাম ৷ আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি এই ধরনের পোস্ট আমাকে করতে হবে ৷ আমি এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছি না ৷ আমার নিজের ওপর যতটানা বিশ্বাস ছিল, তার থেকে বেশি তোমার ছিল ৷ তুমি আমাকে কেরিয়ারের প্রথম হিট ছবি উপহার দিয়েছ ৷ আমি ভাষাতেও ব্যক্ত করতে পারব না, এটা কতবড় ঘটনা ছিল আমার জীবনে ৷ আমি সবসময় এই বন্ধুত্ব পালন করে যাব ৷ শান্তিতে থাকো প্রিয় বন্ধু।

  • I took this photo of Sanjay whilst we were filming the climax of Dhoom 2 in South Africa. We made 2 films together - Dhoom and Dhoom 2. Sanju, when I spoke to you last week and we were reminiscing about our shoots and memories I would never have imagined even in my craziest… pic.twitter.com/zHvoy3FVVl

    — Abhishek 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐚𝐧 (@juniorbachchan) November 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যশ রাজ স্টুডিয়োর তরফ থেকেও শোকজ্ঞাপন করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা হয়েছে, "পরিচালক বড়পর্দায় যে ম্যাজিক তৈরি করেছেন তা সারাজীবন দর্শক মনে রাখবে ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷"

উল্লেখ্য, পরিচালক সঞ্জয় গাদভির জার্নি শুরু হয়েছিল 2000 সালে ৷ ছবির নাম ছিল 'তেরে লিয়ে' ৷ যশ রাজ প্রযোজনার ব্যানারে তিনি একাধিক ছবি পরিচালনা করেছেন ৷ 'ধুম', 'ধুম 2', 'মেরে ইয়ারকি শাদি হ্যায়' ৷ এছাড়াও 'কিডন্যাপ', 'আজব গজব লাভ', 'পরিন্দে' উপহার দিয়েছেন দর্শকদের ৷

আরও পড়ুন:

1. অভিনেতার রহস্যমৃত্যুতে চাঞ্চল্য, কেরলের হোটেল প্রাঙ্গণে পার্ক করা গাড়িতে দেহ উদ্ধার

2. টিম ইন্ডিয়াকে চিয়ার আপ করতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে অনুষ্কা, থাকছেন দীপিকা-রণবীর

3. ক্রিকেট জ্বরে কাঁপছে দেশ, বিশ্বকাপ ফাইনাল ঘিরে চড়ছে উত্তেজনার পারদ; আঁচ পড়েছে টলিপাড়াতেও

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.