কলকাতা, 7 ডিসেম্বর: পরিচালক শুভ্রজিৎ মিত্র বানাতে চলেছেন 'দেবী চৌধুরানী'। খুব শীঘ্রই শুরু হবে এই ছবির শুটিং। তার আগেই পরিচালক তাঁর সামাজিক মাধ্যমে শেয়ার করলেন এক দারুণ খবর। তাঁর শেয়ার করা লেখা থেকে জানা গিয়েছে, 'দেবী চৌধুরানী' এখন আন্তর্জাতিক সহপ্রযোজনায় তৈরি হতে চলেছে। ভারত, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রয়ী প্রযোজনায় তৈরি হতে চলেছে এই ছবি।" এছাড়াও দেবী চৌধুরানী'- ছবির প্রযোজক সংস্থার তরফে জানানো হয়েছে, এই প্রথম কোনও বাংলা ছবি তৈরির ক্ষেত্রে তিন দেশ যুক্ত হয়েছে ৷
বিষয়টিতে বেশ খুশি এই ছবির পরিচালক থেকে ভারতীয় প্রযোজক অপর্ণা দাশগুপ্ত এবং অনিরুদ্ধ দাশগুপ্ত। কেননা এই প্রচেষ্টা ছিল অনেকদিনের। শুটিংয়ের সময়ে সব প্রযোজনা সংস্থার প্রতিনিধিই হাজির থাকবেন বলে জানা গিয়েছে। এই ছবির শুটিংয়ের আগে রীতিমতো নানা বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন অভিনেতারা। অশ্ব চালনা থেকে শাস্ত্রবিদ্যা, তলোয়ার চালনা সবই শিখেছেন অভিনেতারা। পরিচালক এনিয়ে জানান, 'দেবী চৌধুরানী' টিমের প্রচেষ্টার কারণে এই কাজ সম্পন্ন হয়েছে। তিন দেশের সমন্বয়ে ছবিটি তৈরি হচ্ছে তাই 'বিএফটিএ'ও অ্যাকাডেমি অ্যাওয়ার্ডেও এই ছবি যেতে পারে ৷
দেবী চৌধুরানীর চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী। তিনি আগেই জানিয়েছিলেন, "জীবনে কখনও তলোয়ার হাতে নিইনি। খুব চ্যালেঞ্জিং একটা কাজ। প্রাজ্ঞ হাতে ধরে শিখিয়েছেন। দর্শক আমাকে তলোয়ার হাতে ছবিতে দেখার জন্য অপেক্ষা করে আছেন। আমিও অপেক্ষারত।" ছবির গুরুত্বপূর্ণ চরিত্র রঙ্গরাজ থুড়ি অর্জুন চক্রবর্তী বলেন, "আমি আমার লুক নিয়ে দারুণ খুশি। অনেক কিছু শিখলাম এই ছবির দৌলতে। এই শীতেই শুটিং হবে এবং খুব চ্যালেঞ্জিং শুট হবে। এই ছবিটা মাইলস্টোন হয়ে থাকবে বলে আমার বিশ্বাস।"
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস 'দেবী চৌধুরানী' অবলম্বনে ছবিটি তৈরি করছেন শুভ্রজিৎ মিত্র। নাম ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, কিঞ্জল নন্দের মতো অভিনেতা ও অভিনেত্রীরা ৷ ছবিটি আগামী বছর 2024 সালে রিলিজ করতে পারে ৷
আরও পড়ুন: