ETV Bharat / entertainment

Dev New Film বাঘাযতীনের চরিত্রে দেব, হাজির নতুন ছবির পোস্টার - Dev New Film Baghajatin is Coming Soon

এবার স্বাধীনতা সংগ্রামী বাঘাযতীন অর্থাৎ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবকে । পরিচালক অরুণ রায়ের হাত ধরে এবার স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে পর্দায় আসতে চলেছেন সুপারস্টার অভিনেতা (Dev New Film Baghajatin is Coming Soon)৷

Dev New Film
এবার বাঘাযতীনের চরিত্রে দেব, হাজির নতুন ছবির পোস্টার
author img

By

Published : Aug 16, 2022, 7:13 PM IST

কলকাতা, 16 অগস্ট: ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর পর এবার স্বাধীনতা সংগ্রামী বাঘাযতীন অর্থাৎ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবকে । স্বাধীনতার 75 বছর পূর্তির শুভলগ্নে অনুরাগীদের বড় সুখবর দিলেন দেব । পরিচালক অরুণ রায়ের হাত ধরে আসছে নতুন বাংলা ছবি 'বাঘাযতীন'(Dev New Film Baghajatin is Coming Soon)।

বিনয়, বাদল, দীনেশের পর আরেক স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবনীকে বড় পর্দায় নিয়ে আসছেন পরিচালক । সেই যতীন্দ্রনাথের চরিত্রেই দেখা যাবে সুপারস্টার দেবকে । স্বাধীনতা দিবস উদযাপনের দিনেই ছবির অফিসিয়াল পোস্টার সামনে আনলেন অভিনেতা । স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বীর সংগ্রাম যে এই ছবির উপজীব্য বিষয়, তা বলাই বাহুল্য । পরিচালক স্বাধীনতা সংগ্রামীর জীবনের আরও কোন কোন দিক তুলে ধরবেন সেটাই এখন দেখার ।

গতকাল ছবির পোস্টার শেয়ার করে দেব লেখেন, "স্বাধীনতার 75তম বর্ষের এই মহোৎসবে উন্মোচিত হল । এক বাঙালীর বীরগাথা - বাংলার বীর বাঘাযতীন ।" অরুণ রায় এর আগে বানিয়েছেন 'হীরালাল', '8/12' এবং 'এগারো'। আর এবার পর্দায় আসতে চলেছে 'বাঘাযতীন'। ইতিমধ্যেই সামনে এসেছে ছবির পোস্টার। ওদিকে দেবের প্রযোজনা সংস্থার হাত ধরেই থেকেই 30 সেপ্টেম্বর মুক্তির পথে দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'কাছের মানুষ'। কাজ চলছে 'প্রজাপতি'র । একইসঙ্গে 'ডান্স ডান্স জুনিয়র'-এও ব্যস্ত দেব।

Dev New Film
ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর পর এবার স্বাধীনতা সংগ্রামী বাঘাযতীন অর্থাৎ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবকে

আরও পড়ুন: প্রথম সন্তান জন্মের চারমাসের ফের মা হতে চলেছেন দেবিনা

স্বাধীনতা দিবস উপলক্ষে অবশ্য় যে শুধু দেবের ছবির পোস্টারই সামনে এসেছে তা নয় ৷ আলিপুর বোমা মামলা, ঋষি অরবিন্দ ঘোষ এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাশকে কাহিনির কেন্দ্রে রেখে আসতে চলেছে পরমব্রত পরিচালিত 'বারুদ ও আদালত' ছবিটিও ৷ এই ছবি মুক্তি পাবে আগামী বছর স্বাধীনতা দিবসে ৷ যদিও দেবের এই ছবির মুক্তির তারিখ এখনও সামনে আসেনি ৷

কলকাতা, 16 অগস্ট: ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর পর এবার স্বাধীনতা সংগ্রামী বাঘাযতীন অর্থাৎ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবকে । স্বাধীনতার 75 বছর পূর্তির শুভলগ্নে অনুরাগীদের বড় সুখবর দিলেন দেব । পরিচালক অরুণ রায়ের হাত ধরে আসছে নতুন বাংলা ছবি 'বাঘাযতীন'(Dev New Film Baghajatin is Coming Soon)।

বিনয়, বাদল, দীনেশের পর আরেক স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবনীকে বড় পর্দায় নিয়ে আসছেন পরিচালক । সেই যতীন্দ্রনাথের চরিত্রেই দেখা যাবে সুপারস্টার দেবকে । স্বাধীনতা দিবস উদযাপনের দিনেই ছবির অফিসিয়াল পোস্টার সামনে আনলেন অভিনেতা । স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বীর সংগ্রাম যে এই ছবির উপজীব্য বিষয়, তা বলাই বাহুল্য । পরিচালক স্বাধীনতা সংগ্রামীর জীবনের আরও কোন কোন দিক তুলে ধরবেন সেটাই এখন দেখার ।

গতকাল ছবির পোস্টার শেয়ার করে দেব লেখেন, "স্বাধীনতার 75তম বর্ষের এই মহোৎসবে উন্মোচিত হল । এক বাঙালীর বীরগাথা - বাংলার বীর বাঘাযতীন ।" অরুণ রায় এর আগে বানিয়েছেন 'হীরালাল', '8/12' এবং 'এগারো'। আর এবার পর্দায় আসতে চলেছে 'বাঘাযতীন'। ইতিমধ্যেই সামনে এসেছে ছবির পোস্টার। ওদিকে দেবের প্রযোজনা সংস্থার হাত ধরেই থেকেই 30 সেপ্টেম্বর মুক্তির পথে দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'কাছের মানুষ'। কাজ চলছে 'প্রজাপতি'র । একইসঙ্গে 'ডান্স ডান্স জুনিয়র'-এও ব্যস্ত দেব।

Dev New Film
ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর পর এবার স্বাধীনতা সংগ্রামী বাঘাযতীন অর্থাৎ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবকে

আরও পড়ুন: প্রথম সন্তান জন্মের চারমাসের ফের মা হতে চলেছেন দেবিনা

স্বাধীনতা দিবস উপলক্ষে অবশ্য় যে শুধু দেবের ছবির পোস্টারই সামনে এসেছে তা নয় ৷ আলিপুর বোমা মামলা, ঋষি অরবিন্দ ঘোষ এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাশকে কাহিনির কেন্দ্রে রেখে আসতে চলেছে পরমব্রত পরিচালিত 'বারুদ ও আদালত' ছবিটিও ৷ এই ছবি মুক্তি পাবে আগামী বছর স্বাধীনতা দিবসে ৷ যদিও দেবের এই ছবির মুক্তির তারিখ এখনও সামনে আসেনি ৷

For All Latest Updates

TAGGED:

Dev New Film
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.