ETV Bharat / entertainment

Dev Injury Update: সকলের ভালোবাসায় সুস্থ রয়েছি, অনুরাগীদের উৎকণ্ঠা কমিয়ে জানালেন দেব - Dev injured on Baghajatin Shoot

গত পরশু 'বাঘাযতীন' ছবির শ্যুটিং চলাকালীন চোখে আঘাত পেয়েছিলেন দেব (Dev injured on Baghajatin Shoot) ৷ বৃহস্পতিবার সুখবর জানালেন নায়ক নিজেই। অভিনেতা সোশাল মিডিয়ায় পোস্ট করে জানালেন তিনি সকলের ভালোবাসায় সুস্থ রয়েছেন ৷

Dev Injury Update
সবার ভালোবাসায় সুস্থ আছি জানালেন দেব
author img

By

Published : Mar 9, 2023, 5:37 PM IST

কলকাতা, 9 মার্চ: দোলপূর্ণিমার দিন সন্ধেয় তাঁর চোখে বড় ব্যান্ডেজ দেখে আঁতকে উঠেছিলেন অনুরাগীরা। জানা গিয়েছিল, যে আসন্ন ছবি 'বাঘাযতীন'-এর শ্যুটিংয়ে একটি অ্যাকশন দৃশ্য়ে অভিনয় করতে গিয়ে চোট পেয়েছেন অভিনেতা ৷ স্বভাবতই উদ্বেগ জারি ছিল অনুরাগীমহলে ৷ অনুরাগীদের উৎকণ্ঠা কমিয়ে অভিনেতা দেব জানালেন, তিনি সকলের ভালোবাসায় একেবারে সুস্থ রয়েছেন (Dev Says He is Absolutely Fine Now) ৷ বৃহস্পতিবার নিজের সুস্থতার খবর সোশাল মিডিয়ায় জানিয়ে পোস্ট করে জানিয়েছেন সাংসদ-অভিনেতা ৷ তাঁর এই পোস্টে স্বস্তি আট থেকে আশির।

প্রতি বছরের মতো এই বছর পুজোতেও আসছে দেবের ছবি ৷ মুক্তি পাচ্ছে স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবন অবলম্বনে তৈরি ছবি 'বাঘাযতীন' ৷ যে ছবিতে দেবকে দেখা যাবে বাঘাযতীনের চরিত্রে ৷ কিন্তু গত পরশু নায়কের চোখে ব্যান্ডেজ বাঁধা ছবি প্রকাশ্যে আসতেই চিন্তিত হয়ে পড়েছিলেন তাঁর অনুরাগীরা। তবে চিন্তা করার কোনও কারণ নেই জানিয়ে দিলেন অভিনেতা ৷ এদিন তিনি অনুরাগীদের আশ্বস্ত করে সোশাল মিডিয়ায় লিখেছেন, "সবার ভালোবাসায় ভালো আছি। পুজোয় বাঘাযতীন আসছে। আমরা পুজোয় আপনাদের সেরা সিনেম্যাটিক অভিজ্ঞতা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছি ৷ আশা করি আমাদের পরিশ্রম বিফলে যাবে না ৷"

এর আগে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের 'গোলন্দাজ' ছবিতে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর চরিত্রে একটি ফুটবল খেলার দৃশ্যে অভিনয় করতে গিয়ে পায়ের আঙুলের হাড় ভেঙে ফেলেছিলেন দেব। তবু তাঁকে রোখা যায়নি! এবারেও আহত অবস্থাতেই শ্যুট শেষ করেছেন তিনি। তারপর চিকিৎসকের কাছে যান। চিকিৎসক বিশ্রামের অনুরোধও জানিয়েছিলেন দেবকে। দেব শোনেননি, উলটে টানা শ্যুটের পর দলের সবাইকে নিয়ে দোল খেলেন ঘাটালের সাংসদ! সেই ছবি পোস্ট করেন সোশাল মিডিয়ায় ৷ সেখানে তাঁর চোখের আঘাত দেখে উৎকণ্ঠায় পড়েন অনুরাগীরা ৷

আরও পড়ুন: 'বাঘাযতীন'-এর শ্যুটিং করতে গিয়ে চোট! চোখে ব্যান্ডেজ বেঁধেই দোল খেললেন দেব

উল্লেখ্য, অরুণ রায়ের পরিচালনায় 'বাঘাযতীন' ছবির মুখ্য ভূমিকাতেই অভিনয় করছেন দেব। সূত্রের খবর, এই ছবিতে প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে। আর সেই দৃশ্যে শুটিং করতে গিয়েই বাম চোখে আঘাত পেয়েছেন বাংলার সুপারস্টার। উল্লেখ্য, চলতি বছরের 26 জানুয়ারি প্রকাশ পায় 'বাঘাযতীন'-এর প্রথম লুক। অভিনেতা নিজেই শেয়ার করে নিয়েছিলেন তা। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা রোহন ভট্টাচার্যকেও। দেবের সঙ্গে জুটি বাঁধছেন একেবারে নতুন এক মুখ। সোদপুর গুরুনানক ইনস্টিটিউট অফ টেকনোলজির ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী সৃজা দত্তই পর্দার বাঘাযতীনের ঘরনি।

কলকাতা, 9 মার্চ: দোলপূর্ণিমার দিন সন্ধেয় তাঁর চোখে বড় ব্যান্ডেজ দেখে আঁতকে উঠেছিলেন অনুরাগীরা। জানা গিয়েছিল, যে আসন্ন ছবি 'বাঘাযতীন'-এর শ্যুটিংয়ে একটি অ্যাকশন দৃশ্য়ে অভিনয় করতে গিয়ে চোট পেয়েছেন অভিনেতা ৷ স্বভাবতই উদ্বেগ জারি ছিল অনুরাগীমহলে ৷ অনুরাগীদের উৎকণ্ঠা কমিয়ে অভিনেতা দেব জানালেন, তিনি সকলের ভালোবাসায় একেবারে সুস্থ রয়েছেন (Dev Says He is Absolutely Fine Now) ৷ বৃহস্পতিবার নিজের সুস্থতার খবর সোশাল মিডিয়ায় জানিয়ে পোস্ট করে জানিয়েছেন সাংসদ-অভিনেতা ৷ তাঁর এই পোস্টে স্বস্তি আট থেকে আশির।

প্রতি বছরের মতো এই বছর পুজোতেও আসছে দেবের ছবি ৷ মুক্তি পাচ্ছে স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবন অবলম্বনে তৈরি ছবি 'বাঘাযতীন' ৷ যে ছবিতে দেবকে দেখা যাবে বাঘাযতীনের চরিত্রে ৷ কিন্তু গত পরশু নায়কের চোখে ব্যান্ডেজ বাঁধা ছবি প্রকাশ্যে আসতেই চিন্তিত হয়ে পড়েছিলেন তাঁর অনুরাগীরা। তবে চিন্তা করার কোনও কারণ নেই জানিয়ে দিলেন অভিনেতা ৷ এদিন তিনি অনুরাগীদের আশ্বস্ত করে সোশাল মিডিয়ায় লিখেছেন, "সবার ভালোবাসায় ভালো আছি। পুজোয় বাঘাযতীন আসছে। আমরা পুজোয় আপনাদের সেরা সিনেম্যাটিক অভিজ্ঞতা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছি ৷ আশা করি আমাদের পরিশ্রম বিফলে যাবে না ৷"

এর আগে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের 'গোলন্দাজ' ছবিতে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর চরিত্রে একটি ফুটবল খেলার দৃশ্যে অভিনয় করতে গিয়ে পায়ের আঙুলের হাড় ভেঙে ফেলেছিলেন দেব। তবু তাঁকে রোখা যায়নি! এবারেও আহত অবস্থাতেই শ্যুট শেষ করেছেন তিনি। তারপর চিকিৎসকের কাছে যান। চিকিৎসক বিশ্রামের অনুরোধও জানিয়েছিলেন দেবকে। দেব শোনেননি, উলটে টানা শ্যুটের পর দলের সবাইকে নিয়ে দোল খেলেন ঘাটালের সাংসদ! সেই ছবি পোস্ট করেন সোশাল মিডিয়ায় ৷ সেখানে তাঁর চোখের আঘাত দেখে উৎকণ্ঠায় পড়েন অনুরাগীরা ৷

আরও পড়ুন: 'বাঘাযতীন'-এর শ্যুটিং করতে গিয়ে চোট! চোখে ব্যান্ডেজ বেঁধেই দোল খেললেন দেব

উল্লেখ্য, অরুণ রায়ের পরিচালনায় 'বাঘাযতীন' ছবির মুখ্য ভূমিকাতেই অভিনয় করছেন দেব। সূত্রের খবর, এই ছবিতে প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে। আর সেই দৃশ্যে শুটিং করতে গিয়েই বাম চোখে আঘাত পেয়েছেন বাংলার সুপারস্টার। উল্লেখ্য, চলতি বছরের 26 জানুয়ারি প্রকাশ পায় 'বাঘাযতীন'-এর প্রথম লুক। অভিনেতা নিজেই শেয়ার করে নিয়েছিলেন তা। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা রোহন ভট্টাচার্যকেও। দেবের সঙ্গে জুটি বাঁধছেন একেবারে নতুন এক মুখ। সোদপুর গুরুনানক ইনস্টিটিউট অফ টেকনোলজির ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী সৃজা দত্তই পর্দার বাঘাযতীনের ঘরনি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.