ETV Bharat / entertainment

Baghajatin Teaser Out: স্বাধীনতা সংগ্রামে বীর বিপ্লবীর চরিত্রে দেব, মুক্তি পেল 'বাঘা যতীন' ছবির টিজার - স্বাধীনতা যুদ্ধের কাহিনি নিয়ে হাজির দেব

Dev Srija New Film Baghajatin: শনিবার তাঁর 'বাঘা যতীন' ছবির টিজার নিয়ে হাজির হলেন দেব ৷ পুজোর ছুটিতে বাঙালির মন জয় করতে আসছেন তিনি ৷

Pic Dev Instagram
মুক্তি পেল বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাহিনি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 4:49 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর: পুজোর ছুটিতে 'বাঘা যতীন'-এর গল্প নিয়ে পর্দায় হাজির হতে চলেছেন দেব ৷ ছবিতে ফুটে উঠবে বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাহিনি ৷ বিপ্লবী বাঘা যতীন দেশের স্বাধীনতার জন্য় লড়াই করেছিলেন তাঁর শেষ রক্তবিন্দু দিয়ে ৷ বীর এই যোদ্ধার কাহিনিকেই পর্দায় হাজির করতে বদ্ধপরিকর পরিচালক অরুণ রায় ৷ তাঁর হাত ধরেই শঙ্কর এবং ব্যোমকেশের পর বাঘা যতীন হয়ে উঠেছেন দেব ৷ এর আগেও অবশ্য বায়োপিকে অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ কিন্তু এবার কাজটা যে ভীষণ চ্যালেঞ্জিং তা বলাই বাহুল্য ৷ এরই মাঝে শনিবার মুক্তি পেল 'বাঘা যতীন' ছবির টিজার ৷

ছবির প্রি-টিজারেই আভাস মিলেছিল স্বাধীনতা যুদ্ধের এই কাহিনিতেও অ্যাকশন কম থাকবে না ৷ সেই সময়ের কাহিনিকে পুঙ্খানুপুঙ্খ রূপে ফুটিয়ে তোলার দিকে যেমন মনোযোগ দিয়েছেন নির্মাতারা তেমনই নজর থাকবে সংলাপেও ৷ প্রি টিজারে দেব তার পূর্ণ ইঙ্গিত দিয়েছিলেন ৷ বাঘাযতীন রূপী দেবের কণ্ঠে শোনা গিয়েছিল, "যতি মুখার্জি হয় লড়ে না হয় মরে ৷ ধরা পড়ে না ৷"

টিজারেও সেই ইঙ্গিতই দিলেন নির্মাতারা ৷ দেশের জন্য় ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামের এক গুরুত্বপূর্ণ দলিল তুলে ধরতে চলেছে এই ছবি ৷ ছবিতে রয়েছেন রোহন ভট্টাচার্য, সৃজা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, সামিউল আলমের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ আগামী 19 অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: দেবের সঙ্গে শুটিংয়ের মাঝেই সেট থেকে ভাইরাল সোহমের 'প্রধান' ছবির লুক

ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন দেব নিজেই ৷ 'বাঘা যতীন' শুধু বাংলা নয় মুক্তি পেতে চলেছে হিন্দি ভাষাতেও ৷ শনিবার বাংলার পাশাপাশি তাই হিন্দি ভাষার টিজারটিও লঞ্চ করলেন নির্মাতারা ৷ 'বাঘা যতীন' ছবির সংলাপ রচনা করেছেন সৌনাভ বোস ৷ সম্পাদনার দায়িত্বে রয়েছেন মহম্মদ কালাম এবং চিত্র সম্পাদনা করেছেন গোপি ভগত ৷ ছবিটি এখন দর্শকের মনে কতটা প্রভাব ফেলে সেটাই দেখার ৷ কারণ পুজোতে মুক্তি পেতে চলেছে সৃজিতের 'দশম অবতার', অরিন্দমের 'জঙ্গলে মিতিন মাসি', শিবু-নন্দিতার রক্তবীজ-এর মতো ছবিও ৷

কলকাতা, 9 সেপ্টেম্বর: পুজোর ছুটিতে 'বাঘা যতীন'-এর গল্প নিয়ে পর্দায় হাজির হতে চলেছেন দেব ৷ ছবিতে ফুটে উঠবে বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাহিনি ৷ বিপ্লবী বাঘা যতীন দেশের স্বাধীনতার জন্য় লড়াই করেছিলেন তাঁর শেষ রক্তবিন্দু দিয়ে ৷ বীর এই যোদ্ধার কাহিনিকেই পর্দায় হাজির করতে বদ্ধপরিকর পরিচালক অরুণ রায় ৷ তাঁর হাত ধরেই শঙ্কর এবং ব্যোমকেশের পর বাঘা যতীন হয়ে উঠেছেন দেব ৷ এর আগেও অবশ্য বায়োপিকে অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ কিন্তু এবার কাজটা যে ভীষণ চ্যালেঞ্জিং তা বলাই বাহুল্য ৷ এরই মাঝে শনিবার মুক্তি পেল 'বাঘা যতীন' ছবির টিজার ৷

ছবির প্রি-টিজারেই আভাস মিলেছিল স্বাধীনতা যুদ্ধের এই কাহিনিতেও অ্যাকশন কম থাকবে না ৷ সেই সময়ের কাহিনিকে পুঙ্খানুপুঙ্খ রূপে ফুটিয়ে তোলার দিকে যেমন মনোযোগ দিয়েছেন নির্মাতারা তেমনই নজর থাকবে সংলাপেও ৷ প্রি টিজারে দেব তার পূর্ণ ইঙ্গিত দিয়েছিলেন ৷ বাঘাযতীন রূপী দেবের কণ্ঠে শোনা গিয়েছিল, "যতি মুখার্জি হয় লড়ে না হয় মরে ৷ ধরা পড়ে না ৷"

টিজারেও সেই ইঙ্গিতই দিলেন নির্মাতারা ৷ দেশের জন্য় ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামের এক গুরুত্বপূর্ণ দলিল তুলে ধরতে চলেছে এই ছবি ৷ ছবিতে রয়েছেন রোহন ভট্টাচার্য, সৃজা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, সামিউল আলমের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ আগামী 19 অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: দেবের সঙ্গে শুটিংয়ের মাঝেই সেট থেকে ভাইরাল সোহমের 'প্রধান' ছবির লুক

ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন দেব নিজেই ৷ 'বাঘা যতীন' শুধু বাংলা নয় মুক্তি পেতে চলেছে হিন্দি ভাষাতেও ৷ শনিবার বাংলার পাশাপাশি তাই হিন্দি ভাষার টিজারটিও লঞ্চ করলেন নির্মাতারা ৷ 'বাঘা যতীন' ছবির সংলাপ রচনা করেছেন সৌনাভ বোস ৷ সম্পাদনার দায়িত্বে রয়েছেন মহম্মদ কালাম এবং চিত্র সম্পাদনা করেছেন গোপি ভগত ৷ ছবিটি এখন দর্শকের মনে কতটা প্রভাব ফেলে সেটাই দেখার ৷ কারণ পুজোতে মুক্তি পেতে চলেছে সৃজিতের 'দশম অবতার', অরিন্দমের 'জঙ্গলে মিতিন মাসি', শিবু-নন্দিতার রক্তবীজ-এর মতো ছবিও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.