কলকাতা, 13 জুলাই: তাঁর নতুন ছবি 'ব্যোমকেশ ও দূর্গরহস্য'র টিজার মুক্তি পেতে চলেছে শুক্রবার ৷ কিন্তু দেব কোনও কিছুতে আটকে থাকতে জানেন না ৷ তাই 'বাঘা যতীন' ছবির শুটিং শেষ হতে না হতেই আবার নতুন ছবির প্রস্তুতি শুরু করে দিলেন ৷ আগামীতে তাঁকে পর্দায় দেখা যাবে 'প্রধান' ছবিতে ৷ 'প্রজাপতি' ছবির বিপুল সাফল্যের পর আরও একবার অভিজিৎ সেনের হাত ধরতে চলেছেন ৷ নতুন ছবির কাজের আগে নিজেকে প্রস্তুত করাও জরুরি ৷ আর সেই কারণেই প্রাচীন চিকিৎসার আশ্রয় নিলেন নায়ক ৷
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন দেব ৷ যেখানে দেখা যায় তাঁর পিঠের বিভিন্ন অংশে বসানো রয়েছে কাঁচের কাপ ৷ ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, 'নো পেইন, নো গেইন'। ইংরেজি এই প্রবাদটির অর্থ বুঝতে ব্যবহার করাই যায় আরেকটি বাংলা প্রবাদ ৷ তা হল 'কষ্ট করলে কেষ্ট মেলে' ৷ সঙ্গে তিনি আরও লিখেছেন, "আমার পরের কাজের জন্য তৈরি হচ্ছে ৷ 'প্রধান' গুরুত্ব এখন সেটাই ৷"দেব যে চিকিৎসার আশ্রয় নিয়েছেন তাকে বলা হয় 'কাপিং থেরাপি' ৷ এই পদ্ধতিতে প্রাচীনকাল থেকে চিকিৎসা হয়ে আসছে ৷ শল্য চিকিৎসা, আয়ুর্বেদিক চিকিৎসার মতোই এরও সুদীর্ঘ ইতিহাস রয়েছে ৷ এই থেরাপি মূলত ব্যবহার করা হয় যন্ত্রণা-প্রদাহ কমানোর জন্য ৷ শরীরের টক্সিন বের করে শরীরকে আরও সতেজ রাখতে সাহায্য় করে 'কাপিং থেরাপি' ৷
আরও পড়ুন: 'সাহসী বিষয়ে ছবি মানেই দেবতাদের অপমান নয়', সেন্সর বোর্ড বিতর্কে সরব নেটপাড়া
এর ফলে শরীরে এবং মনে নতুন স্ফুর্তি নিয়ে আবার কাজে ঝাঁপিয়ে পড়তে পারবেন দেব ৷ দেবের নতুন ছবি 'ব্যোমকেশ ও দূর্গরহস্য' পর্দায় আসতে চলেছে আগামী 11 অগস্ট ৷ এই ছবিতে তাঁর সত্যবতী হতে চলেছেন রুক্মিণী মৈত্র আর অজিত অম্বরিশ ভট্টাচার্য ৷ ছবির পরিচালনার দায়িত্বে বিরসা দাশগুপ্ত ৷ অন্য়দিকে 'প্রধান' ছবিতে তাঁর সঙ্গে জুটি বাঁধবেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু ৷