মুম্বই, 5 ডিসেম্বর: ফুটবল বিশ্বকাপের জ্বরে এখন ভুগছে কাতার ৷ রীতিমতো জমে উঠেছে পায়ে বলের লড়াই ৷ ট্রফি জয়ের এই মহারণে বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী ছাড়তেও রাজি নন কেউই ৷ লিওনেল মেসি হন বা নেইমার কিংবা রিচার্লিসন সকলেই এখন বদ্ধ পরিকর তাঁদের দলকে শেষ চারে পৌঁছে দিতে ৷ ফুটবল বিশ্বকাপ মানেই পায়ে পায়ে দ্বন্দ্ব তেমন সংস্কৃতির মিলনমেলাও ৷ ইতিমধ্য়েই কাতারের আন্তর্জাতিক মঞ্চে নিজের দক্ষতার প্রমাণ রাখার সুযোগ পেয়েছেন অভিনেত্রী নোরা ফতেহি ৷ এবার আরেকটি বিশেষ দায়িত্ব পেলেন আরেক বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন(Deepika Padukone Will unveil The World Cup Trophy) ৷
আগামী 18 ডিসেম্বর কাতারের লুসেইন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ (Deepika Padukone in FIFA world cup)৷ আর এই ম্যাচেই ট্রফি উন্মোচন করার দায়িত্ব দেওয়া হল বলি সুন্দরীকে ৷ প্রসঙ্গত, এই প্রথম কোনও অভিনেত্রীকে ট্রফি উন্মোচনের জন্য় বেছে নিল ফিফা (Deepika to unveil the FIFA world cup trophy)৷
এর আগে কান ফিল্ম ফেস্টিভ্য়ালে জুরি হিসাবে ডাক পেয়েছিলেন দীপিকা ৷ এই নায়িকা এখন গ্লোবাল আইকন বললেও ভুল বলা হয় না ৷ বেশকিছু বিদেশি ব্র্যান্ডের সঙ্গেও তিনি যুক্ত ৷ আর তার মাঝে তাঁকে যেভাবে সম্মানিত করল ফিফা তা জেনে নিশ্চয়ই খুশি হবেন তাঁর অনুরাগীরা(FIFA world cup 2022) ৷
আরও পড়ুন: মুখার্জি বাড়ির মেয়ে কাজলকে ভয় পান বিশাল জেঠওয়া
অভিনয়ের কথা বলতে গেলে রণবীর জায়ার হাতে এখন রয়েছে একগুচ্ছ কাজ ৷ প্রভাস এবং বিগ বি-র সঙ্গে তিনি স্ক্রিনশেয়ার করবে 'প্রজেক্ট কে' ছবিতে ৷ এছাড়া 'ওম শান্তি ওম', 'চেন্নাই এক্সপ্রেস' এবং 'হ্যাপি নিউ ইয়ার'-এর পর আবারও দীপিকা জুটি বাঁধছেন এসআরকের সঙ্গে ৷ ছবির নাম 'পাঠান' ৷ আগামী বছর পর্দায় তাঁদের এই নতুন প্রজেক্ট ৷ এছাড়া দীপিকা তাঁর আগামী ছবি 'ফাইটার'-এর জন্য় জুটি বাঁধছেন হৃতিক রোশানের সঙ্গেও ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ৷ নির্মাতাদের দাবি অনুযায়ী, বড়পর্দায় এই ছবিটি মুক্তি পেতে চলেছে 2024 সালের 25 জানুয়ারি ৷